‘গৌরী এলো’ শেষ হতে না হতেই নতুন সিরিয়ালে পা? আগামী দিনের পরিকল্পনা জানালেন মোহনা মাইতি

‘গৌরী এলো’র পর আবার ফিরবেন নতুন সিরিয়ালে? ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন মোহনা মাইতি

সম্প্রতি শেষ হচ্ছে জি বাংলা (Zee Bangla) -র একাধিক জনপ্রিয় সিরিয়াল (Bengali Serial)। সেই তালিকায় রয়েছে জনপ্রিয় ধারাবাহিক ‘গৌরী এলো’(Gouri Elo) -র নাম। কয়েকদিনের মধ্যেই পথচলা শেষ হবে ভক্তিমূলক এই সিরিয়ালের। সদ্য সম্পন্ন হয়েছে ঈশান-গৌরীর ধারাবাহিকের অন্তিম পর্বের শ্যুটিং। কিন্তু এর মধ্যেই জল্পনা চলছে স্টার জলসার নতুন একটি ধারাবাহিকে নাকি দেখা যাবে মোহনা মাইতি (Mohona Maiti)কে। চলুন জেনে নিই এই প্রসঙ্গে কী বলছেন অভিনেত্রী।

২০২১ সালের ফেব্রুয়ারিতে শুরু হয়েছিল গৌরী এলো-র পথ চলা। বিকেলের স্লটে ‘তোমাদের রানী’র প্রতিপক্ষ হিসেবে চলছিল ‘গৌরী এলো’। দুর্জয়-রানীর আদ্যোপান্ত লাভ স্টোরির সামনে টিকতে পারেনি ভক্তিমূলক এই মেগা। এরপর ‘ইচ্ছে পুতুল’কে সন্ধ্যা ৬টার স্লটে এনে ‘গৌরী এলো’কে রাত ১০টায় পাঠিয়ে দেওয়া হয়। সেখানেও তেমন কামাল না দেখাতে পারায় এবার বন্ধ হয়ে যাচ্ছে ঈশান-গৌরীর ধারাবাহিক।

Mohona Maiti

   

তবে মাত্র ১৬ বছর বয়সে একজন সুগৃহিনী ও এক সন্তানের মা হিসেবে অভিনয় করে দর্শকদের মন জয় করে নিয়েছেন মোহনা। তিনি বর্তমানে দশম শ্রেণীর ছাত্রী। আর এটিই তার অভিনয় জীবনের প্রথম ধারাবাহিক। এই ধারাবাহিকে অভিনয়ের আগে ডান্স বাংলা ডান্স-এর প্রতিযোগী ছিলেন তিনি।

বহরমপুর মুর্শিদাবাদে বেড়ে ওঠা মেঘনার। সেখানকার কাশীশ্বরী গার্লস স্কুলেই পড়াশোনা। তবে এতদিন শুটের জন্য মা–বাবার সঙ্গেই কলকাতায় থাকতেন মোহনা। এদিকে নভেম্বরেই হয়ে গেল গৌরী এলো-র শেষ দিনের শ্যুট। আর সমাপ্তিতে ঘোমটা কালীকে জড়িয়ে ধরে হাউহাউ করে কাঁদতে দেখা গেছে গৌরী ওরফে মোহনা মাইতিকে।

Mohona Maiti

আরও পড়ুন : গীতা LLB -র নায়িকা আসলে কে? রইল Star Jalsha -র নতুন নায়িকার পরিচয়

কিন্তু এই ধারাবাহিক শেষ হয়ে যাওয়ার পরই গুঞ্জন উঠেছে স্টার জলসার নাকি একটি ধারাবাহিকে অভিনয়ের জন্য অফার এসেছে মোহনার কাছে। কিন্তু তিনি তাতে অভিনয় করবেন কিনা সেই প্রসঙ্গে এখনও কিছু জানা যায়নি। তবে এরপর কোন ধারাবাহিকে অভিনয় করবেন কিনা? এই প্রসঙ্গে মুখ খুলেছেন অভিনেত্রী নিজে।

আরও পড়ুন : বাবা-মাকে হারিয়েছেন ছেলেবেলায়, সারাজীবন জুটেছে প্রতারণা,পল্লবী শর্মার জীবন যেন বুকফাটা কান্না

Mohona Maiti

আরও পড়ুন : সিনেমায় ফ্লপ এই ৫ নায়ক আজ বাংলা সিরিয়ালের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতা

একটি সাক্ষাৎকারে মোহনা জানিয়েছেন, ‘একটা বেড়াতে যাওয়ার পরিকল্পনা হয়েছে। ওখান থেকে আগে ঘুরে আসি তারপর দেখি কী করি। কোনও ভালো অফার পেলে সেটা করব।’ অর্থাৎ আপাতত কোনো ধারাবাহিকে দেখা যাচ্ছে না অভিনেত্রীকে। তিনি টানা দুই বছর কাজ করার পর বর্তমানে কাজ থেকে বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

আরও পড়ুন : বাংলা সিরিয়ালের লক্ষ্মী! TRP -তে ঝড় তুলছে এই ৫ সেরা লক্ষ্মীমন্ত বৌমা