রানী রাসমণির রামকৃষ্ণ আসলে কে? পর্দার গদাই ঠাকুর বাস্তবে কেমন?

জনপ্রিয় ধারাবাহিক করুণাময়ী রাণী রাসমণি’তে (Karunamoyee Rani Rashmoni) গদাধরের ভূমিকায় তার অভিনয় সকলকে মুগ্ধ করেছেন তিনি। তার অভিনীত চরিত্রগুলির মধ্যে সবথেকে জনপ্রিয় এই চরিত্রটি। কিন্তু সৌরভ সাহা (Sourav Saha) ইন্ডাস্ট্রিতে নতুন নয়, বিগত দশ বছরের বেশি সময় ধরে কাজ করছেন তিনি।

জি বাংলার (zee bangla) জনপ্রিয় বাংলা সিরিয়াল ‘করুণাময়ী রানী রাসমণি’ (Rani rashmoni)। বাঙালি দর্শকদের কাছে সিরিয়ালটি বেশ জনপ্রিয়। বিগত কয়েক সপ্তাহের টিআরপি (TRP) দৌড়েও অনেক সিরিয়ালকেই পিছনে ফেলে দিয়েছে এই ধারাবাহিকটি। রামকৃষ্ণ দেবের চরিত্রও তার প্রথম নয়, এর আগে বেলুড় রামকৃষ্ণ মিশনের প্রযোজনায় হরনাথ চক্রবর্তীর তৈরি একটি ডকুফিচারে তিনি এই চরিত্রে অভিনয় করেছিলেন। দেশে-বিদেশে বহু জায়গায় দেখানো হয় সেটি।

নিজে রামকৃষ্ণ মিশনে ছাত্র হয়েও চরিত্রটি ফুটিয়ে তোলার জন্য রীতিমতো প্রস্তুতি নিয়েছেন তিনি। বিভিন্ন বই তিনি খুঁটিয়ে পড়েছেন,বাড়ির পাশের রামকৃষ্ণ মিশনের মহারাজদের সাথে কথা বলেছেন,ঠাকুরের ছোট ছোট খুঁটিনাটি অভ্যাসের বিষয়ে তথ্য জোগাড় করেছেন এবং সেগুলো ফুটিয়ে তোলার চেষ্টা করছেন। স্কুলজীবনে নাটকের সময় থেকেই অভিনয় প্রতি ভালোবাসা জন্মায় তার। তার বাড়ি অর্থাৎ খরদায়, থিয়েটার কালচারটা এখনো বেঁচে আছে।

খারিজ নাট্যোগাষ্ঠীর কনক রায়ের হাত ধরে থিয়েটারে আসার গৌরবের। সেই সময় তিনি ক্লাস সেভেন এইটে পড়তেন, পরবর্তীকালে ২০০৩ সালে চালের বেশ কিছু ডাইরেক্টর দের সাথে আলাপ হয় তার। সেই সূত্রেই প্রথম তিনি ইটিভিতে কাজ পান। বামাক্ষ্যাপা ধারাবাহিকের প্রথম দু-তিন বছর সেই চরিত্রে কাজ করেন সৌরভ।

এরপরে  ‘এরাও শত্রু’, ‘কে তুমি নন্দিনী’, ‘টাপুর টুপুর’, ‘সাঁঝবেলা’, ‘শুভবিবাহ’ ইত্যাদি বিভিন্ন মেগাসিরিয়ালে কাজ করেন তিনি।তার কথায় আকাশ 8 এর বেশ কিছু চরিত্রে তিনি মনের মত কাজ করতে পেরেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ‘সন্ন্যাসী রাজা’, ‘আনন্দ আশ্রম’, ‘ছদ্মবেশী’।

তার এই কাজের পরিবারের লোক সব সময়ই তার পাশে থেকেছেন। প্রথমদিকে অবশ্য তারা চিন্তা করেছিলেন ও কাজটি কতটা ঠিকভাবে করতে পারবেন, এখন তাদের সে চিন্তাও কেটে যায়। পারিবারিক ব্যবসা থাকার ফলে সংসারের সব দায়িত্ব নিতে হবে, এরকম চাপ তার ঘাড়ে ছিলনা। ল পাশ করেছেন তিনি,কিন্তু প্র্যাকটিস করেননি কখনও। বামাক্ষ্যাপার চরিত্রে অভিনয় করার পরে আর অন্য কোনোওদিকে ফিরে তাকাননি সৌরভ সাহা।

স্ত্রী সুস্মিতা মুখোপাধ্যায় সাহার সঙ্গে দেখতে দেখতে ৭টি বছর কাটিয়ে ফেললেন তিনি। এবার সৌরভ-সুস্মিতার বিবাহবার্ষিকীরই কিছু ছবি ভাইরাল হয়েছিল নেট দুনিয়ায়। অভিনয়ের বাইরে পরিবার নিয়েই থাকতে পছন্দ করেন সৌরভ। এদিন ঘরোয়াভাবেই নিজেদের বিবাহবার্ষিকীর পাশাপাশি ৩ বছরের ছেলের জন্মদিন একইসঙ্গে পালন করেছেন সৌরভ-সুস্মিতা।