৮টি ছবিতে অভিনয় করেছিলেন লতা মঙ্গেশকর, এই কারণেই ছেড়েছিলেন অভিনয়

প্রয়াত সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর (Lata Mangeshkar)। ১৩ বছর বয়স থেকে শুরু করে ৯২ বছর বয়স পর্যন্ত সংগীতের সঙ্গে তার সংযোগ অটুট। অনবদ্য কন্ঠস্বরের জন্য পেয়েছেন ‘ভারতের নাইটিঙ্গেল’ উপাধি। তবে জানেন কি গায়িকা না হলে আজ অনেক বড় নায়িকা হিসেবেও হয়ত দেখা যেত লতা মঙ্গেশকরকে? কারণ তার কেরিয়ারের শুরুটা হয়েছিল একজন নায়িকা (Actress) হিসেবেই। ১৩ বছর আগে গায়িকা (Singer) হিসেবে তিনি নতুন পথ খুঁজে নেন। তবে তার অনেক আগেই বাবার হাত ধরে অভিনয় জগতে এসেছিলেন লতা।

লতার বাবা দিননাথ মঙ্গেশকর নাট্যজগতের সঙ্গে যুক্ত ছিলেন। তিনিই মেয়েকে প্রথম অভিনয় জগতে নিয়ে আসেন।  খুব ছোট বয়সে বাবার ‘ভাব বন্ধন’ নাটকে ‘লতিকা’ চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। এই নাট্যমঞ্চ থেকেই সকলের প্রিয় ‘লতা’ হয়ে উঠেছিলেন তিনি। লতার বয়স যখন মাত্র ৫, তখন তিনি বাবার সঙ্গে একটি মারাঠি নাটক ‘সংগীত নাটক’ এ অভিনয় করেন। অনেকেই হয়ত জানেন না ‘সত্যম শিবম সুন্দরম’ ছবিতে অভিনয়ের জন্য রাজ কাপুর প্রথমে লতাকে ডেকেছিলেন। তবে তিনি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন।

Lata Mangeshkar's Little-Known Acting Career and Her Views on it

অভিনয়ের প্রতি তেমন কোনও আগ্রহ ছিল না লতার। ১৩ বছর বয়সে যখন আচমকা তার বাবার মৃত্যু হয় তখন বাধ্য হয়েই বেশ কিছু মারাঠি এবং হিন্দি ছবিতে কাজ করেছিলেন। ১৯৪২ সালে মারাঠিতে ‘পাহিলি মাঙ্গলা গৌর’ ছবিতে নায়িকার ছোট বোনের ভূমিকায় অভিনয় করেছিলেন। এরপর ধারাবাহিকভাবে তিনি বেশ কিছু ছবিতে অভিনয় করতে থাকেন। ১৯৪৩ সালে ‘মাঝে বল’, ‘চিমকুলা সংসার’, ১৯৪৪ সালে ‘গজভাউ’, ১৯৪৫ সালে মাস্টার বিনায়কের পরিচালনায় ‘বাদি মা’, ১৯৪৬ সালে ‘জীবনযাত্রা’, ১৯৪৮ সালে ‘মান’, ১৯৫২ সালে ‘ছত্রপতি শিবাজী’ ছবিতে অভিনয় করেন লতা।

তবে অভিনয়ে তেমন থিতু হতে পারছিলেন না তিনি। তাই তিনি গানের উপরেই মনোনিবেশ করেন। গান গেয়ে তিনি প্রথম ২৫ টাকা উপার্জন করতে পেরেছিলেন। তারপর বলিউডে তার জয়যাত্রা শুরু হয়। তিনি তার জীবনে ৩৬ টি আঞ্চলিক ভাষাতে এক হাজারেরও বেশি হিন্দি ছবিতে গান গেয়ে রেকর্ড করে ফেলেন। আঞ্চলিক এবং বিদেশী ভাষা মিলিয়ে এমন রেকর্ড একমাত্র তিনিই করতে পেরেছেন।

Lata Mangeshkar's Little-Known Acting Career and Her Views on it

আরও পড়ুন :- লতার গলা এক বিস্ময়! কীভাবে ৯২ বছরেও সুরেলা ছিলেন তিনি, বিজ্ঞান কি বলছে

মৃত্যুর আগে পর্যন্ত ১০০ কোটি টাকার সম্পত্তি ছিল তার। তার মাসিক উপার্জন ছিল ৪০ লক্ষ টাকা। তিনি আজীবন যে গান গেয়ে এসেছিলেন সেখান থেকে গানের রয়েলিটি বাবদ বার্ষিক ৬ কোটি টাকা উপার্জন ছিল তার। সাধারণ এক পরিবারের মেয়ে, যিনি নায়িকা হতে গিয়েও অভিনয় জগতের হাতছানি এড়িয়ে হয়ে উঠেছিলেন স্বনামধন্য গায়িকা, তিনি লতা মঙ্গেশকর।

আরও পড়ুন :- এই একটি কারণেই কিশোর কুমারের সঙ্গে গান গাওয়া বন্ধ করেছিলেন লতা মঙ্গেশকর