আজ অর্থাৎ ১ লা মার্চ থেকে দেশজুড়ে শুরু হচ্ছে করোনা টিকাকরনের নতুন অধ্যায়। দেশজুড়ে ষাটোর্ধ্ব প্রবীণ নাগরিকদের এবং ৪৫ ঊর্ধ্ব কিন্তু কো মর্বিডিটি রয়েছে এমন ব্যক্তিদের টিকাকরণ শুরু হবে। কোন কোন বেসরকারি হাসপাতাল থেকে করোনার টিকা মিলবে, ইতিমধ্যেই তার তালিকা প্রকাশ করেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। দেখা যাচ্ছে কেন্দ্রীয় স্বাস্থ্য প্রকল্প এবংআয়ুষ্মান ভারত প্রকল্প মিলিয়ে ১৬০০০ এরও বেশি হাসপাতালে পাওয়া যাবে করোনা ভাইরাসের টিকা।
তবে পশ্চিমবঙ্গে এই বেসরকারি হাসপাতালের সংখ্যা মাত্র ১১।ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে রাজ্য সরকারকে নির্দেশিকা দেওয়া হয়েছে বেসরকারি হাসপাতালেরর সংখ্যা বাড়ানোর জন্য। সরকারি হাসপাতালে ক্ষেত্রে টিকাকরণ বিনামূল্যে হলেও বেসরকারি হাসপাতালে ক্ষেত্রে টিকার দাম ১৫০ টাকা এবং পরিষেবা খরচ সর্বোচ্চ ১০০ টাকা নেওয়া হবে। স্বাস্থ্যমন্ত্রক তরফ জানানো হচ্ছে
.@MoHFW_INDIA द्वारा 1 मार्च से शुरू हो रहे दूसरे टीकाकरण अभियान की तैयारियों को मूर्त रूप दिया जा रहा है। प्राइवेट अस्पतालों में लगने वाले टीके के लिए दिशानिर्देश ज़ारी कर दिए गए हैं। इसके तहत शुल्क अधिकतम 250 रुपए प्रति डोज़ तय किया गया है। सरकारी अस्पतालों में टीका मुफ्त होगा।
— Ashwini Kr. Choubey (@AshwiniKChoubey) February 28, 2021
‘আয়ুষ্মান ভারতের অধীনে ১০,০০০ হাসপাতাল এবং কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য প্রকল্পের অধীনে ৬৮৭ হাসপাতালকে কোভিড-১৯ টিকাকরণ কেন্দ্র হিসেবে ব্যবহার করতে পারে রাজ্যগুলি। ব্যক্তিপিছু প্রতি ডোজের টিকার জন্য হাসপাতালগুলি সর্বোচ্চ ২৫০ টাকা নিতে পারে।’
পশ্চিমবঙ্গে যেসব বেসরকারি হাসপাতালে করোনা টিকা পাওয়া যাবে
১) বি এম বিড়লা হার্ট রিসার্চ সেন্টার, কলকাতা।
২) ডিসান হসপিটাল অ্যান্ড হার্ট ইনস্টিটিউট, কলকাতা।
৩) নর্থ সিটি হসপিটাল অ্যান্ড নিউরো ইনস্টিটিউট প্রাইভেট, উল্টোডাঙা।
৪) বি পি হসপিটালস অ্যান্ড মেডিক্যাল রিসার্চ লিমিটেড, নিউ আলিপুর।
৫) নারায়ণা সুপার স্পেশালিটি হসপিটাল, কলকাতা।
৬) নারায়ণা মাল্টি স্পেশালিটি হসপিটাল, কলকাতা।
আয়ুষ্মান ভারত প্রকল্পের অধীনে যেসব বেসরকারি হাসপাতালে করোনা টিকা পাওয়া যাবে
১) রেণুকা আই ইনস্টিটিউট, ২৫/৩ ডাকবাংলো মোড়, যশোর রোড, বারাসত, উত্তর ২৪ পরগনা।এক্ষেত্রে যোগাযোগ করতে হবে অনির্বাণ চক্রবর্তীর সাথে।
২) সঞ্জীবনী হাসপাতাল, উলুবেড়িয়া, হাওড়া। এক্ষেত্রে যোগাযোগ করতে হবে নির্মল সাহার সঙ্গে।
৩) শিলিগুড়ি গ্রেটার লায়ন্স আই হসপিটাল, সেকেন্ড মাইল, সেবক রোড (বিশাল সিনেমার পিছনে), শিলিগুড়ি। এক্ষেত্রে যোগাযোগ করতে হবে সঞ্জক প্রধানের সঙ্গে। ফোন নম্বর – ৮১৪৫৫৮৩৫৫৪ বা ৯৬০৯৬০০৬২২।
৪) পিয়ারলেস হসপিটাল, পঞ্চসায়ের। এক্ষেত্রে যোগাযোগ করতে হবে অনিন্দ্য স্যানালের সঙ্গে। ফোন নম্বর – ৯৮৩০৯৬১৪৬৪ বা ০৩৩-৪১১১২২২
৫) রুবি জেনারেল হসপিটাল, কলকাতা। এক্ষেত্রে যোগাযোগ করতে হবে পিয়ালি বসুর সঙ্গে।