‘ডিস্কো ড্যান্সার’ (Disco Dancer) ছবির পরিচালক বি সুভাষ (B Subhas) বর্তমানে এক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন। তার স্ত্রী তিলোত্তমা এই মুহূর্তে হাসপাতালে ভর্তি। ভয়ঙ্কর রোগ বাসা বেঁধেছে তার শরীরে। কিডনি এবং ফুসফুস, শরীরের এই দুই অঙ্গ আক্রমণ করে ফেলেছে এই রোগ। স্ত্রীর চিকিৎসার জন্য প্রয়োজন প্রচুর অর্থ। অথচ পরিচালকের কাছে এত টাকা নেই।
স্ত্রীর চিকিৎসার জন্য প্রয়োজনীয় হাসপাতালের বিপুল খরচ কার্যত পরিচালকের নাগালের বাইরে। তাই বাধ্য হয়ে ইন্ডাস্ট্রির তারকাদের দ্বারস্থ হতে হয়েছে তাকে। তবে তাকে ফিরিয়ে দেয়নি বলিউড। বলিউড তারকাদের সাহায্য পেয়ে অবশেষে তিলোত্তমায় চিকিৎসাসম্পন্ন হচ্ছে। মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty), অনিল কাপুর (Anil Kapoor), জুহি চাওলাদের (Juhi Chawla) সাহায্য পেয়ে স্ত্রীর চিকিৎসা খরচ জোগাড় করতে পেরেছেন বি সুভাষ।
দীর্ঘদিন ধরেই ফুসফুস এবং কিডনির অসুখে ভুগছেন তিলোত্তমা। ৬৭ বছর বয়সি তিলোত্তমার শারীরিক পরিস্থিতি গত বছর থেকেই অবনতির দিকে এগোতে থাকে। এরপর সেপ্টেম্বর মাসে তাকে হাসপাতালে ভর্তি করতে হয়। চিকিৎসকেরা জানিয়ে দেন তিলোত্তমার সঠিক চিকিৎসার জন্য প্রয়োজন ৩০ লক্ষ টাকা। অথচ এই মুহূর্তে পরিচালকের কাছে স্ত্রীর চিকিৎসা করানোর মতো এত টাকা নেই। উপায়ন্তর না দেখে তাই তারকাদের শরনাপন্ন হতে হয়েছে তাকে।
সংবাদসংস্থার কাছে পরিচালক জানিয়েছেন, “আমরা এই মোটা অঙ্কের বিল শোধ করতে পারছিলাম না। আমার মেয়ে শ্বেতা জুহি চাওলা, ডিম্পল কপাডিয়া, অনিল কপূর, ভূষণ কুমারের মতো তারকাদের থেকে সাহায্য চেয়েছে। তাঁরা প্রত্যেকেই এগিয়ে এসেছেন।” এছাড়াও ‘ডিস্কো ড্যান্সার’ এর নায়ক মিঠুন চক্রবর্তীও পাশে দাঁড়িয়েছেন পরিচালকের।
ইম্পা তথা ইন্ডিয়ান মোশন পিকচার্স প্রোডিউসার্স অ্যাসোসিয়েশনের সাহায্য নিয়ে এবং সহকর্মী ও বলিউড তারকাদের পাশে পেয়ে আপ্লুত পরিচালক। তিনি জানিয়েছেন ৫ বছর আগে যখন তার স্ত্রীর চিকিৎসার জন্য মোটা অঙ্কের অর্থ প্রয়োজন ছিল, তখন তিনি সালমান খানকে পাশে পেয়েছিলেন। সালমান তখন তিলোত্তমার চিকিৎসা খরচের ভার নিয়েছিলেন।
আশির দশকে ‘ডান্স ডান্স’, ‘কসম পয়দা করনেওয়ালো কি’, ‘প্যায়ার কে নাম কুরবান’-এর মতো একাধিক ছবি বানিয়েছেন বি সুভাষ। এরপর বিনোদন জগত থেকে ক্রমশ হারিয়ে যান তিনি। বর্তমানে স্ত্রীর অসুস্থতা নিয়ে ভুগছেন তিনি। তবে এই কঠিন পরিস্থিতিতে বলিউডকে নিজের পাশে পেয়ে তিনি বেজায় খুশি। আপাতত স্ত্রীর সুস্থ হয়ে ওঠার প্রার্থনা এবং অপেক্ষা করছেন পরিচালক।