কারও পা চাটেন না, তাই বঙ্গ সম্মান পান না, বাঙালির বিচারে সেরা অভিনেত্রীর অ্যাওয়ার্ড পেলেন মনামী

বাংলা সিনেমার (Bengali Cinema) অন্যতম সুন্দরী অভিনেত্রী হলেন মনামী ঘোষ (Manami Ghosh)। তিনি শুধুই একজন দক্ষ অভিনেত্রী নন, একই সঙ্গে খুব ভাল নৃত্যশিল্পীও বটে। বাংলা ধারাবাহিক হোক, ওয়েব সিরিজ কিংবা সিনেমা, সর্বক্ষেত্রেই মনামী নিজের অভিনয় দক্ষতার প্রমাণ রেখেছেন। এর আগে বাংলা ধারাবাহিকে অভিনয় করার জন্য সেরা অভিনেত্রীর পুরস্কারও (ICC Best Actress Award) তিনি পেয়েছেন। তবে এই প্রথমবার তিনি বাংলা সিনেমার জন্য পেলেন পুরস্কার।

ইদানিং অ্যাওয়ার্ড মঞ্চগুলোতে রাজনৈতিক প্রভাব স্পষ্টত চোখে পড়ছে। যার বিরুদ্ধে মুখ খুলছেন নেটিজেনরা। অন্যদিকে টলিউডের তারকারাও এই বিষয় নিয়ে মুখ খুলেছেন। যারা যোগ্য তাদের উপেক্ষা করে কেবল রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে। সাম্প্রতিক বঙ্গ সম্মাননা পুরস্কার বিতরণী অনুষ্ঠান নিয়েও এমনই গুঞ্জন শুরু হয়েছে সোশ্যাল মিডিয়াতে।

monami ghosh

অন্যান্য প্রতিভাবান তারকাদের মত মনামী ঘোষও এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান থেকে বাদ পড়েছেন। তবে তার প্রতিভাকে যোগ্য সম্মান করেছে আইসিসি। সম্প্রতি ‘বেলা শুরু’ ছবির জন্য তিনি পেয়েছেন সেরা অভিনেত্রীর পুরস্কার। এই প্রথম সিনেমার জন্য পুরস্কার এসেছে তার হাতে। এই পুরস্কার তাই তার কাছে অনেক বড় পাওনা।

ফেসবুক এবং ইনস্টাগ্রামে পুরস্কার পাওয়ার ছবি এবং ভিডিও শেয়ার করে নিয়েছেন মনামী। ক্যাপশনে লিখেছেন, “সিনেমার জন্য আমার পাওয়া প্রথম সেরা অভিনেত্রীর পুরস্কার… বেলা শুরু… অভিভূত…”। নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখার্জীর ‘বেলা শুরু’ ছবিতে অভিনয়ের সুবাদে তিনি তার জীবনের অন্যতম সেরা পুরস্কার পেলেন।

 

View this post on Instagram

 

A post shared by Monami Ghosh (@monami_ghosh)

বঙ্গ সম্মাননা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে পুরস্কার নিয়েছেন টলিউডের অনেক তারকা। বঙ্গ ভূষণ পেয়েছেন দেব এবং ঋতুপর্ণা সেনগুপ্ত। তবে সোহম চক্রবর্তীকে মহানায়ক এবং নুসরাত জাহানকে মহানায়িকা সম্মান দেওয়ার বিপক্ষে নেটিজেনরা। এই মঞ্চ থেকে কেন জিৎকে বাদ দেওয়া হল সেই নিয়েও প্রশ্ন তুলেছেন তারা।

 

View this post on Instagram

 

A post shared by Monami Ghosh (@monami_ghosh)

অন্যদিকে মনামী তার অভিনয় ক্ষমতার গুণে যে পুরস্কার পেলেন তার জন্য গর্বিত তার ভক্তরা। কারও অনুগ্রহ নয়, অভিনেত্রীর অভিনয় দক্ষতাকে বিচার করে তাকে পুরস্কার দেওয়া হয়েছে, তিনিই প্রকৃত অর্থে বাংলার গর্ব। সোশ্যাল মিডিয়াতে তার ভূয়ষী প্রশংসা করছেন দর্শকরা। খুব শীঘ্রই ‘ডান্স ডান্স জুনিয়ার সিজন ৩’ এর মঞ্চে দেখা যাবে মনামীকে। বিচারকের আসনে দেব এবং রুক্মিণীর সঙ্গে খুদে প্রতিযোগিদের মধ্যে থেকে সেরাদের বেছে নেবেন তিনি।