সামনেই বিধানসভা ভোট এবং তা নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি। পরাধীন ভারতের সময় থেকেই মনে করা হয়, বাংলার ক্ষমতা মানে সমগ্র দেশের চাবিকাঠি। আর সেই বাংলার ক্ষমতার জন্যই মরিয়া প্রতিটি দল। ভোট ব্যাংকের জন্য যেখানে প্রতিটা দল মরিয়া চেষ্টা চালাচ্ছে সেই সময় সি ভোটারের জনমত সমীক্ষা বাংলার এই বছরের বিধানসভা ফলাফলের একটি ইঙ্গিত দিল।
সি ভোটারের সমীক্ষা অনুযায়ী তৃতীয় বারের জন্য বাংলার নীলবাড়ির ক্ষমতা যেতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেই। এই সমীক্ষা অনুসারে বেশিরভাগ মানুষই বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে আশ্বাস রাখছেন বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরেই। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অন্যান্য পদপ্রার্থীদের দিকে কত শতাংশ মানুষের সমর্থন আছে তাও বলছে এই সমীক্ষা।
মমতা বন্দ্যোপাধ্যায়
বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে কাকে চান জনতা? ভোটারের সমীক্ষা অনুসারে বাংলার ৪৯ শতাংশ মানুষ এই প্রশ্নের সরাসরি এক কথায় উত্তর দিয়েছেন – মমতা বন্দ্যোপাধ্যায়।সি ভোটারের সমীক্ষা বলছে ৪৯ % মানুষই চাইছে তৃতীয়বারের জন্য নীল বাড়িতে রাজত্ব করুক মমতা বন্দ্যোপাধ্যায়।
দিলীপ ঘোষ
মুখ্যমন্ত্রী পদের দাবিদার হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরেই আছেন প্রধান প্রতিদ্বন্দ্বী দল বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।সি ভোটারের সমীক্ষা অনুসারে বাংলার ১৯ শতাংশ মানুষের মতে দিলীপ ঘোষ বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে সর্বাপেক্ষা যোগ্য।
সৌরভ গাঙ্গুলি
সি ভোটারের সমীক্ষা অনুসারে বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার তৃতীয় যোগ্যতম ব্যাক্তি সৌরভ গাঙ্গুলি। সৌরভ গাঙ্গুলির নামের সাথে বাঙালির অনেক আবেগ এবং নস্টালজিয়া কাজ করে। কিন্তু তাকে মুখ্যমন্ত্রী পদে দেখতে চাইছেন কি বাংলার মানুষ? সি ভোটারের সমীক্ষা বলছে বাংলার ১৩ শতাংশ মানুষ সৌরভ গাঙ্গুলিকেই বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে যোগ্যতম মনে করছেন।তবে এখনও পর্যন্ত সৌরভ গাঙ্গুলির পরিচিতি একজন খ্যাতনামা ক্রিকেটার হিসেবেই। সক্রিয় রাজনীতিতে এখনও ঢোকেননি তিনি। তা সত্ত্বেও বাংলার মানুষের কাছে যোগ্যতম মুখ্যমন্ত্রীর তালিকায় তৃতীয় স্থানে আছেন বাংলার দাদা।
মুকুল রায়
একসময় তৃণমূলের অন্যতম মুখ মুকুল রায় বিজেপিতে যোগ দিয়েছেন বেশ কিছুদিন হয়েছে।এবার বিধানসভায় তিনিও হতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিদ্বন্ধী। সি ভোটারের সমীক্ষা বলছে বাংলার ৭ শতাংশ মানুষ মনে করছেন বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে যোগ্যতম হলেন মুকুল রায়।তিনি এই তালিকায় সৌরভ গাঙ্গুলির পরেই রয়েছেন।
আরও পড়ুন : বাংলায় কত আসন পাবে বিজেপি, প্রকাশ্যে এলো সমীক্ষার রিপোর্ট
সুজন চক্রবর্তী
সি ভোটারের সমীক্ষায় শুধু তৃণমূল বা বিজেপি নেতাদের নামই নয়, পাশাপাশি উঠে এসেছে সুজন চক্রবর্তীর নামও।এই সমীক্ষা অনুসারে বাংলার ৪ শতাংশ ভোটার বলছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে সর্বাধিক যোগ্য।
আরও পড়ুন : মমতার এই ২ পদক্ষেপে চরম চাপে বিজেপি, বদলে যেতে পারে ভোটের ছবি
অধীর চৌধুরী
বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে যোগ্যতম কে? এই প্রশ্নের উত্তরে তৃণমূল বিজেপি নেতাদের এবং সিপিএম নেতা সুজন চক্রবর্তীর পাশাপাশি কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর নামও উঠে আসছে। এমনটাই জানা যাচ্ছে সি ভোটারের সমীক্ষা থেকে।সি ভোটারের সমীক্ষা অনুসারে বাংলার ৩ শতাংশ মানুষ মনে করছেন মুখ্যমন্ত্রী হিসেবে যোগ্যতম ব্যাক্তি অধীর চৌধুরী।