ঐশ্বর্যর থেকেও সুন্দরী তার বৌদি! আলাপ করুন বিশ্বসুন্দরী বৌদির সঙ্গে

নীলনয়না সুন্দরী ঐশ্বর্য রাইয়ের (Aishwarya Rai Bachchan) রূপের প্রশংসা তো গোটা বিশ্বই করে। অসামান্য সৌন্দর্য এবং বুদ্ধির জেরে তিনি জিতে নিয়েছিলেন বিশ্বসুন্দরীর মুকুট। তবে জানেন কি ঐশ্বর্যের থেকেও সুন্দরী রয়েছেন তার পরিবারেই? ঐশ্বর্যের পরিবারের এই সুন্দরী বলিউডের বা গ্ল্যামার দুনিয়ার কেউ নন। তবে তার রূপের প্রশংসায় পঞ্চমুখ সোশ্যাল মিডিয়া। কারণ মাঝেমধ্যেই বিশ্ব সুন্দরীর সঙ্গে পারিবারিক ছবিতে তাকে দেখা যায়। তিনি ঐশ্বর্যের ভাইয়ের বউ, শ্রীমা রাই (Shrima Rai)।

ঐশ্বর্য রাই বচ্চনের ভাই আদিত্য রাইয়ের স্ত্রী শ্রীমা।‌ ননদের তুলনায় কম সুন্দরী নন তিনি। রাই সুন্দরীর বৌদিও বিউটি কুইন। ২০০৯ সালে মিস ইন্ডিয়া গ্লোবের বিজয়ী হয়েছিলেন তিনি। মডেলিং জগতে তার নামডাক রয়েছে। এত সুন্দরী হওয়া সত্বেও বলিউডে পা রাখেননি ঐশ্বর্যের বৌদি। বর্তমানে ফ্যাশন এবং লাইফস্টাইল নিয়ে ব্লগ চালাচ্ছেন তিনি। তবে বিয়ের আগে ব্যাঙ্কে কর্মরত ছিলেন শ্রীমা।

Meet Aishwarya Rai Bachchan's gorgeous sister-in-law Former Mrs India Globe Shrima Rai

   

জন্ম ম্যাঙ্গালোরে। তবে তার বেড়ে ওঠা মার্কিন যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়াতে। তবে ঐশ্বর্যের ভাই আদিত্যকে বিয়ে করার জন্য তিনি আমেরিকা ছেড়ে চলে আসেন মুম্বাইতে। এর আগে ইনস্টাগ্রামে একটি পোস্ট করে শ্রীমা আদিত্যের সঙ্গে তার প্রেম কাহিনী তুলে ধরেছিলেন। জানিয়েছিলেন কিভাবে আদিত্যের সঙ্গে তার দেখা হয়েছিল, প্রেম কিভাবে বিয়ের মন্ডপ পর্যন্ত গড়িয়েছিল।

২০১৯ সালের ওই ইনস্টাগ্রাম পোস্টে শ্রীমা লেখেন, “এখানে আমাদের গল্প। আমি ২০ বছর বয়সে ভারতে এসেছিলাম এবং একটি ডিনার পার্টিতে আদিত্যের সাথে দেখা হয়েছিল, যেখানে কিছু পরিবার ম্যাচমেকারের ভূমিকা পালন করার সিদ্ধান্ত নিয়েছিল। আমরা কথা বলেছিলাম, একে অপরকে জানলাম এবং ১ বছর পর বিয়ের সিদ্ধান্ত নিলাম। ”

বর্তমানে তারা রয়েছেন মুম্বাইয়ের বান্দ্রায়। তাদের দুই ছেলে শিবংশ রাই এবং বিহান রাই। ঐশ্বর্যর সঙ্গে শ্রীমার সম্পর্ক কেমন তা একটি সাক্ষাৎকারে টাইমস অফ ইন্ডিয়াকে জানিয়েছিলেন তিনি। তার কথায়, “আমি অ্যাশকে একজন সুপারস্টার হিসাবে দেখি না। সে প্রথমে আমার বোন । আমি খুব কমই অ্যাশ এবং অভিষেকের সাথে দেখা করি। সে যখন আসে তখন আমি সাধারণত কাজে থাকি।”