বাপ বাপ বলে পালাবে ঘরের সব ইঁদুর, করুন শুধু ছোট্ট এই কাজ

Most Effective Rat Repellent : এক নিমিষেই বাড়ি থেকে দূর হবে সব ইঁদুর, করুন এই ছোট্ট কাজ

Rat Controll Tips : গণেশ বাবাজির পায়ের তলায় যাকে খুব সুন্দর লাগে দেখতে, তাকে কিন্তু বাড়িতে একেবারেই ভালো লাগে না। যখন তখন বাড়ির আনাচ থেকে শুরু করে জামা কাপড়, সবকিছুই নষ্ট করে দিতে একেবারে পটু ইঁদুর (Rat) বাবাজি। বেশিরভাগ ক্ষেত্রেই আমরা ইঁদুর মারার বিষ বা কল ব্যবহার করে থাকি কিন্তু তাতে এই প্রাণীটিকে বড্ড কষ্ট পেয়ে মরতে হয়, যা একেবারেই উচিত নয়। তাই চলুন আজ কিছু ঘরোয়া উপায় আপনাদের বলবো যাতে এই প্রাণীটির তেমন ক্ষতিও হবে না, উল্টে আপনি বাড়ি থেকে বিদায় করতে পারবেন এই অযাচিত অতিথিকে।

পেয়াঁজ : ইঁদুর তাড়ানোর জন্য যদি একেবারে বিষ না ব্যবহার করতে চান, তাহলে পেঁয়াজ ব্যবহার করতে পারেন। পেঁয়াজের গন্ধ ইঁদুর একেবারেই সহ্য করতে পারে না। যে ঘরে বা যেখানে ইঁদুরের উপদ্রব হচ্ছে সেখানে যদি রাতের দিকে পেঁয়াজের খোসা বা কাটা পেঁয়াজ রেখে দিতে পারেন তাহলে অবিলম্বে ইঁদুর আপনার বাড়ি থেকে বিদায় নেবে।

GARLIC

   

রসুন : পেঁয়াজের পাশাপাশি রসুনও ঠিক একই কাজ করে। রসুনের গন্ধও ইঁদুর একেবারে সহ্য করতে পারে না। যেখানে ইঁদুরের বেশি যাতায়াত সেখানে আপনাকে রসুনের স্প্রে করতে হবে। রসুনের স্প্রে করার জন্য এক রাত আগে জলের মধ্যে কয়েকটি রসুন ভিজিয়ে রাখতে হবে। সারারাত ভেজার পর সেই জল একটি স্প্রে বোতলে ভরে নিয়ে যেখানে ইঁদুরের যাতায়াত সেখানে যদি ছড়িয়ে দিতে পারেন তাহলে আর আপনার ক্ষতি করতে পারবে না ইঁদুর।

লবঙ্গ : লবঙ্গের চড়া গন্ধ ইঁদুর একেবারে সহ্য করতে পারে না। ইঁদুরকে বাড়ি থেকে দূর করার জন্য তাই আপনি লবঙ্গের আশ্রয় নিতে পারেন। একটি ছেঁড়া কাপড়ে বেশ কয়েকটা লবঙ্গ নিয়ে যদি পুটলি বেঁধে ঘরের কোনায় রেখে দিতে পারেন, তাহলে একদিনের মধ্যেই দেখবেন ম্যাজিক।

RED CHILI POWDER

লাল লঙ্কার গুঁড়ো : লাল লঙ্কার গুঁড়ো শুধু আমাদের জন্য নয়, ইঁদুরের জন্যও কিন্তু ভীষণ ভয়ংকর। বাড়িতে যদি দেখেন কোথাও ইঁদুর বাসা বেঁধেছে, তাহলে সেই বাসার চারিপাশে লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিতে পারেন। লাল লঙ্কার ঝাঁজ সহ্য না করতে পেরে ইঁদুর বাসা থেকে পালাবে।

পুদিনা পাতা : পুদিনা পাতা শুধু আমাদের শরীরের জন্য নয়, ইঁদুর তাড়ানোর জন্য ভীষণ উপকারী। বাজারে যে পুদিনা পাতার তেল পাওয়া যায় সেই তেল যদি বাড়ির কোনায় কোনায় ছড়িয়ে দিতে পারেন তাহলে দেখবেন কিছুদিনের মধ্যেই ইঁদুর বিদায় নেবে আপনার বাড়ি থেকে। তবে এই তেল প্রত্যেকদিন একটু একটু করে ছড়িয়ে দিতে হবে, একদিনে কাজ হবে না।

আরও পড়ুন : বাপ বাপ বলে পালাবে ডেঙ্গুর মশা! করুন শুধু ছোট্ট এই কাজ

RAT TOY

আরও পড়ুন : ২ মিনিটে সাফ হবে গ্যাস ওভেন বার্নার, করুন শুধু এই একটি ছোট্ট কাজ

খেলনা ইঁদুর : এই ব্যাপারটি হয়তো মজার মনে হতে পারে কিন্তু খেলনা ইঁদুর ভীষণ কাজের। খেলনা ইঁদুর যদি ঘরের কোনায় রেখে দিতে পারেন আর যদি চাবি দেওয়া খেলনা ইঁদুর ঘরে ছেড়ে দিতে পারেন তাহলে দেখবেন সেই ভয়ে ইঁদুর বাড়ি থেকে বেরিয়ে যাবে।

আরও পড়ুন : করুন এই একটি ছোট্ট কাজ, ২ মিনিটেই বাপ বাপ বলে পালাবে বেসিনের ময়লা