চুপিসারে বিয়ে সেরে ফেললেন টলিউডের জনপ্রিয় এই অভিনেত্রী, রইল বিয়ের ছবি

বিয়ের পিঁড়িতে বসলেন জনপ্রিয় টলিউড নায়িকা, ছবি শেয়ার করে দিলেন বড় চমক

একে একে টলিউড (Tollywood) ইন্ডাস্ট্রির বেশিরভাগ অভিনেত্রী কার্যত বিয়ের পিঁড়িতে বসে পড়েছেন। হাতেগোনা কিছু অভিনেত্রী এখনো তাদের মনের মানুষের সন্ধানে রয়েছেন। শুভশ্রী গাঙ্গুলী, নুসরাত জাহান এর বিয়ের পর তাদের আরেক বিশেষ বন্ধু মিমি চক্রবর্তী (Mimi Chakraborty) -এর বিয়ে নিয়েও চলছিল অনেক জল্পনা। অবশেষে বিয়ের ছবি শেয়ার করে চমকে দিলেন অভিনেত্রী।

টলিউড সুন্দরী মিমি যে একসময় রাজ চক্রবর্তী (Raj Chakraborty) -র সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন সে কথা তো সকলেই জানেন। তাদের সম্পর্ক ছিল ওপেন সিক্রেটের মত। তবে সেই সম্পর্কের ছন্দপতন হয়ে যায় খুব তাড়াতাড়ি। রাজের জীবন থেকে মিমি বেরিয়ে যেতেই শুভশ্রী আসেন তার জীবনে। বিয়ে করে এখন সুখে সংসার করছেন তারা।

MIMI AND RAJ

অন্যদিকে আবার এও শোনা গিয়েছিল যে মিমির জীবনে তৃতীয় ব্যক্তির প্রবেশের কারণে রাজের সঙ্গে তার সম্পর্ক ভেঙেছে। সেই ব্যক্তি আবার একজন বিদেশী। মিমি নিজেই একবার দিদি নাম্বার ওয়ানে এসে বলেছিলেন তার এমন বর চাই যে বাঙালি হবে কিন্তু তার ইন্টারন্যাশনাল লেভেলের লুক থাকবে।

মিমির সম্পর্কে সোনা গিয়েছিল যে তুরস্কের লাইন প্রোডিউসার মিলি গুলহান (Melih Gulhan) -র সঙ্গে সম্পর্কে রয়েছেন অভিনেত্রী। আর এই কারণেই নাকি রাজের সঙ্গে তার সম্পর্ক ভেঙেছে। বুধবার হঠাৎ কনের বেশে ছবি শেয়ার করে সকলকে চমকে দিলেন অভিনেত্রী। তারপর থেকেই টলিউডের অন্দরে তার বিয়ের খবর নিয়ে তোলপাড় চলছে।

MIMI AND MELIH GULHAN

সব থেকে বড় বিষয় মিমি এই ছবির ক্যাপশনে কিছুই লেখেননি। এটা যদি তার ব্রাইডাল ফটোশুটের লুক হয় তাহলে সেটার উল্লেখ ক্যাপশনে থাকত। তাই তার বিয়ে নিয়ে প্রবল জল্পনা শুরু হয়েছে। অবশেষে নিজেই সেই প্রশ্নের উত্তর দিলেন অভিনেত্রী। ছবি শেয়ার করার কিছুক্ষণের মধ্যেই তিনি একটি ভিডিও শেয়ার করেন।

আরও পড়ুন : দেবের কেচ্ছা ফাঁস করে দিলেন মিমি, লজ্জায় মাথা কাটা যাচ্ছে বাংলার ‘মহানায়কে’র

সেই ভিডিও থেকে দেখে বোঝা যাচ্ছে অভিনেত্রী একটি গয়নার বিজ্ঞাপনের জন্য এভাবে নববধূর সাজে সেজেছিলেন। তবে এ কথা মানতেই হয় যে কনের সাজে তাকে অপরূপা দেখাচ্ছিল। কমেন্ট বক্সে তাই ভক্তরা প্রশ্ন তুলতে শুরু করেছেন বাস্তবে কবে এভাবে বিয়ের সাজে সাজবেন তিনি?

আরও পড়ুন : এই একটি কারণেই রাজ চক্রবর্তীর ছবিতে কাজ করেন না মিমি, সত্যিটা জানলে চমকে যাবেন