মা কালীর হাতে সিগারেট, হিন্দুদের ধর্মানুভূতিতে আঘাত, ফের দেশজুড়ে উঠছে বলিউড বয়কটের ডাক

বলিউডের (Bollywood) ভাগ্যটা ইদানিং সত্যিই খুব খারাপ যাচ্ছে। কারণে-অকারণে সোশ্যাল মিডিয়াতে চূড়ান্ত অপদস্ত হতে হচ্ছে বলিউড তারকাদের। তার উপর আবার কখনও কখনও ধর্মীয় ভাবাবেগে আঘাত দিয়ে ফেলেও নেটিজেনদের বিতৃষ্ণার সম্মুখীন হতে হচ্ছে। এবার ছবিতে হিন্দু দেবী মা কালীকে অপমান করার দায়ে আবারও ঝড় উঠলো সোশ্যাল মিডিয়াতে।

সম্প্রতি কানাডাবাসী পরিচালক লীনা মণিমেকেলাই (Leena Manimekalai) তার আগামী ছবি ‘কালী’র (Kaali) পোস্টার শেয়ার করেছিলেন। এই ছবি ঘিরেই দেখা দিয়েছে বিতর্ক। কারণ ছবিতে মা কালীর পোশাকে এক বহুরূপী অভিনেত্রীকে দেখা যাচ্ছে। নেটিজেনদের আপত্তি ওই অভিনেত্রীর মুখে ধরে থাকা সিগারেট নিয়ে।

KAALI

পোস্টারে দেখা যাচ্ছে মা কালী মনের সুখে সিগারেটে টান দিচ্ছেন! তার হাতে ধরা রয়েছে LGBTQ সম্প্রদায়ের একটি পতাকা। এই ছবি সোশ্যাল মিডিয়াতে ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। ছবি দেখে দারুণ রেগে গিয়েছেন ভারতীয়রা। পরিচালিকার বিরুদ্ধে রীতিমতো ক্ষোভে ফুঁসছেন তারা।

একজন পরিচালকের এত সাহস হয় কি করে যে তিনি হিন্দু দেবীকে এইভাবে অপমান করেন? সোশ্যাল মিডিয়াতে উঠছে এই প্রশ্ন। তাকে গ্রেফতারের দাবীতে টুইটারে ট্রেন্ড উঠেছে। ভাইরাল হচ্ছে ‘অ্যারেস্ট লীনা মণিমেকালাই’ ট্রেন্ড।

 

যদিও এই বিতর্ক নিয়ে বিন্দুমাত্র বিচলিত নন পরিচালিকা। তিনি জানিয়েছেন তাকে অ্যারেস্ট নয় বরং ‘লাভ ইউ লীনা মণিমেকালাই’ ট্রেন্ড হওয়া উচিত। তিনি জানিয়েছেন একটি সন্ধ্যার ঘটনাকে নিয়ে তৈরি হয়েছে গোটা ছবিটি। যখন টরেন্টোর রাস্তায় মা কালী আবির্ভূতা হন।

https://twitter.com/LeenaManimekali/status/1543200394477805568?s=20&t=pto0dj11tp4JwBnEORlVeg

পরিচালিকার সাফ দাবি, ‘‘আমার হারানোর কিছুই নেই। আমি চাই এমন একটা কণ্ঠস্বরের সাথে বেঁচে থাকতে যেটা কোনও ভয়ের বিপরীতে চারকথা বলতে পারে। যদি এর জন্য আমায় জীবন দিতে হয় তাও দিয়ে দেব।”