এই ৬ সিরিয়ালে নায়ক-নায়িকার মৃত্যু দেখিয়ে দর্শকের ইমোশন নিয়ে ছিনিমিনি খেলেছেন লীনা গাঙ্গুলী

এখন সোশ্যাল মিডিয়াতে সব ধারাবাহিককে ছাপিয়ে ট্রেন্ডে রয়েছে শুধুই খড়কুটো। ধারাবাহিকটি শেষ হয়ে যাবে শীঘ্রই, এতে যতটা না দর্শকদের মন খারাপ, তার থেকেও বেশি তাদের মন ভারাক্রান্ত হয়ে রয়েছে গুনগুনের মৃত্যু দেখে। লেখিকা লীনা গাঙ্গুলী (Leena Ganguly) এর আগেও তার একাধিক হিট সিরিয়ালে প্রমাণ করতে চেয়েছেন নায়ক-নায়িকারও মৃত্যু হতে পারে। খড়কুটো ছাড়াও তালিকায় রয়েছে আরও বেশ কয়েকটি ধারাবাহিক। দেখে নিন এক নজরে –

পুণ্যি পুকুর (Punyi Pukur) : লীনা গাঙ্গুলীর হিট সিরিয়ালগুলির মধ্যে অন্যতম ছিলে পুণ্যিপুকুর। ধারাবাহিকে মুখ্য চরিত্র ছিলেন অপরাজিতা আঢ্য, মনামী ঘোষ। শাশুড়ি এবং বৌমা হিসেবে এই দুই অভিনেত্রীর চরিত্র দুটি আজও জনপ্রিয় হয়ে রয়েছে দর্শকদের কাছে। এই ধারাবাহিকে গল্পের শেষের কনকের শাশুড়ি অর্থাৎ রাধারাণীর মৃত্যু দেখিয়েছিলেন লেখিকা। এই চরিত্রে অভিনয় করেছিলেন অপরাজিতা।

কোজাগরী (Kojagori) : বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ছিল কোজাগরী। জি বাংলার এই ধারাবাহিকের গল্পে একের পর এক নানা টুইস্ট ছিল। তবে ধারাবাহিকের একেবারে অন্তিম পর্যায়ে অপেক্ষা করেছিল সবথেকে বড় টুইস্ট। ধারাবাহিকের নায়িকা ফুলঝুরির মৃত্যু দিয়ে শেষ হয়েছিল ধারাবাহিকটি। এই চরিত্রে অভিনয় করেছিলেন অপরাজিতা ঘোষ দাস।

নকশি কাঁথা (Nokshi Kantha) : লীনা গাঙ্গুলীর লেখা এই ধারাবাহিকেরও শেষটা হয়েছিল ট্রাজেডি দিয়ে। ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন মানালি দে ও সুমন দে। গল্পের শেষ ভাগে এসে যশ অর্থাৎ নায়কের মৃত্যু দেখিয়েছিলেন লেখিকা।

শ্রীময়ী (Sreemoyee) : স্টার জলসার এই ধারাবাহিকও ট্রাজেডি দিয়েই শেষ হয়েছে। ধারাবাহিকের অন্যতম প্রধান চরিত্র রোহিত সেনের চরিত্রটি গল্পের শেষে মৃত্যুর মাধ্যমে শেষ করেছিলেন লেখিকা। লেখিকার এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি দর্শকরা। শ্রীময়ীর স্বামী রোহিত সেনের মৃত্যু দিয়েই শেষ হয়েছিল ধারাবাহিকের গল্প। এই চরিত্রে অভিনয় করেন টোটা রায়চৌধুরী।

 

খড়কুটো (Khorkuto) : এবার গুনগুনের মৃত্যুর পর বন্ধ হতে চলেছে খড়কুটো। ধারাবাহিকের প্রধান চালিকাশক্তি ছিল গুনগুন। ব্রেন টিউমারের অপারেশন করাতে গিয়ে তার মৃত্যু হয়। যদিও গুনগুনকে আবার ফিরিয়ে আনার জন্য গল্পে নতুন মোড় এনেছেন লেখিকা।

ধুলোকণা (Dhulokona) ‍: স্টার জলসাতে লীনা গাঙ্গুলীর এই সিরিয়াল এখনই বন্ধ হচ্ছে কিনা জানা নেই, তবে এই ধারাবাহিকের গল্পেও এবার ট্রাজেডি আসছে। পরিবার নিয়ে সমুদ্রে ঘুরতে গিয়ে ফুলঝুরির চোখের সামনেই সমুদ্রে ডুবে যায় লালন। যদিও দর্শকরা আশা করছেন এখনই ধারাবাহিকের গল্প শেষ হবে না। সমুদ্রে ডুবে গিয়েও আবার বেঁচে ফিরবে লালন।