৯ মাসের সাধ খাচ্ছেন হবু মা মধুবনী, রইলো অভিনেত্রীর অনুষ্ঠানের সমস্ত ছবি

মা হওয়ার অনুভূতি একজন নারীকে জীবনে সবথেকে বিশেষ অনুভূতি। এই অমূল্য সময়টিকে উপভোগ করে নিচ্ছেন অভিনেত্রী মধুবনী গোস্বামী (Madhuboni Goswami)।এই সময়ের বিভিন্ন বিশেষ মুহূর্ত নিজের অনুরাগীদের সাথে সোশ্যাল মিডিয়ার মধ্যে দিয়ে ভাগ করে নিচ্ছেন তিনি।

আর কিছুদিনের মধ্যেই তার কোলে আসতে চলেছে ফুটফুটে এক নতুন সদস্য। তার আগে শাশুড়ির হাতে নয় মাসের সাধ খেলেন তিনি। শাশুড়িকে মামনি বকে ডাকেন তিনি।সেই মামনি রকমারি পদ সাজিয়ে সাধ দিলেন তাকে। কব্জি ডুবিয়ে সেইসব খেলেন হবু মা মধুবনী।

   

নয় মাসের সাধের অনুষ্ঠানের বিভিন্ন মুহূর্তের ছবি তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করলেন তিনি। এইদিন অনুষ্ঠানের জন্য লাল এবং সোনালী শাড়ি এবং সোনার গয়নায় নিজেকে সাজিয়ে নিয়েছেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় মামনির হাতে পায়েস খাওয়ার ছবি অনুরাগীদের সাথে ভাগ করলেন তিনি।

পোস্টে একটি বড় ক্যাপশন দিয়ে অভিনেত্রী লিখেছেন, ‘আজ আমার ৯ মাসের সাধ হল। আমার মামুনির হাতের পায়েসের কোনো জবাব হবে না! দই ইলিশের কথা তো ছেড়েই দিলাম! এইরকম দই ইলিশ গোটা কলকাতায় আর কেউ বানাতে পারে কিনা আমার সন্দেহ আছে!

আর তপসে ফ্রাই আর কিং সাইজ গলদা চিংড়ি সত‍্যি কথা বলতে কি, একটা একটা করে খেলে পোষায় না জাস্ট! বেশ গোটা পাঁচেক খেলে তবে ঠিক আছে!!! সব মিলিয়ে দুপুরের খাওয়াটা বেশ জম্পেশ হয়েছে! রাজা তুমি শুটিং করে বাড়ি ফেরো, ডিনারে এগুলো তুমিও পাবে…’

তবে শুধু নয় মাসেই না,এর আগে পাঁচ মাস ও সাত মাসের সাধের ছবিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি। পাঁচ মাসের সাধ তার হয়েছিল বাড়ির ঠাকুরঘরে বসে পাঁচ রকম ফল দিয়ে। এরপরে সাত মাসের সাধ হয় নানারকম নোনতা এবং ভাজাভুজি দিয়ে।এবার নয় মাসের সাধে রকমারি ভোজ এবং পায়েস বানানো হলো তার জন্য।কব্জি ডুবিয়ে সেইসব খেলেন মধুবনী।