টিকটিকি দেখে ভয় পায়না এমন মানুষের সংখ্যা খুব কম।টিকটিকিকে সাধারণত অশুভ মনে করে থাকেন অনেকে৷ কিন্তু একবার ভেবে বলুন তো টিকটিকি কি সত্যিই আমাদের কোনো ক্ষতি? না, টিকটিকি মোটেও ক্ষতিকারক নয়। বরং শাস্ত্র মতে বাড়িতে টিকটিকি থাকা বেজায় শুভ। টিকটিকি থাকা কি শুভ ? হ্যাঁ শাস্ত্র মতে বাড়িতে টিকটিকি থাকা শুভ। শুধু তাই নয়, আমরা জীবনের জীবনের অনেক কার্যকলাপ টিকটিকির ঘোরাফেরার উপর নির্ভর করে। টিকটিকি নানাভাবে আমাদের ভাগ্যকে প্রভাবিত করে থাকে একথা শাস্ত্র বলছে। শুধু তাই নয়, আমাদের অর্থনৈতিক সাফল্য নির্ভর করে টিকটিকির উপর। কিন্তু কীভাবে ? একটি টিকটিকি আমাদের জীবন কে কীভবে প্রভাবিত করতে পারে ?

ঘরে টিকটিকি
হিন্দু শাস্ত্র অনুযায়ী বাড়িতে টিকটিকি থাকলে গৃহস্থের অন্দরে পজেটিভ শক্তির প্রভাব বাড়তে শুরু করে। স্বাভাবিকভাবেই সাফল্য রোজকার সঙ্গী হয়।

মাথায় টিকটিকি
এটা বিশ্বাস করা হয় যে মাথার উপর যদি টিকটিকি এসে পরলে ঝগড়া হয়। তাই সেদিনটা একটু সাবধানে থাকবেন।

চুলে টিকটিকি
কোনওভাবে টাকটিকির শরীর যদি আপনার চুল ছুঁয়ে যায়, তাহলে জানবেন সুখের সময় আসতে চলেছে। কারণ শাস্ত্র মতে টিকটিকির শরীর চুলে লাগলে অর্থনৈতিক উন্নতি লাভের সম্ভাবনা বৃদ্ধি পায়। সেই সঙ্গে কর্মক্ষেত্রে সফলতার স্বাদ পেতেও সময় লাগে না।

মুখের উপর টিকটিকি
হটাৎ করে মুখের উপর টিকটিকি যদি লাফায় তাহলে ভয় পাবেন না, কারণ শাস্ত্র মতে এটা শুভ! শাস্ত্রে বলে মুখের উপর টিকটিকি পরলে শুভ ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। আবার এই কথাটিও প্রচলিত আছে যে মুখে টিকটিকি পরলে বাড়িতে অতিথি আসার সম্ভাবনাও থাকে। তাই এমনটা যদি কোনও দিন আপনার সঙ্গে ঘটে, তাহলে সেটা শুভ!

ঘাড়ে টিকটিকি
শাস্ত্র বলছে টিকটিকি যদি ঘাড় বেয়ে হাঁটাহাঁটি করে, তাহলে জানবেন আপনার প্রতিপক্ষরা আপনার কাছে হার মানতে বাধ্য হবে।
পিঠে টিকটিকি
আপনি যদি চান খুব কম সময়ে প্রচুর টাকার মালিক হতে, তাহলে প্রর্থনা করুন যেন টিকটিকি আপনার পিঠের উপর পরে। কারণ শাস্ত্র বলছে পিঠে টিকটিকি পরলে অর্থনৈতিক সমৃদ্ধি লাভের সম্ভাবনা বাড়ে। সেই সঙ্গে কর্মক্ষেত্রে পদন্নতি পাওয়ার পথও প্রশস্ত হয়।
ডান হাতে টিকটিকি
যদি হঠাৎ করে যদি টিকটিকি ডান হাতের উপর পরে, তাহলে গুডলাক রোজের সঙ্গী হয়। বিশেষত কর্মক্ষেত্রে উন্নতি লাভের সম্ভাবনা যায় বেড়ে। তাই অল্প সময়ে যদি পদন্নতি পেতে চান, তাহলে টিকটিকি দেখলে পালিয়ে যাবেন না যেন! বরং সরীসৃপটির ঠিক নিচে গিয়ে দাঁড়াবেন, পাছে সেটি আপনার হাতে এসে পরে।

পায়ের উপর টিকটিকি
দাঁড়িয়ে আছেন, আর হঠাৎ একটা টিকটিকি আপনার পায়ের উপর দিয়ে চলে গেল। ভয় পাবেন না জানবেন আপনার ভাল কোনও খবর পাওয়ার সম্ভাবনা আছে।

মরা টিকটিকি
বাড়ির কোনও কোণে যদি মরা টিকটিকি দেখতে পেলে জানবেন পরিবারের কোনও সদস্যের মারাত্মক শরীর খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে।
যদিও এই প্রাণী কিছুটা বিষাক্তও৷ তবে বাড়িতে থেকে পোকামাকড় খেয়ে অনেক উপকারও করে থাকে এরা৷ তাই টিকটিকিকে নিয়ে অযথা চিন্তা করবেন না৷ হয়তো এই প্রাণী আপনার সৌভাগ্যই ডেকে আনছে৷