করোনা আবহে এবছর ভারচুয়ালি ২১ জুলাই পালন করছে তৃণমূল। ভারচুয়ালি বক্তব্য রাখছেন তৃণমূল সুপ্রীমো মমতা বন্দ্যোপাধ্যায়। এই সভা থেকেই রাজ্যবাসীর জন্য বড় ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, “আমরা ক্ষমতায় থাকলে সারাজীবন ফ্রি রেশন, স্বাস্থ্য পরিষেবা ও শিক্ষার সুযোগ পাবে বাংলার মানুষ।”
“টাকা কোথা থেকে আসবে সে চিন্তা করতে হবে না কাউকে। মানুষের জন্য যা করা প্রয়োজন তা-ই করব।” এর পাশাপাশি তিনি আরও বলেন, “এবছর ভারচুয়ালি হলেও, আগামী বছর বৃহত্তম ২১ জুলাই পালিত হবে। চক্রান্ত-করোনাকে দূরে সরিয়ে সমবেত হব আমরা।”
তিনি আরও বলেন, আমি অন্য জায়গা থেকে উপার্জন করব। আর সেই আয় ভাগ করে দেব গরিব মানুষের মধ্যে। এটাই পশ্চিমবঙ্গ সরকারের নীতি-আদর্শ।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন রাজ্যের ৬ কোটি মানুষকে রেশন দিচ্ছে কেন্দ্রীয় সরকার। পশ্চিমবঙ্গ সরকার আরও খরচ করে ৮ কোটি মানুষকে বিনামূল্যে রেশন দিচ্ছে। মমতা এদিন জানান, ক্ষমতায় ফিরলে আজীবন বিনামূল্যে রেশন পাবেন পশ্চিমবঙ্গবাসী।
মুখ্যমন্ত্রীর এহেন প্রতিশ্রুতি কে কটাক্ষ করতে ছাড়েননি বিরোধীরা। বিজেপির বক্তব্য ২১শে তিনি থাকছেন না সেটা মুখ্যমন্ত্রী ভালভাবেই বুঝতে পেরেছেন তাই ভোটের আগে মানুষকে প্রলোভন দেখাচ্ছেন। এসব করে আর লাভ নেই। কারণ কেন্দ্রীয় সরকারের রেশন কিভাবে তৃণমূলের নেতারা লুট করেছে তা বাংলার মানুষ নিজের চোখে দেখেছে।
রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ বলেছেন “মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এটাই শেষ ২১ জুলাই।” নাম না করে তিনি আরও বলেন, যদি শহিদদের প্রতি শ্রদ্ধাজ্ঞলি দিতেই হয়, তাঁকে অঙ্গীকার করতে হবে, আর কোনও বিরোধীর গায়ে হাত পড়বে না। এই দিনটিকে প্রহসন দিবস হিসেবে পালন করার কথাও জানিয়েছেন দিলীপ ঘোষ।
আরও পড়ুন :- কোন রেশন কার্ডে পাবেন কতটা চাল-গম-আটা, জানুন আপনার অধিকার
প্রসঙ্গত উল্লেখ্য কিছুদিন আগেই রেশন দুর্নীতি নিয়ে রাজ্য রাজ্যপাল সংঘাত ঘটেছে। নেতাদের রেশন দুর্নীতি বন্ধে সরব হয়েছেন মুখ্যমন্ত্রীও। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এটাই শেষ ২১ জুলাইয়ের সভা। রাজ্য রাজনীতিতে গুরুত্বের নিরিখে এই সভা স্বাভাবিক ভাবেই অন্য এক মাত্রা যোগ করেছে।