“রাধা কৃষ্ণ” সিরিয়ালের কৃষ্ণ আসলে কে, রইলো তার আসল পরিচয়

যুগে যুগে রাধা কৃষ্ণের প্রেম নিয়ে নানা গল্পের প্রচলিত আছে। তাদের প্রেম কখনো অবৈধ পরকীয়া, আবার কখনো নিরবিচ্ছিন্ন  প্রেমের  সমুদ্র। এই রাধা কৃষ্ণের অটুট প্রেম কাহিনী নিয়েই স্টার ভারত আর স্টার জলসায় শুরু হয়েছিল, ধারাবাহিক “রাধাকৃষ্ণ” (RadhaKrishn)। এই ধারাবাহিকে রাধা ও কৃষ্ণের প্রেম কিছুটা অন্য  ভাবে পরিবেশন করা হয়েছে।

তবে শুধু রাধা কৃষ্ণের প্রেম নয়, দোষে গুনে ভরা রাধার  ব্যাক্তিত্বের বিকাশ ঘটানো এই ধারাবাহিকে কৃষ্ণের আসল উদ্দেশ্য। অসাধারণ গল্প, অনবদ্য পরিচালনা ও মনোমুগ্ধকর অভিনয়ের যাদুতে দর্শকের মনে একটি বিশেষ জয়গা দখল করে নিয়েছে এই ধারাবাহিক। রাধার মিষ্টি স্বভাব ও কৃষ্ণের অনবদ্য অভিনয় নজর কেরেছে সবার। কিন্তু এই ধারাবাহিকে কৃষ্ণের চরিত্রে অভিনয় করছে কে?

এই ধারাবাহিকে কৃষ্ণ র চরিত্র অভিনয় করছে সুমেধ মুদ্গালকার (Sumedh Mudgalkar)।এবং রাধার চরিত্রে অভিনয় করছে মল্লিকা। সুমেধ কৃষ্ণ ভক্ত। সুমেধ মহারাষ্ট্রের খুব সাধারন পরিবারের ছেলে। ইকোনমিক্স এ গ্রাজুয়েট করে এখন “মহারাষ্ট্র ইনস্টিটিউট অফ টেকনোলজি” থেকে  ইঞ্জিনিয়ারিং পড়ছে। সুমেধ অভিনয় এর পাশাপাশি নাচেও সমান পারদর্শী। কোনোও  ট্রেনিং ছাড়াই শুধুমাত্র ইন্টারনেটে “dubstep”,“popping and locking” শিখেছে সে।

২০১২ সালে  “ডান্স মহারাষ্ট্র ডান্স” প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে ছিল সুমেধ। এক বছর পর  ২০১৩ সালে  “ডান্স ইন্ডিয়া ডান্স” প্রতিযোগিতায় অংশ গ্রহন করে এবং ফাইনালে পৌঁছায়।  প্রথমে কয়েকটি মারাঠী সিনেমায়  অভিনয় করলেও পরে  হিন্দি ধারাবাহিক এর মাধ্যমে ছোট পর্দায় পরিচিতি পায় সুমেধ।

“চ্যানেল v”এ “দিল দোস্তি ডান্স”এ অভিনয় করে দর্শক দের মনে জায়গা করে নেয়। তারপর ধীরে ধীরে আরও ধারাবাহিকে অভিনয়ের সুযোগ মেলে।  ২০১৮ সালে স্টার উৎসব এ “রাধাকৃষ্ণ” (RadhaKrishn) সিরিয়ালের প্রধান চরিত্র কৃষ্ণের অভিনয় করতে শুরু করে। আর  তার সুন্দর হাসি ও অভিনয় এর মাধ্যমে কম সময় এর মধ্যেই অনেক বেশি জনপ্রিয় হয়ে ওঠে।

২০১৯ সালে “রাধাকৃষ্ণ” সিরিয়াল এর জন্য সুমেধ আর মল্লিকা “Best on-screen Couple (Jury)” জন্য Indian Telly Award পেয়েছে। আবার  সুমেধ Gold Award পেয়েছে কৃষ্ণের চরিত্রের জন্য।


Warning: Undefined array key "_yoast_wpseo_metadesc" in /home/ichorepaka/domains/ichorepaka.in/public_html/wp-content/plugins/LmShare/LmShare.php on line 246

Warning: Trying to access array offset on value of type null in /home/ichorepaka/domains/ichorepaka.in/public_html/wp-content/plugins/LmShare/LmShare.php on line 246