অবশেষে যোগ্য সম্মান পেলেন ফেরিওয়ালা মিলন, ভুবন বাদ্যকরের মতই স্টুডিওতে গাইলেন গান

বীরভূমের দুবরাজপুরের অখ্যাত এক গ্রাম থেকে উঠে এসে ভুবন বাদ্যকর (Bhuban Badyakar) আজ গোটা দেশের কাছে সেলিব্রিটি। তবে এই বাংলার আনাচে কানাচে এমন অনেক প্রতিভা লুকিয়ে রয়েছেন যাদের হয়তো সেভাবে চেনে না কেউ। তাদের প্ল্যাটফর্ম করে দেওয়ার জন্য রয়েছে সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়ার সূত্রে তেমনি এক ভাইরাল ব্যক্তিত্ব হলেন বর্ধমানের মিলন কুমার (Milan Kumar)।

বর্ধমানের এক নম্বর ব্লকের অন্তর্গত নিত্যানন্দপুরের মিলন কুমার এতদিন সবার কাছে সেভাবে পরিচিত ছিলেন না। কিন্তু বর্ধমান কাটোয়া লোকালের নিত্যযাত্রীরা তাকে বেশ চেনেন। ভোর ভোর বাড়ি থেকে বেরিয়ে সারাদিন লোকাল ট্রেনে মাইক হাতে জনপ্রিয় গান শুনিয়ে পয়সা উপার্জন করেন তিনি। যে সামান্য উপার্জন হয় তাই থেকে তার সংসার চলে।

Milan Kumar From East Bardhaman Sing In Barddhaman Katwa Local Video Goes Trending

কুমার শানু, কে কে, কিশোর কুমার থেকে শুরু করে বিভিন্ন বিখ্যাত গায়কদের গান শুনিয়ে লোকাল ট্রেনের সেলিব্রিটি হয়ে উঠেছেন মিলন কুমার। আর আজ তাকে সোশ্যাল মিডিয়ার দৌলতে চিনে নিয়েছেন নেটিজেনরা। ধীরে ধীরে বাড়ছে তার সুনাম। এখন ভাইরাল হওয়ার সুবাদে বিভিন্ন জায়গা থেকে অনুষ্ঠানের ডাক পাচ্ছেন তিনি।

বীরভূমের মিউজিক সংস্থা গোধূলি বেলার তরফ থেকে তার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। ভুবন বাদ্যকরকেও একসময় এই সংস্থা গানের রেকর্ডিংয়ের সুযোগ করে দিয়েছিল। এবার সেখানে গান গাওয়ার সুযোগ পেলেন মিলন কুমার। ইতিমধ্যেই গানের রেকর্ডিং হয়ে গিয়েছে। আগামী সপ্তাহে মিলন কুমারের মিউজিক ভিডিও লঞ্চ হবে বলে জানা যাচ্ছে।

মিউজিক সংস্থার কর্ণধার গোপাল ঘোষ আসন্ন এই মিউজিক ভিডিও সম্পর্কে খোলাসা করে কিছু বলেননি। তবে তিনি জানিয়েছেন মিলন বাবুকে তার প্রাপ্য সম্মান এবং প্রাপ্য সাম্মানিক দিয়ে গানের সুযোগ করে দেওয়া হয়েছে। অন্যদিকে মিলন কুমারও এই সুযোগ পেয়ে আপ্লুত।

সংবাদমাধ্যমের কাছে তিনি বলেছেন, “ট্রেনে গান গেয়ে ভাইরাল হওয়ার পর গোপাল দার মিউজিক সংস্থা গোধূলি বেলা থেকে প্রথম গান গাওয়ার সুযোগ পেলাম। গানটি লঞ্চ হওয়ার পর আপনারা সবাই শুনবেন। আশা করি সবার ভালো লাগবে।”