ফের শ্রীময়ী (Sreemoyee) ধারাবাহিক নিয়ে নেটমাধ্যমে শোরগোল তুললেন নেটিজেনরা! আরও একবার কাঠগড়ায় দাঁড় করানো হলো লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়কে (Leena Gangopadhyay)। অভিযোগ, অহেতুক ধারাবাহিকের গল্প বাড়াতে যা খুশি তাই লিখছেন লেখিকা! শ্রীময়ী ধারাবাহিকের গল্প বাস্তবের ধারেকাছেও নেই। হঠাৎ কেন এমন অভিযোগ তুলছেন তারা?
অভিযোগের কারণ ধারাবাহিকের গল্পের গতিপথ। বর্তমানে রোহিত সেনকে গল্প থেকে সরিয়ে দেওয়া হয়েছে। গল্প এগোচ্ছে রোহিত সেনের অপহরণকে কেন্দ্র করে। এদিকে রোহিত সেন অপহৃত হয়েছে জেনেও যা করা উচিত তা করছে না শ্রীময়ী। পুলিশের বদলে সে নিজেই গোয়েন্দাগিরি চালাচ্ছে। প্রাইভেট ডিটেকটিভের কাছে পৌঁছে গিয়েছে সাহায্য নিতে। আর এভাবেই কেটে যাচ্ছে একের পর এক পর্ব!
একজন মানুষ, যিনি ক্যান্সারে আক্রান্ত, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বেশ কয়েকদিন ধরেই রোহিত সেন নিখোঁজ। অথচ তার সব থেকে কাছের মানুষ শ্রীময়ী শুধু কান্নাকাটি করা রোহিত সেনের ছবির দিকে তাকিয়ে থাকা ছাড়া আর কিছুই করছে না কেন? প্রশ্ন তুলছেন নেটিজেনরা। এই আজগুবি গল্প দর্শক আর দেখতে চাইছেন না। তারা চাইছেন হয় এর নিষ্পত্তি হোক, নতুবা যা কিছু স্বাভাবিক তাই দেখানো হোক। দিনের পর দিন আজগুবি গল্প কার্যত ধারাবাহিকের টিআরপি তলানীতে নিয়ে গিয়েছে।
অযথা গল্প টেনে না নিয়ে গিয়ে রোহিত সেনকে খুঁজে পাওয়ার উপায় বাতলে দিচ্ছেন দর্শকরাই। রোহিত সেনের ছবির দিকে বসে দিন না কাটিয়ে বরং পুলিশে খবর দেওয়া হোক। তাহলে তারাই রোহিত সেনের মোবাইল নাম্বার ট্র্যাক করে তাকে ফিরিয়ে আনবে। তাদের সব রাগ গিয়ে পড়ছে লেখিকা তথা চিত্রনাট্যকার লীনা গঙ্গোপাধ্যায়ের উপর।
লীনা গঙ্গোপাধ্যায়র লেখার ধরণ, মান নিয়ে সোশ্যাল মিডিয়ায় কিছু কম সমালোচনা হয় না। এখন তাকে এবং তার ধারাবাহিক ঘিরে সোশ্যাল মিডিয়ায় চোখে পড়ে সমালোচনা, ট্রোল, মিম। সম্প্রতি ‘হুগলি মিমস’ নামের ফেসবুক পেজে লীনার একটি ছবি তুলে ধরে ছবির উপর লেখা হয়েছে, “ওভাবে হাঁ করে কি দেখছিস? আমিই সেই অস্কার জয়ী লেখিকা, যে সস্তার গাঁজা খেয়ে গল্প লিখি, একটা হিরোর দুটো বউ, একটা বউয়ের চারটে বর, একটা বুড়ির পাঁচটা প্রেমিক, এই সবই আমার লেখা।“
দর্শকদের একাংশের মতে, শ্রীময়ী ধারাবাহিক দেখা মানে শুধুই সময় নষ্ট। আবার দর্শকের একাংশের ধারণা, এবার শ্রীময়ী ক্রমে গোয়েন্দা গিন্নি হয়ে উঠবে। পুলিশে খবর না দিয়ে সে নিজেই রোহিত সেনকে খুঁজে বার করবে। এত বড় একটা বিপদেও শান্ত মাথায় বাড়িতে বসে সময় নষ্ট করতে দেখে শ্রীময়ীর সমালোচনা করছেন দর্শকরা। রোহিত সেনের জন্যই শ্রীময়ী নতুন জীবন পেয়েছে। এমন উদাসীনতা তাই শ্রীময়ীকে মানায় না। দাবি দর্শকের।