হটনেসে লজ্জা পাবে বলিউড সুন্দরীরাও, অর্জুন রামপালের মেয়ে কত সুন্দরী হয়েছে দেখুন

রূপের যাদুতে মুগ্ধ সোশ্যাল মিডিয়া, অর্জুন রামপালের মেয়ে কত সুন্দরী দেখুন

হিন্দি সিনেমা (Hindi Cinema)-র দুনিয়ার পরিচিত মুখ হলেন অভিনেতা অর্জুন রামপাল (Arjun Rampal)। বলিউডের বহু জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন তিনি। তবে শুধু নিজের অভিনয়ের জন্য নয়, নিজের ব্যক্তিগত জীবনের জন্যও চর্চায় থাকেন তিনি। বর্তমান সময় সোশ্যাল মিডিয়া (Social media)-তেও তিনি যথেষ্ট জনপ্রিয় একজন তারকা। তার পোস্ট করা ছবি কিংবা ভিডিও নিমিষে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।

এই সোশ্যাল মিডিয়ার দৌলতে এখন অজুন রামপালের পাশাপাশি তার পরিবারের সদস্যরাও জনপ্রিয় হয়ে উঠেছেন। বিশেষ করে তার কন্যা মাহিকা রামপাল (Mahikaa Rampal)। অভিনেতা অর্জুন রামপাল মাঝে মধ্যেই নিজের সন্তান ও প্রেমিকা গ্যাব্রিএলা ডেমেট্রাইডস (Gabriella Demetriades)-এর ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন।

ARJUN RAMPAL DAUGHTER

সেই জন্যই নেটিজেনদের নজরে এসেছেন অর্জুন কন্যা মাহিকা। সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যেই মাহিকার ব্লোড লুকের ছবি ভাইরাল হয়। তবে তিনি খুব বেশি সক্রিয় থাকেন না সোশ্যাল মিডিয়ায়।‌ কিন্তু ওরহান ও কাজল কন্যা নাইসা দেবগনের সঙ্গে ছবি পোস্ট করতে দেখা যায় মাহিকাকে।

সোশ্যাল মিডিয়াতে এই ছবি পোস্টও করেন নাইসা। সম্প্রতি এমনি একটি ছবিতে মাহিকাকে ব্লোড লুকে দেখা গিয়েছিল। সেই ছবিটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যদিও মাহিকার ইনস্টা অ্যাকাউন্ট সকলের কাছে দৃশ্যমান নয়।

ARJUN RAMPAL DAUGHTER

তবে নেটদুনিয়ায় তার জনপ্রিয়তা ধীরে ধীরে বাড়ছে। কিন্তু তাও তার বলিউড ডেবিউ নিয়ে কোনও খবর শোনা যায়নি। আসলে মাহিকা সৌন্দর্যের দিক থেকে কোন যে কোনও বলিউড অভিনেত্রীকে টক্কর দিতে পারে। তাই ভবিষ্যতে হয়তো বলিউডে পা রাখতে পারেন তিনি।

ARJUN RAMPAL DAUGHTER

আরও পড়ুন : শাহরুখের ছেলে, রবীনার মেয়ে, বুড়ো তারকাদের হটিয়ে বলিউড কাঁপাতে আসছে ৭ স্টারকিড

তবে এখানে বলে রাখা দরকার, মাহিকা এবং মায়রা হলেন অর্জুন রামপালের প্রাক্তন স্ত্রী মেহের জেসিকার কন্যা‌। বেশ কয়েক বছর আগেই মেহের আর অর্জুনের বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছে। তারপর থেকে তারা আলাদা থাকেন। স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর অর্জুন আর প্রেমিকা গ্যাব্রিএলা ডেমেট্রাইডসের সঙ্গে আংটি বদল করেন। এখন তাদের এক পুত্র সন্তান রয়েছে যার নাম আরিক।

আরও পড়ুন : স্টারকিড হয়েও অভিনয়কে পেশা বানাননি, নিজেদের আলাদা পরিচয় গড়েছেন এই ৫ তারকা সন্তান