বাড়ির মধ্যেই আস্ত ক্রিকেট মাঠ! মোহাম্মদ শামির বিলাসবহুল জীবনযাপন দেখলে ঘুরে যাবে মাথা

বিলাসবহুল বাড়ি-গাড়ি থেকে বাগানবাড়ি! রাজার চেয়ে কম নয় মোহাম্মদ শামির জীবনযাপন

বিশ্বকাপ (World Cup 2023) -র সেমিফাইনালে ভারতের জয়ের পেছনে যে মানুষটার সবথেকে বেশি হাত রয়েছে তিনি হলেন মোহাম্মদ শামি (Mohammed Shami)। চলতি বছরের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৭ উইকেট নিয়ে ভারতের জয়ের রাস্তা মসৃণ করে দিয়েছিলেন এই ক্রিকেটার। রাতারাতি খবরের শিরোনামে উঠে আসা এই বোলারের পারফরমেন্স এখন যে কোন ক্রিকেটারের কাছে গর্বের কারণ। জানেন এই ক্রিকেটারের কাছে রয়েছে কত কোটি টাকার সম্পত্তি (Mohammed Shami Net Worth)?

Mohammed Shami Net Worth

তবে শুধুমাত্র পারফরম্যান্সের কারণে নয়, মাঠের বাইরেও একাধিকবার ঝড় তুলেছেন তিনি। দাম্পত্য কলহের জন্য হোক অথবা সুইসাইড করতে যাওয়ার জন্য, এই ভারতীয় ক্রিকেটারের জীবন সব সময় ছিল খবরের শিরোনামে। সম্প্রতি চলতি বিশ্বকাপ চলাকালীন এক বাঙালি নায়িকা প্রেমের প্রস্তাব দিয়েছেন মোহাম্মদ শামিকে, যে বিষয়টি নিয়ে বিস্তার জল ঘোলা হয়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে। তবে আজ কোন ব্যক্তিগত জীবন নয় বরং জানবো মোহাম্মদ শামির সম্পত্তির পরিমাণ সম্পর্কে বিস্তারিত কিছু তথ্য।

Mohammed Shami Net Worth

   

শামির কাছে রয়েছে একটি মহা মূল্যবান সম্পত্তি যেটি হল উত্তরপ্রদেশের আমরাহো জেলায় অবস্থিত একটি বাগান বাড়ি। উত্তরপ্রদেশের গ্রামে এই বাগান বাড়িটির নাম হাসিন ফার্ম হাউস। স্ত্রী হাসিন জাহানের নাম অনুসারে এই বাড়িটির নামকরণ করা হয়েছিল। যদিও বর্তমানে স্ত্রীর সঙ্গে থাকেন না তিনি। ৬০ একর জমি বিস্তীর্ণ এই বাড়িটি কেনা হয়েছিল ২০১৫ সালে।

মোহাম্মদ শামির মোট সম্পত্তির পরিমাণ

এই বাড়িটির দাম আনুমানিক ১২ থেকে ১৫ কোটি টাকা। এই বাগানবাড়ির সবথেকে আকর্ষণীয় বিষয়টি হলো, এর ভেতরেই রয়েছে একটি আস্ত ক্রিকেট খেলার মাঠ যেখানে প্রতিদিন অনুশীলন করেন শামি। এই বাগান বাড়ির আশেপাশে আস্ত একটি বাগানও রয়েছে যেখানে আম, জাম কাঁঠাল গাছ রয়েছে। শুধু বাগান বাড়ি নয়, এই বাগান বাড়ির পাশে থাকা একটি জমিতে কৃষি কাজ করা হয় যা সম্পূর্ণ ব্যক্তিগত সম্পত্তি শামির।

Mohammed Shami Net Worth

মোহাম্মদ শামির মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৩০ কোটি টাকা। সম্পত্তি বলতে এই বিশাল বাগানবাড়ি ছাড়াও শামির কাছে রয়েছে একাধিক নামিদামি গাড়ি, যার মধ্যে উল্লেখযোগ্য অডি, bmw 5 সিরিজ, জাগুয়ার এফ টাইপ। এছাড়াও দামি দামি মোটর বাইক রয়েছে এই ক্রিকেটারের কালেকশনে। তবে গাড়ির থেকে মোটরবাইক চড়তেই বেশি ভালোবাসেন তিনি।

আরও পড়ুন : ৩ বার আত্মহত্যার চেষ্টা থেকে বিশ্বরেকর্ড! শামির ঘুরে দাঁড়ানোর গল্প শুনলে গায়ে কাঁটা দেবে

Mohammed Shami Net Worth

আরও পড়ুন : বিশ্বকাপে ভাইরাল ‘আফগান সুন্দরী’ আসলে কে? রইল এই সুন্দরীর পরিচয়

উত্তরপ্রদেশের এই বাগানবাড়িতেই ভবিষ্যতে ক্রিকেট অ্যাকাডেমী খুলতে চান মোহাম্মদ শামি আর তাই ১৫ কোটি টাকা খরচ করে এই বাগানবাড়িটি কিনেছিলেন তিনি। তবে এই বাগান বাড়িটি নিয়ে প্রাক্তন স্ত্রীর সঙ্গে একাধিকবার সমস্যা তৈরি হয় ক্রিকেটারের, কারণ এই বাড়িটি হাসিনের নামে তৈরি হলেও এই বাড়িটির ওপর কোন অধিকার নেই হাসিনের। ডিভোর্স হওয়ার সাথে সাথে নিজের সমস্ত সম্পত্তি থেকে স্ত্রীকে বেদখল করে দিয়েছেন শামি।