ছবির এই ছোট্ট মেয়েটিই আজ কাঁপাচ্ছে বাংলা সিরিয়াল! বলুন তো কে?

ছবির এই ছোট্ট মেয়েটিই আজ বাংলা সিরিয়ালের সেরা নায়িকা! চিনতে পারলেন কি তাকে?

Tollywood Actress Childhood Photos : আমাদের কমবেশি সকলেরই নিজেদের ছোটবেলার ছবি দেখতে ভালো লাগে। সেরকম আমাদের সামনে চলে আছে বিভিন্ন তারকাদের ছবিও। আর তার মধ্যে হলো একটি হলো এই ছবিটি। যেখানে একটি বাচ্চা আরও কয়েকজন বাচ্চাকে নিয়ে কেক কাটছে। কিন্তু জানেন কী যে কেক কাটছে সে বর্তমানে একজন টলিউড (Tollywood) র জনপ্রিয় অভিনেত্রী? চলুন জেনে নিই তার পরিচয়।

ছবিটিতে নীল ফ্রক পরে যেই বাচ্চাটিকে কেক কাটতে দেখছেন তার টলিউডে অভিনয় জীবনের ইতিমধ্যেই এক যুগ কেটে গেছে। তিনি এখন বাংলা ধারাবাহিক র পাশাপাশি ওয়েব সিরিজেও অভিনয় করেন। বর্তমানে তিনি এখন জী বাংলা (Zee Bangla) -য় জনপ্রিয় ‘কার কাছে কই মনের কথা’ (Kar Kache Koi Moner Kotha) ধারাবাহিকে নায়িকার চরিত্রে অভিনয় করছেন। যেই ধারাবাহিক বিভিন্ন কারণে বার বার বিতর্কে জড়িয়েছে।

MANALI DEY

   

হ্যাঁ ঠিকই ধরেছেন। ছবির বাচ্চা মেয়েটি আর কেউ নয় আমাদের সবার প্রিয় মানালী দে (Manali Dey)। তিনি এখন জী বাংলায় কার কাছে কয় মনের কথাতে অভিনয় করছেন। মানালী দে ১৯৯০ সালের ৩ রা মে মাসে কলকাতায় জন্মগ্রহন করেন। তার পিতা নিতাই দে ও মাতা মনীষা দে। কলকাতার বালিগঞ্জের অক্সফোর্ড হাউজ স্কুল থেকে তিনি পড়াশোনা করেছেন।

মাধ্যমিক দেওয়ার পরেই তিনি অভিনয় জগতে চলে আসেন ফলত পড়শোনায় খানিকটা তাল কেটে যায়। মানালী ২০০৯ সালে শান্তিলাল সোনি পরিচালিত সিনেমা কালী আমার মা তে শিশুশিল্পীর চরিত্রে প্রথম অভিনয় করেন। এরপর তিনি স্টার জলসার ধারাবাহিক নীড় ভাঙ্গা ঝড় এ অভিনয়ের সুযোগ পান। সেখানে তিনি মোহনা চরিত্রে অভিনয় করেন।

Kar Kache Koi Moner Kotha

তবে তিনি স্টার জলসার অপর একতি ধারাবাহিক বউ কথা কও তে অভিনয় করে জনপ্রিয়তার শীর্ষে চলে আসেন মানালি। এরপর তাকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। তিনি একে একে বিভিন্ন সিনেমা সিরিয়ালে অভিনয়ের ডাক পেয়েছেন। সেগুলির মধ্যে গোত্র, রাজদ্রোহী, প্রাক্তন, চেকমেট, সখী, ভূতু, নকশিকাঁথা বিশেষ উল্লেখযোগ্য। 

Manali Dey Husband

আরও পড়ুন : ‘লাভ বিয়ে আজকালে’র শ্রাবণ আসলে কে? রইল স্টার জলসার নতুন নায়িকার পরিচয়

মানালি দে ২০১২ সালে সঙ্গীত শিল্পী সপ্তক ভট্টাচার্যকে বিয়ে করেছিলেন। কিন্তু সেই বিয়ে স্থায়ী হয়নি। বর্তমানে তিনি পরিচালক অভিমুন্য মুখার্জিকে বিয়ে করে সংসার করছেন। বর্তমানে কার কাছে কই মনের কথা সিরিয়ালের কারণে প্রথম থেকেই একাধিক বিতর্কে জড়িয়েছেন অভিনেত্রী। ফুলশয্যার খাটে মা আর ছেলে থেকে শুরু করে শিমুলের ওপর শ্বশুর বাড়ির লোকেদের সব কিছু জোর করে চাপিয়ে দেওয়া। এগুলো দর্শক একদমই ভালো চোখে দেখেনি।

আরও পড়ুন : তলানিতে টিআরপি! রাতারাতি ‘তুঁতে’ ছেড়ে নতুন সিরিয়ালে পা রাখলেন নায়িকা