মাত্রা ছাড়াচ্ছে মিঠাইয়ের বেয়াদপি! সবার সামনে মিঠাইয়ের কান মুলে দিল সিদ্ধার্থ

বড়দিন (Christmas) উপলক্ষে উচ্ছেবাবুকে বাক্সবন্দি করে তুফান মেলের সামনে দাঁড় করিয়ে দিয়েছেন সান্টা মোদক! দাদাইয়ের নির্দেশ মেনেই শুধুমাত্র মিঠাইয়ের (Mithai) মুখে হাসি ফোটাতে বড়দিনে মুম্বাইয়ের কাজ ছেড়ে বাড়ি ফিরে আসে সিদ্ধার্থ। এদিকে মিঠাইরানীও সিদ্ধার্থকে পেয়ে বেজায় খুশি। খুশিতে পরিবারের সকলকে সিদ্ধার্থের নকল করে দেখাচ্ছিলো মিঠাই। ব্যাস, সিদ্ধার্থের কাছে কানমলা খেতে হলো মিঠাইকে!

তবে না, রেগেমেগে মোটেও নয়, তুফান মেলকে শিক্ষা দিতে পরিবারের সকলের সামনে তার কান মুলে দিল সিদ্ধার্থ। তার আগে অবশ্য দাদাইয়ের কাছে পারমিশন নিয়ে নেয় সে। বড়দিন উপলক্ষে সবার মনের ইচ্ছা যেখানে পূরণ হচ্ছে, সেখানে সিদ্ধার্থের ইচ্ছাই বা অপূর্ণ থাকবে কেন? কান্ডটা ঘটানোর আগে সিদ্ধার্থ বলে এটা তার দীর্ঘদিনের ইচ্ছে ছিল। এতদিন মিঠাইকে বকাঝকা করলেও কান মুলে শিক্ষা দিতে পারেনি সে!

সিদ্ধার্থ মুখে যাই বলুক না কেন, আসলে যে মিঠাই তার মনের খুব কাছাকাছি চলে গিয়েছে তা দর্শকরা বেশ টের পেয়ে গিয়েছেন। তাইতো মিঠাইয়ের জন্য দাদাইয়ের এক ডাকেই মুম্বাইয়ের জরুরি কাজ ফেলে সে চলে আসে কলকাতাতে। শুধু তাই নয়, সকলের সঙ্গে মেতে ওঠে বড়দিনের উৎসবে। মিঠাইকে চমক দিতে দাদাইয়ের প্ল্যান মতো ঢুকে পরে বড় বাক্সের ভিতরে! সিদ্ধার্থের মতো গুরুগম্ভির স্বভাবের মানুষের কাছে এমনটা আশা করাই যায় না।

কিন্তু মিঠাইয়ের সংস্পর্শে এসে একটু একটু করে বদলে যাচ্ছে উচ্ছে বাবু। উচ্ছে বাবুর ভেতরের ‘কষো কষো’ ভাব কাটিয়ে তুলতে পেরেছে মিঠাই। তবে সবার সামনে কান মলা খেয়ে মন খারাপ হয়ে যায় মিঠাইয়ের। তাই সেও দাদাইয়ের কাছে তার ইচ্ছে জাহির করে। দাদাই প্রিয় মিঠাই রানীকে অনুমতি দিলে মিঠাই জানায় সে চায় উচ্ছে বাবু তার গিটার হাতে নিয়ে বড়দিনের স্পেশাল গান গেয়ে শোনাক সকলকে।

বউয়ের কথা ফেলতে পারেনি সিদ্ধার্থ। বকাবকি করে কান মুলে দেওয়াতে অভিমান হয়েছে মিঠাই রানীর! মান ভাঙাতে সিদ্ধার্থ গিটার হাতে নিয়ে গান গেয়ে শোনালো। সেই গান শুনে কোমর দোলালো পরিবারের সকলে। বর্ষবরণের রাত পর্যন্ত বড়দিন স্পেশাল এপিসোড চলবে মিঠাইয়ে।