ষষ্ঠ বেতন কমিশন লাগুর জল্পনার মধ্যেই বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

পুলিশকর্মীরা সরকারি কর্মচারী হলেও অন্যান্য সরকারি কর্মচারীদের তুলনায় সপ্তাহে তারা একদিন বেশি কাজ করেন। কারণ সরকারি কর্মচারীরা সপ্তাহে দুদিন ছুটি পান, এই জায়গায় পুলিশকর্মীরা সরকারি কর্মচারী হয়েও ছুটি পান একদিন।

এইভাবে সপ্তাহে একদিন বেশি কাজ করতে করতে বছর তাদের বেশি কাজের সংখ্যাটা দাঁড়ায় ৫২ দিন। এতদিন পর্যন্ত পুলিশকর্মীরা ৩০ দিনের বাড়তি কাজের বেতন ভাতা হিসাবে পেতেন। ১৯৮৮ সালের ২৫ শে আগস্ট রাজ্য সরকারের পুলিশ কর্মীদের এই বিষয়ে একটি নির্দেশিকা বের হয়। সেই নির্দেশিকায় যাবৎ রাজ্যে বলবৎ ছিল।

তবে এবার সেই নির্দেশিকার সংশোধনী আনা হলো রাজ্য সরকারের তরফ থেকে। পাশাপাশি সংশোধন করা এই নির্দেশিকায় স্পষ্ট ভাবে জানানো হয়েছে কারা এই সুবিধা পাবেন। গত বুধবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নবান্ন পুলিশ কর্মীদের বেতন বৃদ্ধির ঘোষণা করেছিলেন। এই ঘোষণার ভিত্তিতেই বেরোলো নির্দেশিকা।

এই নির্দেশিকা অনুসারে এবার ৩০ শে জুন শেষ হওয়ার বছরের ভিত্তিতে ৫২ দিনের আলাদা কাজের জন্য দেওয়া হবে বাড়তি বেতন। ডিএসপি, এসিপি পদমর্যাদা এবং তার থেকে নিচের পদমর্যাদার সকল পুলিশ কর্মী ৫২ দিনের অতিরিক্ত বেতন পাবেন।

১২ মাস কাজ করে ১৩ মাসের বেতন পাওয়ার এই নিয়মকে পুলিশ মহলে বলা হয় ‘থার্টিন পে’। সারা বছরে সাধারণ সরকারি কর্মচারীরা পান ১৫২ দিনের ছুটি। কিন্তু পুলিশে সেই ছুটি নেই। কারণ, উৎসব পার্বনে সব অফিস ছুটি থাকলেও ডিউটি করতে হয় পুলিশকে। এমনকী পুজোর সময়েও পুলিশ ছুটি পায় না। সেই কারণে, পুজোর জন্য মোট দশ দিনের ছুটি দেওয়া হয় পুলিশ কর্মীদের। এই ছুটি এক সঙ্গে নিতে হয় সরকারি অর্ডার অনুযায়ী।

আরও পড়ুন :- সাংসদরা কত টাকা বেতন ও কী কী সুবিধা পান

এদিন বিধানসভায় ৫২ দিনের ছুটি বাবদ বেতন দেওয়ার ঘোষণায় সেই ক্ষোভ অনেকটাই প্রশমিত হতে পারে বলে মনে করা হচ্ছে। সাধারণত প্রতি বছর জুলাই মাসে এই বাড়তি বেতন দেওয়া হয় পুলিশ কর্মীদের। এই জুলাইতেই ৫২ দিনের টাকা মিলবে কিনা তা কিন্তু এখনও স্পষ্ট নয়। মনে করা হচ্ছে, আগামী বছর থেকেই মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো নিয়ম কার্যকর হবে।