রেশমের মত কোমল অথচ মজবুত হবে চুল, ২০ টাকায় বাড়িতেই এইভাবে করুন হেয়ার স্পা

মাত্র ২০ টাকায় ঘরে বসে হেয়ার স্পা করুন এইভাবে, বেঁচে যাবে পার্লারের হাজার হাজার টাকা

Most Effective Home Made Hair Spa Cream For Long Strong And Silky Smooth Hair

ত্বকের মতো চুলের যত্ন (Hair Care) নিতে গিয়েও বিভিন্ন টোটকা ব্যবহার করে বহু মানুষ কিন্তু সঠিক নিয়ম না জানায়ে অনেক সময় ঐ টোটকার পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়। তাই বাধ্য হয় স্যাঁলোয় যান তারা। সেখানে চুলের যত্ন নিতে টাকা খরচ করে হেয়ার স্পাও (Hair spa)করান তারা। কিন্তু এবার খুব সহজে বাড়িতেই করা যাবে হেয়ার স্পা।

তবে বাড়িতে হেয়ার স্পা করার জন্য আগে বানিয়ে নিতে হবে হেয়ার স্পা ক্রিম। আর এই ক্রিম তৈরি করাতে বেশি টাকাও খরচ হয়। কিন্তু টাকা কম খরচ হলেও কাজ করবে একদম স্যাঁলোয়তে করানো হেয়ার স্পার। চুল হয় উঠবে মোলায়েম ও সুন্দর।

HAIR SPA CREAM

বাড়িতে স্পা ক্রিম তৈরি করার পদ্ধতি (How to make spa cream at home): প্রথমে একটি পাত্রে তিন চামচ কোল্ড প্রেসড নারকেল তেল নিয়ে নিতে হবে। এবার ঐ পাত্রে রাখা কোল্ড প্রেসড নারকেল তেলের সঙ্গে এক চামচ তাজা অ্যালোভেরা জেল মিশিয়ে নিতে হবে। এবার যে মিশ্রণটি তৈরি হয়েছে তার সঙ্গে ২ টেবিল চামচ শিয়া বাটার মেশাতে হবে।

এবার পাত্রে রাখা ঐ মিশ্রণটির সঙ্গে ডিম মিশিয়ে নিতে হবে। তারপর যে মিশ্রণটি তৈরি হবে তার সঙ্গে ৩ টেবিল চামচ মধু মিশিয়ে নিতে হবে। এবার মিশ্রণগুলো ভাল করে নাড়িয়ে নিতে হবে। এভাবে কিছুক্ষন নাড়িয়ে নেওয়ার পরে হেয়ার স্পা রেডি।

HAIR SPA CREAM

হেয়ার স্পা ক্রিম ব্যবহার করার পদ্ধতি (How to use hair spa cream): প্রথমে শ্যাম্পু করে নিতে হবে। তারপর চুল ভাল করে মুছে শুকিয়ে নিতে হবে। এবার গোড়া থেকে ডগা পর্যন্ত ভাল করে চুলে ওই হেয়ার স্পা ক্রিম লাগাতে হবে। ক্রিম লাগিয়ে হালকা হাতে চুলের গোড়ায় ম্যাসাজ করতে হবে। তারপর চুলে গরম ভিজে তোয়ালে জড়িয়ে রাখতে হবে। এই অবস্থায় ৪৫ মিনিট থাকতে হবে। তারপর শ্যাম্পু করে নিতে হবে। এরপর কন্ডিশনার লাগিয়ে নিতে হবে

HAIR SPA CREAM

প্রতি সপ্তাহে একবার করে এই হেয়ার স্পা ক্রিম ব্যবহার করা যেতে পারে। এতে চুলের সব ধরনের সমস্যা দূর হবে। চুলের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে। এছাড়াও চুল পড়া, খুশকির সমস্যাও সেরে যাবে। সবচেয়ে বড় সুবিধা হল এই হেয়ার স্পা ক্রিমের জন্য বেশি টাকাও খরচ করতে হবে না।