ফের বাড়ছে করোনা সংক্রমণ। দিনদিন বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। এই উত্তরোত্তর বেড়ে চলা করোনা সংক্রম রোধে নয়া নিয়ম জারি করলো কেন্দ্র। কেন্দ্রীয় সরকারের এই নতুন নিয়ম লাগু হবে ১লা এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত। কেন্দ্রের এই নতুন নির্দেশিকায় জোর দেওয়া হয়েছে টেস্ট ট্র্যাক ট্রিট প্রোটোকলের উপর। দেশের প্রতিটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল যাতে এই প্রোটোকল মেনে চলে তার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে যাতে সকলেই প্রতিষেধক পান তার দিকেও নজর দিতে বলা হয়েছে। এর আগে যেভাবে করোনা নিয়ন্ত্রণ করা হয়েছিল ঠিক সেই পথে হাঁটতে চলেছে তারা।
যে সকল এলাকায় পরীক্ষার হার কম সে সকল এলাকায় পরীক্ষার হার বাড়াতে হবে। পরীক্ষায় কেউ আক্রান্ত ধরা পড়লে তাকে সঙ্গে সঙ্গে আইসোলেশনের ব্যবস্থা করতে হবে এবং চিকিৎসা শুরু করতে হবে। আক্রান্তের সংস্পর্শে আসা ব্যক্তিদের চিহ্নিতকরণ করে তাদেরও কোয়ারেন্টাইনের ব্যবস্থা করতে হবে। আক্রান্তের এলাকাকে কনটেইনমেন্ট জোন ঘোষণা করতে হবে এবং তা জেলাশাসক অথবা জেলা কালেক্টরের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে।
সাধারণ মানুষ জাতীয় কোভিড বিধি মেনে চলেন তার দিকে নজর দিতে হবে রাজ্য প্রশাসনকে। বিশেষত স্কুল, কলেজ এবং অফিস কাছারির দিকে সবথেকে বেশি নজর দেওয়ার কথা বলা হয়েছে। মাস্ক না পড়লে, হাত পরিষ্কার না করলে অথবা সামাজিক দূরত্ব না মানলে জরিমানা ধার্য করার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে এই সকল নির্দেশিকা প্রকাশ করার পাশাপাশি এটাও জানিয়েছে, আপাতত দুই রাজ্যের মধ্যে যাতায়াতের ক্ষেত্রে কোনো রকম বাধা থাকবে না এবং কনটেইনমেন্ট জোন এলাকার বাইরে সমস্ত কাজ স্বাভাবিক থাকবে।
পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রক রাজ্যগুলিকে স্থানীয় স্তরে অনুষ্ঠান পালনের নিষেধাজ্ঞা জারি করেছে। নির্দেশিকায় বলা হয়েছে, সামনেই রয়েছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ উৎসব যেমন দোল, শব-এ-বরাত, নবরাত্রি, বিহু, ইস্টার, ইদ-উল-ফিতর ইত্যাদি নানান ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান। পাশাপাশি রয়েছে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন। আর এই সকল সমস্ত দিক এবং করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে রাজ্যগুলিকে প্রকাশ্যে অনুষ্ঠান পালন বন্ধ করতে হবে। জনসমাগম ঠেকাতে স্থানীয় স্তরে ব্যবস্থা গ্রহণ করতে হবে।