৮ টি নতুন বাংলা সিনেমা রিলিজ করছে এই পুজোয়, রইলো সবার ট্রেলার

গতবছর বাঙালির পুজো কেটেছে বড়ই নিরসভাবে। না ছিল পুজোর মন্ডপে ঢুকে ঠাকুর দেখার সুযোগ, না ছিল সিনেমা হলে ঢুকে কাছের মানুষদের সঙ্গে বসে সিনেমা দেখার সুযোগ! এবার পুজোর মন্ডপে ঢুকে ঠাকুর দেখার সুযোগ না থাকলেও কিন্তু সিনেমা হলে দরজা খুলে যাচ্ছে উৎসবপ্রেমী বাঙালির জন্য। এবার উৎসবের দিনগুলি তাই কাটবে পছন্দের তারকাদের সঙ্গে। দেখুন টলিউডের (Tollywood) কোন কোন ছবি (Upcoming Movie) মুক্তি পাবে সামনের পুজোয়।

গোলন্দাজ (Golondaaj) : ভারতীয় ফুটবলের জনক বলা হয় নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীকে। তিনি ভারতের মাটিতে কিভাবে ফুটবলের জন্ম দিয়েছিলেন, কিভাবে ভারতের প্রথম ফুটবল টিম গড়ে তুলেছিলেন, সেই গল্প শোনাবে দেবের গোলন্দাজ। মুখ্য ভূমিকায় রয়েছেন দেব নিজেই। অন্যান্য চরিত্রে অভিনয় করছেন অনির্বাণ ভট্টাচার্য, জন ভট্টাচার্য, ইশা সাহাসহ আরও অনেকে। ১০ই অক্টোবার সিনেমাহলে মুক্তি পাবে ছবিটি।

 

হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী (Habuchandra Raja Gabuchandra Mantri) : এই ছবিটিও দেবের। তবে এই ছবির হাত ধরে প্রথমবার প্রযোজক হিসেবে কাজ শুরু করছেন দেব। অনিকেত চট্টোপাধ্যায়ের পরিচালনায় এই ছবিতে অভিনয় করছেন শাশ্বত চট্টোপাধ্যায়, অর্পিতা চট্টোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায়, শুভাশিস মুখোপাধ্যায়, বরুণ চন্দসহ অনেকেই। গত বছর পুজোর সময়ে এই ছবির মুক্তি পাওয়ার কথা ছিল। তবে করোনার জন্য ছবি মুক্তির ডেট পিছিয়ে অবশেষে আগামী ১০ই অক্টোবর টেলিভিশনের পর্দায় মুক্তি পাবে ছবিটি।

 

বাজি (Baazi) : জিৎ এবং মিমি চক্রবর্তী এই ছবির শুটিংয়ের জন্য বিদেশে গিয়েছিলেন। আচমকা লকডাউন চালু হয়ে যাওয়াতে সাততাড়াতাড়ি পাততাড়ি গুটিয়ে দেশে ফিরে আসতে হয় তাদের। তবে সামরিক ধাক্কা সামলে আবারো বিদেশে ফিরে শুটিং সেরেছিলেন তারা। সেই ছবি মুক্তি পেতে আরও একটা বছর সময় লেগে গেল। দেবের গোলন্দাজের সঙ্গে একই দিনে সিনেপর্দায় মুক্তি পাবে ছবিটি। অতএব দুই তারকার হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাচ্ছে টলিউড।

এফআইআর (F.I.R) : জয় মুখোপাধ্যায় পরিচালনায় টলিউড নতুন জুটি পেতে চলেছে। এই প্রথমবার সিনেপর্দায় অঙ্কুশ হাজরা এবং ঋতাভরী চক্রবর্তীকে জুটি বাঁধতে দেখা গেল এফআইআর ছবির হাত ধরে। ছবির প্রযোজনা করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়। গত শুক্রবার ছবির একটি পোস্টার অঙ্কুশ ইনস্টাগ্রামে পোস্ট করে জানিয়ে ছিলেন এবার পূজোতেই মুক্তি পাবে ছবিটি।

মহানন্দা (Mahananda) : চলতি বছরের এপ্রিল মাসেই ছবির শুটিং শুরু হয়েছিল। করোনার জন্য কিছুদিন শুটিং বন্ধ থাকলেও শুটিং শেষ হয়ে ছবিটি এখন মুক্তির অপেক্ষায় দিন গুনছেন। অরিন্দম শীল এর পরিচালনায় এই ছবিটি আসলে মহাশ্বেতা দেবীর আদলে মহানন্দার গল্প শোনাবে। নাম ভুমিকায় অভিনয় করছেন গার্গী রায়চৌধুরী। ছবি মুক্তি পাবে এবারের পূজোতে।

বনি (Boni) : সায়েন্স-ফিকশনের উপর ভিত্তি করে পরমব্রত চট্টোপাধ্যায়ের পরিচালনায় এবার পুজোতে আসছে নতুন ছবি বনি। ছবিতে অভিনয় করছেন পরমব্রত চট্টোপাধ্যায় এবং কোয়েল মল্লিক। এছাড়া কাঞ্চন মল্লিকও রয়েছেন ছবিতে। এবার পূজোতেই মুক্তি পেতে পারে বনি। যদিও প্রযোজনা সংস্থা এখনো চূড়ান্তভাবে কিছু জানায়নি।

একান্নবর্তী (Ekannoborti) : মৈনাক ভৌমিকের ‘একান্নবর্তী’ দুর্গাপুজো ছাড়িয়ে দীপাবলিতে মুক্তি পেতে পারে বলে জানা যাচ্ছে। বনেদি বাড়ির দুর্গা পুজো, একান্নবর্তী এক পরিবারের গল্প নিয়ে আসছে নতুন ছবি। ছবিতে অভিনয় করছেন অপরাজিতা আঢ্য, সৌরসেনী মৈত্ররা।

এক্স ইকুয়ালস টু প্রেম (Ex Equals To Prem) : পুজোর মরসুম কাটিয়ে কিছুটা দেরি করেই মুক্তি পাবে সৃজিত মুখোপাধ্যায়ের নতুন ছবি ‘এক্স ইকুয়ালস টু প্রেম’।