কেকে বিতর্কের শাস্তি, মিও আমোরের জিঙ্গল থেকে বাদ রূপঙ্কর, খুশি নেটিজেনরা

২ মাস আগে কেকে (KK) বিতর্কের জেরে গোটা সোশ্যাল মিডিয়া গায়ক রূপঙ্কর বাগচীর (Rupankar Bagchi) বিরুদ্ধে খড়্গহস্ত হয়েছিল। গায়ক কেকে নিয়ে আলটপকা মন্তব্যের জেরে গোটা সোশ্যাল মিডিয়া রীতিমতো ফুঁসে উঠেছিল তার বিরুদ্ধে। তার গান বয়কট করতে শুরু করেন শ্রোতারা। গায়কের প্রতি জনতার তীব্র রোষ থেকে ক্ষোভের মুখে পড়ে কলকাতা শহরের জনপ্রিয় কেক প্রস্তুতকারক সংস্থা মিও আমোরেও (Mio Amore)।

আসলে রূপঙ্কর বাগচী এই সংস্থার হয়ে জিঙ্গল গান গেয়েছিলেন। রূপঙ্করের কন্ঠে গাওয়া সেই গান বিভিন্ন রেডিও স্টেশনে এবং মিও আমোরের দোকানে গেলেও শোনা যেত। মূলত সংস্থার প্রচারের উদ্দেশ্যে রূপঙ্করের এই গান ব্যবহার করা হত। সেই জায়গায় এই গান শুনেই চটে ওঠেন কেকে ভক্তরা। এমনকি রূপঙ্করের গান না সরালে সংস্থার কেক বয়কট করা হবে বলেও হুমকি দেওয়া হতে থাকে।

অবশেষে সোশ্যাল মিডিয়ায় চরম কটাক্ষের মুখে পড়ে সোশ্যাল মিডিয়াতে মুখ খুলতে বাধ্য হয়েছিল সংস্থা। তারা জানিয়েছিল রূপঙ্করের মন্তব্যকে কোনওভাবেই সমর্থন করে না তাদের সংস্থা। তবে তাতেও নেটিজেনদের মন পাওয়া যায়নি। এবার শেষমেষ জিঙ্গল গানটাই বাতিল করে দিল সংস্থা। রূপঙ্করের জায়গায় মিও আমোরে সংস্থার নতুন জিঙ্গল গেয়ে শোনালেন জনপ্রিয় গায়িকা সোমলতা আচার্য চৌধুরী।

সম্প্রতি সংস্থার তরফ থেকে নতুন জিঙ্গল গান মুক্তি দেওয়া হয়েছে। মিও আমাদের সোশ্যাল মিডিয়া পেজে দুদিন আগেই সেই গানটি মুক্তি দিয়ে ক্যাপশনে সংস্থার তরফ থেকে লেখা হয়, তোমরা বললে, “আমরা শুনলাম… নতুন গান নিয়ে হাজির হলাম।” মিও আমোরের এই পদক্ষেপে দারুণ খুশি হলেন নেট নাগরিকরা। সোশ্যাল মিডিয়াতে এখন এই সংস্থাকে নিয়ে প্রশংসার ঝড় বইছে।

মিও আমোরের প্রশংসা করে নেটিজেনরা লিখছেন, “যাক মিও আমোরে কথা রেখেছে।” আরেকজন লিখলেন, “সোমলতাদির কন্ঠ, খুব ভাল লাগলো।” কেকে নিয়ে রূপঙ্করের মন্তব্য, মোটেই মেনে নিতে পারেননি বাঙালিরা। তার কয়েক ঘণ্টার ব্যবধানেই গায়কের মৃত্যু রূপঙ্করের বিরুদ্ধে ক্ষোভের আগুনে ঘি এর মত কাজ করেছিল। নিজের ভুল স্বীকার করে, ঔদ্ধত্য মেনেও শ্রোতাদের ক্ষোভ বাগে আনতে পারেননি রূপঙ্কর। শেষমেষ মিও আমোরের সঙ্গে তার চুক্তি শেষ হল।