মুকেশ আম্বানিকে (Mukesh Ambani) ভারত তথা এশিয়ার সবথেকে ধনী ব্যক্তি বলে ধরা হয়। রিলায়েন্স ইন্ডাস্ট্রির কর্ণধারের মোট সম্পত্তির পরিমাণ ৮২ বিলিয়ন ডলার। এই তালিকায় আরেক ভারতীয় ধনকুবের গৌতম আদানী রয়েছেন দ্বিতীয় স্থানে। কিন্তু সম্প্রতি এমন একজন মহিলার নাম উঠে এসেছে এই তালিকায় যাদের সম্পত্তির পরিমাণ মুকেশ এবং গৌতমের থেকে অনেক বেশি।
সম্প্রতি প্রকাশিত হয়েছে ফোর্বস রিয়েল টাইম বিলিয়নিয়ারস (Forbes Real Time Billionaires) তালিকা। সেখানে জানা যাচ্ছে ধনসম্পত্তির বিচারে মুকেশ আম্বানি এই তালিকাতে ১৩ নম্বর স্থানে রয়েছেন। আর গৌতম আদানির সম্পত্তির পরিমাণ ৪৯.৭ বিলিয়ন ডলার। মুকেশ আম্বানির থেকেও সম্পত্তির বিচারে এগিয়ে আছেন একজন মহিলা, তিনি হলেন বিশ্বের সবথেকে ধনী মহিলা ফ্রাঙ্কোয়েস বেটেনকোর্ট মেয়ার্স (Francoise Bettencourt Meyers)।
ফ্রাঙ্কোয়েস হলেন বিখ্যাত কোম্পানি লরিয়ালের প্রতিষ্ঠাতার নাতনী। তবে জানেন কি এতে তার এবং তার পরিবারের শুধু ৩৩ শতাংশই শেয়ার আছে। আর তাতেই ফ্রাঙ্কোয়েস হয়ে উঠেছেন বিশ্বের ধনীতম মহিলা। তিনি বর্তমানে প্যারিসে থাকেন এবং তিনি হলেন ফ্রান্সের নাগরিক। তিনি লরিয়াল কোম্পানির চেয়ারম্যান।
বর্তমানে ফ্রাঙ্কোয়েসের মোট সম্পত্তির পরিমাণ ৮৬.৩ বিলিয়ন ডলার। ২০১৭ সাল থেকে তিনি এই কোম্পানির দায়িত্ব সামলাচ্ছেন। তার আগে এই দায়িত্ব ছিল তার মা লিলিয়েন বেটেনকোর্টের হাতে। লিলিয়েন ছিলেন সেই সময়ের সব থেকে ধনী মহিলা। মায়ের মৃত্যুর পর ফ্রাঙ্কোয়েস উত্তরাধিকার সূত্রে এই দায়িত্ব পেয়েছেন।
ব্যক্তিগত জীবনে ফ্রাঙ্কোয়েসের দুটি সন্তান রয়েছে। বর্তমানে বিশ্বের সবথেকে ধনীদের তালিকায় তার স্থান দ্বাদশ। তবে বিশ্বের ধনী মহিলাদের তালিকাতে তার নাম রয়েছে সবার আগে। ফ্রাঙ্কোয়েসের ঠিক পরেই অর্থাৎ ১৩ নম্বর স্থানে রয়েছেন মুকেশ আম্বানি।