

প্রথম দফার লকডাউনের মাঝেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুধের অপচয় বন্ধ করতে ও মিষ্টিপ্রেমী বাঙ্গালীদের কথা মাথায় রেখে মিষ্টির দোকান খোলার অনুমোদন দিয়েছিলেন। আর এবার ক্রেতা ও বিক্রেতাদের কথা মাথায় রেখে মিষ্টি দোকান খোলার সূচিতে পরিবর্তন ঘটালেন তিনি। দোকান খোলার সূচি বদলে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী জানান এবার সকাল থেকেই খুলবে মিষ্টির দোকান।
বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠক চলাকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, লকডাউন চলাকালীন এখন থেকে সকাল ৮ টায় খোলা যাবে মিষ্টির দোকান। মিষ্টির দোকান খোলা থাকবে বিকাল ৪ টে পর্যন্ত। তবে কেনাকাটার ক্ষেত্রে ক্রেতা ও বিক্রেতা সকলকেই বজায় রাখতে হবে সামাজিক দূরত্ব। অন্যদিকে লকডাউন পরিস্থিতিতে যেন সকলেই সম্পূর্ণ রেশন পান সেদিকে জোর দিতে খাদ্য দপ্তরের সচিব নিয়োগ হয়েছে বলেও জানান তিনি।
মিষ্টির দোকান খোলার সূচি বদলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন জানান, “মিষ্টি কেনার জন্য দুপুরে অনেকেই দোকানে আসতে পারছেন না। অনেকেই এই বিষয়টি দেখার জন্য আর্জি জানিয়েছিলেন। আর সেই সব আর্জি খতিয়ে দেখে মিষ্টির দোকান সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথম দফায় যা জানানো হয়েছিল দুপুর ১২টা থেকে ৪টে পর্যন্ত খোলা থাকবে। সেই সূচির পরিবর্তন ঘটানো হলো।”
করোনা পরিস্থিতি নিয়ে নবান্ন সভাঘরে সাংবাদিক সম্মেলন |Press meet at Nabanna Sabhaghar on the Coronavirus situation
Posted by Mamata Banerjee on Thursday, April 16, 2020
মুখ্যমন্ত্রীর কথায় এদিন রেশন বন্টন প্রসঙ্গ উঠে এসেছে। যা নিয়ে তিনি বলেন, “বারবার বলা সত্ত্বেও ১০ শতাংশ মানুষ অর্ধেক রেশন পাচ্ছেন না। কেউ যদি রেশন দোকান তার নিজের ভেবে থাকেন তাহলে তিনি ভুল করছেন। রাজ্য সরকার কৃষকদের থেকে চাল কেনে। আগামী ছয় মাস বিনামূল্যে ৫ কেজি করে রেশন দেওয়া হবে। যাতে করে সবাই সম্পূর্ণ রেশন পান সেদিকে নজর দিতে হবে। সেই জন্য আজ খাদ্য দপ্তর এর নতুন সচিব নিয়োগ করা হলো। এ নিয়ে কোনো রাজনৈতিক দলের জল ঘোলা করার দরকার নেই।”