

জি বাংলার (Zee Bangla) ‘মীরাক্কেল’ (Mirakkel) বাংলার দর্শকদের কাছে শুধুই একটা রিয়ালিটি শো ছিল না, বাঙালির কাছে হাস্যকৌতুকেরই আরেক নাম ছিল ‘মীরাক্কেল’। এই আক্কেল চ্যালেঞ্জারের মঞ্চে দাঁড়িয়ে মজার মজার জোকস ও কথা বলে একসময় দর্শকদের প্রাণ খুলে হাসিয়েছেন বাংলাদেশের আবু হেনা রনি (Abu Hena Roni)। তবে আজ তার জন্যই দুই বাংলার মানুষের চোখে জল, মনের মধ্যে জমা হয়ে আছে উদ্বেগ।
সম্প্রতি বাংলাদেশ থেকে আবু হেনা রনিকে নিয়ে এসেছে এক ভয়ঙ্কর খবর। বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে জানা যাচ্ছে একটি সরকারি অনুষ্ঠানে অংশগ্রহণ করে সেখানে এক অগ্নি দুর্ঘটনার কবলে পড়ে ভয়ঙ্করভাবে জখম হয়েছেন আবু হেনা রনি। এই খবরে তোলপাড় হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। কীভাবে ঘটল এই দুর্ঘটনা?
বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে খবর, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবু হেনা রনি। এই অনুষ্ঠানে অতিথিদের গ্যাস বেলুনে উড়ানোর ব্যবস্থা রাখা হয়েছিল। বেশ কিছু গ্যাস বেলুন এনে রাখা হয়েছিল অনুষ্ঠান মঞ্চের পাশে। আচমকাই একটি গ্যাস বেলুন ফেটে গিয়ে ঘটে যায় এই ভয়ংকর দুর্ঘটনা।
দুর্ঘটনার জেরে আগুন ছড়িয়ে পড়ে মঞ্চে। আবু হেনা রনিসহ ৫ জন অতিথি এতে গুরুতর আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। শীঘ্রই তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়। আপাতত সেখানেই চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন সকলে। তবে আবু হেনা রনির পরিস্থিতি কিছুটা গুরুতর বলে জানা যাচ্ছে। তাই তাকে রাখা হয়েছে আই সি ইউতে।
আবু হেনা রনির চিকিৎসকরা জানিয়েছেন তার শ্বাসনালী পুড়ে গিয়েছে। সেই সঙ্গে এক দিকের কান পুড়ে গিয়েছে। শরীরের ২৫ শতাংশ অংশ আগুনের গ্রাসে ঝলসে গিয়েছে। আপাতত আইসিইউতে চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে রয়েছেন তিনি। এদিকে আবু হেনা রনির দুর্ঘটনার খবর পেয়ে বাংলাদেশের পাশাপাশি পশ্চিমবঙ্গের সাধারণ দর্শক থেকে তারকা সকলেই উদ্বিগ্ন।
বাংলাদেশের পাশাপাশি পশ্চিমবঙ্গেও তার অসংখ্য ভক্ত রয়েছেন। তার দ্রুত সুস্থতা কামনা করছেন তারকারাও। মীরাক্কেলের সঞ্চালক মীর তাকে নিয়ে একটি পোস্ট করে লিখেছেন, “আবু হেনা রনি নিজেই আগুন। ওকে পোড়ায় কার সাধ্য? দোয়া করবেন সবাই।” তার সুস্থতা কামনা করেছেন টলিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্রও।