

সাম্প্রতিক অতীতে বলিউডে শুধুই বয়কট ট্রেন্ড ভর করতে দেখা গিয়েছে। ‘লাল সিং চাড্ডা’, ’রক্ষা বন্ধন’ এর ফলাফল দেখে রীতিমত আতঙ্কিত হয়েছে ইন্ডাস্ট্রি। এখন আর বড় পর্দার জন্য বড় বাজেটের ছবি বানাতেই ভয় পাচ্ছে নির্মাতারা। করোনা পরবর্তী সময়ে ভারতীয় বিনোদনের দুনিয়াতেও এসেছে বহু পরিবর্তন। দর্শকরা এখন ঘরের মধ্যে বসে ওটিটিতেই মনের খোরাক জোগাচ্ছেন।
দেশি-বিদেশি সব ধরনের কনটেন্ট এখন ওটিটি মাধ্যমেই উপলব্ধ রয়েছে। তাই দর্শকদের স্বাদ অনুযায়ী এবার বলিউডেও ব্যাপক পরিবর্তন আসছে। আর সিনেমা হল নয়, বয়কটের মরসুমে ওটিটিকেই হাতিয়ার করে এগোতে চাইছে বলিউড। তাই এবার একগুচ্ছ বিগ বাজেটের বলিউড ছবি মুক্তি পাবে ওটিটিতে (Upcoming Movies Going To Release On OTT)। দেখে নিন এক নজরে।
গোবিন্দা নাম মেরা (Govinda Naam Mera) : শশাঙ্ক খৈতান পরিচালিত এই ছবি নাকি সিনেমা হলের বদলে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে বলে জানানো হয়েছে। ভিকি কৌশল, কিয়ারা আদবানি ও ভূমি পেডনেকার অভিনীত এই ছবিতে রয়েছে ভরপুর বিনোদন। রোমান্টিক কমেডি ঘরানার ছবিটি শীঘ্রই ওটিটিতে দেখতে পাবেন।
ফ্রেডি (Freddy) : কার্তিক আরিয়ানের শেষ ছবি ছিল ‘ভুলভুলাইয়া টু’। এই ছবিটি বক্স অফিসে রীতিমত ঝড় তুলেছিল। এবার তার আগামী ছবিটি মুক্তি পাবে ওটিটিতে। শশাঙ্ক ঘোষের পরিচালনায় ‘ফ্রেডি’ ছবি নিয়ে আসছেন কার্তিক আরিয়ান। কার্তিকের বিপরীতে ছবিতে অভিনয় করবেন আলায়া এফ রয়েছেন।
ডক্টর জি (Doctor G) : আয়ুষ্মান খুরানা এবং রাকুল প্রীত সিং অভিনীত এই ছবিটিও মুক্তি পাওয়ার অপেক্ষায় দিন গুনছে। আয়ুষ্মান এবং রাকুল প্রীতের সোশ্যাল কমেডি ভিত্তিক এই ছবিটি মুক্তির জন্য ওটিটি প্ল্যাটফর্ম বেছে নেওয়া হয়েছে।
অ্যান অ্যাকশন হিরো (An Action Hero) : শুধু ‘ডক্টর জি’ নয়, আয়ুষ্মানের আরও একটি ছবিও এখন মুক্তির অপেক্ষায় দিন গুনছে। ‘অ্যান একশন হিরো’ ছবিটি মুক্তি পাবে খুব শীঘ্রই। অনিরুদ্ধ আইয়ার পরিচালিত এই ছবিতে আয়ুষ্মান ছাড়াও ‘পাতাললোক’ খ্যাত জয়দীপ আহলাওয়াত অভিনয় করেছেন।
ব্লাডি ড্যাডি (Bloddy Daddy) : একটি সুপারহিট ফরাসি ছবির উপর ভিত্তি করে বানানো হয়েছে এই ছবিটি। আলি আব্বাস জাফর পরিচালিত ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন শাহিদ কাপুর। ছবিটিও ওটিটিতেই মুক্তি পাবে।
মিশন মজনু (Mission Majnu) : শান্তনু বাগচি পরিচালিত এই ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন সিদ্ধার্থ মালহোত্রা। এই ছবির হাত ধরে বলিউডে পা রাখবেন দক্ষিণের সুন্দরী অভিনেত্রী রশ্মিকা মান্দানা। আগামী বছর ফেব্রুয়ারি মাসের মুক্তি পাবে ছবিটি। এই ছবির জন্য ওটিটিকেই বেছে নেওয়া হয়েছে।
লক্ষণ উতেকারের আসন্ন ছবি : এই তালিকাতে রয়েছে পরিচালক লক্ষণ উতেকারের ছবিটিও রয়েছে তবে তার নাম এখনও ঠিক হয়নি। ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন ভিকি কৌশল এবং সারা আলি খান। এছাড়াও যশরাজ ফিল্মসের আগামী ছবি ‘মহারাজা’ এবং ‘দ্য গ্রেট ইন্ডিয়ান ফ্যামিলি’ও বলিউডের পরিস্থিতি বিবেচনা করে ওটিটিতে ছবি মুক্তি দেওয়ার কথা বিবেচনা করবে।