
আমেরিকার অস্কারের মঞ্চে যখন ভারতী ছবি ও গানের জয়জয়কার চলছে ঠিক এই সময় কলকাতায় অনুষ্ঠিত হয়েছিল আরও একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠান। যার না হল ‘ফিল্মফেয়ার’ (Filmfare) পুরস্কার বিতরণ অনুষ্ঠান। আসলে অস্কার যেমন সিনেমা জগতের সবচেয়ে বড় পুরস্কার ঠিক তেমনি দেশের অন্যতম বড় পুরস্কার বিতরণী অনুষ্ঠান হল ফিল্মফেয়ার। তাই অস্কারের মতো এই অনুষ্ঠান নিয়েও সিনেমা প্রেমীদের উৎসাহ রয়েছে।
তাই প্রিয় বাংলার তারকারাদের মঞ্চেও দেখতে মুখিয়ে থাকেন বাঙালি দর্শকরা। তারা জানতে চান অনির্বাণ থেকে শুরু করে দেব কার হাতে উঠেছে এবছরের ফিল্মফেয়ারের সেরা অভিনেতার পুরস্কার বা কার হাতে উঠেছে সেরা অভিনেত্রীর পুরস্কার এছাড়া কে পেয়েছে সেরা পরিচালক। এবছর অনেকেই জিতেছে পুরস্কার। সেই নিয়েই আলোচনা করা হয়েছে এই প্রতিবেদনে।
এবছর তালিকায় নাম রয়েছে অনেক বড় তারকার। যেমন সেরা ছবি ‘বল্লভপুরের রূপকথা’ ও ‘দোস্তজী’। সেরা পরিচালক প্রসূন চট্টোপাধ্যায় (দোস্তজী)। সেরা অভিনেতা মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) (প্রজাপতি), সেরা অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee) (শ্রীমতী), সেরা সহ-অভিনেতা শ্যামল চক্রবর্তী (বল্লভপুরের রূপকথা)।
অন্যদিকে সেরা সহ-অভিনেত্রী মমতা শঙ্কর (প্রজাপতি)। সেরা ছবি (ক্রিটিক) ‘আ হোলি কনস্পিরেসি’, ‘অভিযান’। সেরা অভিনেতা (ক্রিটিক) যিশু সেনগুপ্ত (অভিযান), সেরা অভিনেত্রী (ক্রিটিক) শুভশ্রী গঙ্গোপাধ্যায় (বৌদি ক্যান্টিন), গার্গী রায়চৌধুরী (মহানন্দা)। সেরা নবাগত পরিচালক ঈশান ঘোষ (ঝিল্লি), কুমার চৌধুরী (প্রিয় চিনার পাতা: আইটিআই সেগুন)।
সেরা চিত্রনাট্য প্রসূন বন্দ্যোপাধ্যায় (দোস্তজী)। সেরা সংলাপ প্রতীক দত্ত এবং অনির্বাণ ভট্টাচার্য (বল্লভপুরের রূপকথা)। সেরা এডিটর অর্ঘ্যকমল মিত্র (অপরাজিত)। সেরা সিনেমাটোগ্রাফি ইশান ঘোষ (ঝিল্লি), তুহিন বিশ্বাস (দোস্তজী)। সেরা আবহ সঙ্গীতের জন্য পুরস্কার পেয়েছেন বিক্রম ঘোষ (মহানন্দা) সেরা গায়ক হয়েছেন অরিজিৎ সিং- আজকে রাতে (বিসমিল্লাহ)।
এছাড়াও সেরা গায়িকা হয়েছেন কৌশিকী চক্রবর্তী- কেন রং দিলে মোহে (বিসমিল্লাহ)। সেরা গীতিকার অনির্বাণ ভট্টাচার্য (নতুন প্রেমের গান, বল্লভপুরের রূপকথা)। সেরা মিউজিক অ্যালবাম ইন্দ্রদীপ দাশগুপ্ত (বিসমিল্লাহ)। সেরা সাউন্ড ডিজাইনার তীর্থঙ্কর মজুমদার (অপরাজিত)। সেরা পোশাক ডিজাইনার সুচিস্মিতা দাশগুপ্ত (অপরাজিত)। সেরা প্রোডাকশন ডিজাইনার সুব্রত বারিক (বল্লভপুরের রূপকথা)।