বাবার থেকেও সুন্দর মেয়ের গলা, কুমার শানুর মেয়ের গান শুনে মুগ্ধ নেটিজেনরা

সেই ৮০-৯০ এর দশক থেকে শুরু করে এ পর্যন্ত, টলিউড তথা বলিউডকে নিজের সুরেলা কন্ঠে মোহিত করে রেখেছেন কুমার শানু (Kumar Shanu)। তার মত গায়ক বড় একটা সুলভ নয়। কিশোর কুমারের পর কুমার শানুর প্রতি আলাদাই একটা দুর্বলতা রয়েছে সংগীত অনুরাগীদের। এবার কুমার শানুর পাশাপাশি তার মেয়েও সংগীতের দুনিয়াতে পা রাখলেন।

বাবার থেকে সংগীতের প্রতিভা নিয়েই জন্মেছেন কুমার শানুর কন্যা শ্যানন কে (Shannon K)। ছোট থেকেই সংগীতের প্রতি তার অনুরাগ গড়ে উঠেছে। এতদিন তিনি ছিলেন বিদেশে। এবার দেশে ফিরে নতুন উদ্যমে কেরিয়ার শুরু করেছেন শ্যানন। শ্যানন বিদেশের একজন জনপ্রিয় সংগীত শিল্পী। এবার দেশের মাটিতেও তিনি তার প্রতিভার পরিচয় রাখলেন। তাও আবার বাবার গাওয়া গানের সূত্র ধরেই।

কুমার শানুর গাওয়া ‘পেহেলা পেহেলা পেয়ার’ গানটি সেই ৯০ এর দশক থেকেই জনপ্রিয়। সেই গানেরই নতুন সংস্করণ নিয়ে হাজির কুমার শানুর কন্যা। কুমার শানু তার মেয়ের এই নতুন প্রজেক্টে দারুণ খুশি। মেয়ে তার গান গেয়ে দেশের মাটিতে কেরিয়ার গড়ছে, তা প্রশংসাও পাচ্ছে শ্রোতাদের গর্বে তার বুক ভরে উঠছে।

এই প্রসঙ্গে সংবাদমাধ্যমের কাছে বলতে গিয়ে তিনি বলেছেন, “যখন শ্যানন আমাকে আমার পুরনো গানের রিমিক্স করার অনুমতির জন্য ফোন করেছিল তখন আমি ধারণাটি নিয়ে কিছুটা শঙ্কিত ছিলাম কারণ আমি জানতাম এই গানটি থেকে শ্রোতাদের অনেক প্রত্যাশা থাকবে।” মেয়ের প্রশংসা করে তিনি বলেন শ্যানন অত্যন্ত প্রতিভাবান শিল্পী। তিনি চেয়েছিলেন এই গানটির জন্য মেয়ে যেন তার স্টাইলই অনুসরণ করে।

গত ৫ ই আগস্ট সোনি মিউজিকের ডিজিটাল প্লাটফর্মে শ্যাননের গাওয়া প্রথম এই হিন্দি গানটি মুক্তি পেয়েছে। অ্যানাবেল গানের এই ট্র্যাকের পরিচালনা করেছেন। সংগীত পরিচালক অ্যানাবেল এল এ ফিল্ম স্কুল থেকে পরিচালনায় স্নাতক হয়েছেন। লস এঞ্জেলসে এই গানের ভিডিওটির শুটিং হয়েছে। শ্যাননের কন্ঠের পাশাপাশি গানের দৃশ্যগুলিও শ্রোতাকে অবশ্যই আকর্ষণ করবে।

এই গান সম্পর্কে গায়িকার দাবী, “এই গানটি আমার হৃদয়ের খুব কাছের কারণ এই প্রথম আমি আমার বাবার গানের রিমেক করার চেষ্টা করেছি, তাই আমাকে নিশ্চিত করতে হয়েছিল যে আমি তার গানের প্রতি সুবিচার করেছি। এটি সবচেয়ে বিশেষ গান হতে হবে কারণ বাবা আমাকে সর্বত্র গাইড করেছিলেন।” তিনি এই গানের মাধ্যমে বাবাকে শ্রদ্ধাঞ্জলি দিতে চেয়েছিলেন।