১লা জুন পশ্চিমবঙ্গ থেকে ছাড়বে ৩২টি ট্রেন, দেখুন সময়সূচী ও তালিকা

দীর্ঘ লকডাউনের পর আগামী ১লা জুন থেকে নতুন করে ২০০টি ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল। এই ট্রেনগুলি চলবে নিয়মিতভাবেই। ট্রেনের টিকিট বুক করা যাবে আইআরসিটিসির অফিশিয়াল ওয়েবসাইট এবং অ্যাপ থেকে। পাশাপাশি রিজার্ভেশন করা যাবে রেলের তরফ থেকে দেওয়া নির্দিষ্ট কয়েকটি স্টেশনের টিকিট কাউন্টার থেকেও। এমনকি এই ট্রেনগুলি চলবে তাদের নির্ধারিত পুরাতন সময়সূচি অনুযায়ী।

রেলের তরফ থেকে যে ২০০ টি ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই ট্রেনগুলির মধ্যে পশ্চিমবঙ্গ থেকে ছাড়বে ৩২টি ট্রেন। এই ট্রেনগুলি আলিপুরদুয়ার, নিউ জলপাইগুড়ি, হাওড়া, শিয়ালদা, কলকাতা ও শালিমার থেকে ছাড়বে।

list-of-prs-counter-over-eastern-railway

পশ্চিমবঙ্গ থেকে চলা ৩২ টি ট্রেনের তালিকা

১) ০২৩৭৭/৭৮ শিয়ালদহ নিউ আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেস।

২) ০২৩৫৭/৫৮ অমৃতসর-কলকাতা এক্সপ্রেস।

৩) ০২৭০৩/০৪ হাওড়া সেকেন্দরাবাদ ফলকনুমা এক্সপ্রেস।

৪) ০২৮১০/০৯ হাওড়া মুম্বই সিএসটি মেল (ভায়া নাগপুর)।

আরও পড়ুন :- করোনার জেরে বাতিল ট্রেনের টিকিট রিফান্ড নেওয়ার পদ্ধতি

৫) ০২৮৩৩/৩৪ অমদাবাদ হাওড়া এক্সপ্রেস।

৬) ০২৩০৭/০৮ হাওড়া জোধপুর/বিকানের এক্সপ্রেস

৭) ০২৩৮১/৮২ পূর্বা এক্সপ্রেস (ভায়া কর্ড)।

৮) ০২৩০৩/০৪ পূর্বা এক্সপ্রেস (ভায়া মেন)।

আরও পড়ুন :- লকডাউনে পশ্চিমবঙ্গের এইসব স্টেশনে কাটা যাবে রিজার্ভেশন টিকিট

৯) ০২২৪৫/১২২৪৬ হাওড়া যশোবন্তপুর দুরন্ত এক্সপ্রেস।

১০) ০২২০১/২২২০২ শিয়ালদহ পুরী দুরন্ত এক্সপ্রেস।

১১) ০২২১৩/২২২১৪ শালিমার পটনা দুরন্ত এক্সপ্রেস।

১২) ০২০৭৩/৭৪ হাওড়া ভুবনেশ্বর জনশতাব্দী এক্সপ্রেস।

আরও পড়ুন :- ১ লা জুন থেকে চলা ২০০টি প্যাসেঞ্জার ট্রেনের তালিকা

১৩) ০২০২৩/২৪ হাওড়া পটনা জনশতাব্দী এক্সপ্রেস।

১৪) ০২০২১/২২ হাওড়া বরবিল জনশতাব্দী এক্সপ্রেস।

১৫) ০৫৪৮৪/৮৩ দিল্লী আলিপুরদুয়ার মহানন্দা এক্সপ্রেস।

১৬) ০২৪০৭/০৮ অমৃতসর নিউ জলপাইগুড়ি কারামভূমি এক্সপ্রেস।

 

এই ট্রেনগুলিতে স্বাস্থ্যবিধি মেনে যে কেউ টিকিট বুক করে ভ্রমণ করতে পারবেন। এছাড়াও রেলের পূর্বঘোষণা মত চলবে শ্রমিক স্পেশাল ট্রেন এবং আগের ১৫ জোড়া বিশেষ ট্রেন।