

২০১৯ সালে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে কৃষকদের সহায়তার জন্য একটি প্রকল্পের উদ্বোধন করা হয়। রাজ্য সরকারের দাবি সেই প্রকল্পের মাধ্যমে তারা পশ্চিমবঙ্গের ৬৬ লক্ষের বেশি পাশে দাঁড়াতে পেরেছে এখনো পর্যন্ত। পাশে দাঁড়াতে পেরেছে আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে। রাজ্য সরকারের এই জনপ্রিয় প্রকল্পটি হলো ‘কৃষক বন্ধু নিশ্চিত আয় প্রকল্প’।

কৃষক বন্ধু প্রকল্প কি?
এই প্রকল্পের মাধ্যমে ২০১৯ সাল থেকে রাজ্যের কৃষকদের রবি ও খারিফ শস্যের ফলনের জন্য সর্বনিম্ন ১০০০ থেকে ২৫০০ টাকা করে বছরে দুবার চেক অর্থাৎ বছরে সর্বনিম্ন ২০০০ টাকা থেকে ৫০০০ টাকা পর্যন্ত দেওয়া হচ্ছে। এছাড়াও এই প্রকল্পের মধ্যেই রয়েছে কৃষকদের এককালীন মৃত্যুজনিত সহায়তা প্রকল্প। যাতে কৃষকরা রাজ্য সরকারের থেকে এককালীন ২ লক্ষ টাকা সহায়তা পাবেন।
কৃষকদের কি করতে হবে?
রাজ্য সরকারের থেকে এমন আর্থিক সহায়তা পাওয়ার জন্য প্রথমেই কৃষক ‘কৃষক বন্ধু নিশ্চিত আয়’ প্রকল্পে নিজের নাম নথিভুক্ত করতে হবে।
কি কি ডকুমেন্ট লাগবে?
নাম নথিভুক্ত করার জন্য প্রয়োজন চারটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। যেগুলি হলো, ভোটার আইডি কার্ড, আধার কার্ড, ব্যাঙ্কের পাসবই ও জমির পর্চা। জমির সম্প্রতি পর্চা না থাকলে এই প্রকল্পের নাম নথিভুক্ত হবে না।

জমির পর্চা না থাকলে কি হবে?
কোনও কৃষকের জমির সম্প্রতি পর্চা না থাকলে তিনি নিকটবর্তী বিএলআরও অফিসে যোগাযোগ করতে পারেন, সেখান থেকে তা পেয়ে যাবেন। এছাড়াও এই প্রকল্পের নিজের নাম অন্তর্ভুক্ত করতে পারেন বর্গাদার ও ভাগ চাষিরাও।
কীভাবে নিজের নাম নথিভুক্ত করবেন?
প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্ট জোগাড় করার পর কৃষকদের যেতে হবে নিকটবর্তী কৃষি তথ্য ও উপদেষ্টা কেন্দ্রে। সেখানে কৃষকদের থেকে সমস্ত রকম প্রয়োজনীয় ডকুমেন্ট নেওয়ার পাশাপাশি নেওয়া হবে একটি মোবাইল নাম্বার। যাতে সময়ের পরিপ্রেক্ষিতে এসএমএস অথবা ফোন মারফত জানিয়ে দেওয়া হবে কবে টাকা বা চেক দেওয়া হচ্ছে।