নাচ জানে না বলে উচ্ছেবাবুকে কটাক্ষ, প্রথমবার নেচে দেখিয়ে পাল্টা উত্তর দিলেন আদৃত

যেমন গান তেমন অভিনয়, তার থেকেও ভালো নাচেন আদৃত, উচ্ছেবাবুর নাচ দেখে ক্লিনবোল্ড মিঠাই ভক্তরা

Mithai Actor Adrit Roy's Dance Performance Goes Viral On Net

জি বাংলার (Zee Bangla) মিঠাই (Mithai) ধারাবাহিক দর্শকদের অতি পছন্দের একটি ধারাবাহিক। মাঝে অবশ্য এই ধারাবাহিকের গল্প খেই হারিয়েছে বলে অভিযোগ তুলে মিঠাই বন্ধ করার ডাক দিয়েছিলেন দর্শকরা। বিরক্ত ছিলেন মিঠাই ভক্তরাও। তবে উচ্ছে বাবুর সঙ্গে তুফান মেলের রোমান্স আবার মিঠাইকে আগের জায়গায় নিয়ে এসেছে।

মিঠাই অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডুর অভিনয়ে তো মুগ্ধ হন দর্শকরা। সেই সঙ্গে সৌমিতৃষার নাচও দেখেছেন। এতদিন আদৃতের (Adrit Roy) সঙ্গে মিঠাইয়ের নাচ দেখার আবদার করে আসছিলেন তারা। কিন্তু তাদের সেই আশাপূরণ হয়নি।

মিঠাই অভিনেত্রী ধারাবাহিকে তার চরম শত্রু সোম (ধ্রুব সরকার), তোর্সার (তন্বী লাহা রায়) সঙ্গেও ইনস্টাগ্রামে নাচের রিল ভিডিও বানিয়েছেন। কিন্তু সিদ্ধার্থ ওরফে আদৃতের সঙ্গে তার নাচ দেখতে চেয়েছিলেন ভক্তরা। যদিও অফস্ক্রিনে ব্যক্তিগত গোলযোগের কারণে ভক্তদের সেই আশা পূরণ করেনি সিধাই।

তাই এতদিন মিঠাই দর্শকদের এক গভীর ইচ্ছা অপূর্ণ থেকে গিয়েছিল। এতদিনে সেই আশাপূরণ করলেন আদৃত। মিঠাইয়ের সঙ্গে নয়, কোরিওগ্রাফারের সঙ্গে নেচে ভাইরাল হলেন আদৃত। আদৃতর দুর্দান্ত নাচের পারফরম্যান্স দেখে চক্ষুচড়ক গাছ ফ্যানদের।

ভক্তরা নিঃসন্দেহে প্রথমবার উচ্ছে বাবুর নাচ দেখে খুশি হয়েছেন। কিন্তু সৌমিতৃষার সঙ্গে নাচলে তারা আরও বেশি খুশি হতেন। দুজনেই যেখানে এত ভালো পারফরমার, সেখানে সোনার সংসার অ্যাওয়ার্ডে কেন একসঙ্গে নাচলেন না সেই নিয়েও প্রশ্ন উঠছে।

যদিও আদৃতের ভক্তরা অবশ্য খুশি হচ্ছেন এই ভেবে যে এতদিন যারা বলতেন উচ্ছেবাবু নাচতে পারে না বলে নাচে না, তাদের মুখ এবার বন্ধ হবে। নাচে, গানে, অভিনয়ে সবেতেই পারদর্শী মিঠাইয়ের উচ্ছে বাবু। এখন শুধু মিঠাইয়ের সঙ্গে সিদ্ধার্থের অন্তত একটা রোমান্টিক পারফরম্যান্স চাইছেন তারা যে মুহূর্তটা আজীবন মিঠাই ভক্তরা তাদের স্মৃতিতে তুলে রেখে দেবে।