সোশ্যাল মিডিয়ার দৌলতে নিত্যনতুন কিছু অদ্ভুত ভিডিও আমাদের কাছে আসে যেগুলো দেখে আমরা রীতিমতো চমকে যাই। ঠিক তেমনই এবার এক অদ্ভুত বাঘের সাক্ষী হলেন নেট নাগরিকরা। সাধারণত আমরা বাগকে গর্জন করতে দেখেছি কিন্তু বাঘ যদি গর্জন করার বদলে মুরগীর মত ডাকে তাহলে চমকে যাবেন নিশ্চই?
অদ্ভুত এমন বাঘটির দেখা মিলেছে সাইবেরিয়ার শহর বারানাউলের The Lesnaya Skazka Zoo-এ। বাঘটিকে দেখতে রীতিমতো ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ। এই বাঘটির বয়স সবেমাত্র ৮ মাস। এমত অবস্থায় সে এখনো পর্যন্ত গর্জন করেনি। তাকে গর্জন করতে এখনও পর্যন্ত কেউ শোনেন নি পর্যন্ত। তার পরিবর্তে ছোট থেকেই তার গলা থেকে মধুর সুর শুনেছেন অনেকেই। সেই শাবকটির ডাক রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।
চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, শাবকটির Vocal Cords-এর গঠন ঠিকঠাক না হওয়ায় এমন সমস্যা। যে কারণে তার গর্জনে সমস্যা হচ্ছে। চিড়িয়াখানা কর্তৃপক্ষ ওই বাঘটির নাম রেখেছেন Vitas। বর্তমানে ওই চিড়িয়াখানার অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে সে।
WATCH: Meet the young tiger who makes soft melodic sounds at a Russian zoo pic.twitter.com/xqVBROlggC
— Reuters (@Reuters) February 27, 2021