সেক্স চেঞ্জ করে করণ জোহরকে বিয়ে করতে চেয়েছিলেন! বলিউড তারকার কীর্তি ফাঁস হতেই চমকে যাচ্ছেন ভক্তরা

বলিউডের (Bollywood) সঙ্গে কে আর কে (KRK) ওরফে কামাল আর খানের (Kamaal R Khan) সম্পর্কটা আদায় কাঁচকলায় তা এতদিনে জেনে গিয়েছেন সকলে। বলিউডের এমন কোনও তারকা নেই যাকে রোস্ট করে ধুয়ে দেননি বলিউডের এই স্বঘোষিত সমালোচক। শাহরুখ খান, সালমান খান থেকে শুরু করে আমির খান, দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনা কাইফ, করণ জোহর (Karan Johar), কামাল আর খানের নিশানা থেকে বাদ পড়েন না কেউই।

নেপোটিজম বিতর্কে প্রতিনিয়ত করণ জোহরকে নিশানা করেন কেআরকে। করণের প্রতি তার মনোভাব দেখলে মনে হয় যেন তার জীবনের সবথেকে বড় শত্রুই হলেন বলিউডের এই বিতর্কিত প্রযোজক। অথচ এই কেআরকেই নাকি একসময় নিজের লিঙ্গ পরিবর্তন করে করণ জোহারকে বিয়ে করতে চেয়েছিলেন! সম্প্রতি তার একটি পুরনো টুইটকে হাতিয়ার করে তাকেই বিঁধছেন নেটিজেনরা।

সম্প্রতি একটি নামী সংবাদমাধ্যমে উঠে এসেছে এই সত্যিটা। ২০১২ সালে কামাল আর খান একটি মন্তব্য করেছিলেন টুইটারে। সেখানে তিনি লিখেছিলেন যদি নরেন্দ্র মোদি দেশের প্রধানমন্ত্রী হন তাহলে তিনি নিজের লিঙ্গ পরিবর্তন করবেন এবং করণ জোহরকে বিয়ে করবেন। তিনি এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলেন। আজ এত বছর বাদে এসে তার সেই পুরনো টুইট ভাইরাল হল আবার।

২০১২ সালের ডিসেম্বর মাস নাগাদ কামাল আর খান মন্তব্য করলেন, “আমি চ্যালেঞ্জ নিলাম যদি মোদীজি ভারতের প্রধানমন্ত্রী হন তাহলে আমি নিজের লিঙ্গ পরিবর্তন করে করণ জোহরকে বিয়ে করব।” ২০১৪ সালে লোকসভা নির্বাচনে সত্যি সত্যিই নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হলে অবশ্য কামাল আর খান তার পুরনো চ্যালেঞ্জের কথা অস্বীকার করে যান।

উল্টে তিনি দাবি করেন, তিনি কখনও লিঙ্গ পরিবর্তন করে করণ জোহারকে বিয়ে করার কথা বলেননি। একটি ফেক অ্যাকাউন্ট থেকে তার নামে এই টুইট করা হয়েছিল। তিনি টুইট করেছিলেন যে নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হলে তিনি ভারত ছেড়ে চলে যাবেন। এরপর কেআরকে আরেকটি টুইট করে জানিয়েছিলেন, “মোদীজি জিতে গিয়েছেন এবং আমি কথামত ভারত ছাড়ছি। চিরকালের মত বিদায় ভারত। আমি নিজের দেশ এবং এখানকার মিষ্টি মানুষদের মিস করব।”

কামাল আর খানের এই পুরনো টুইট আবার চোখে পড়তেই সোশ্যাল মিডিয়াতে শুরু হয়ে গিয়েছে চরম সমালোচনা। বলিউডের তাবড় তাবড় তারকাদের প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়াতে কটাক্ষ করেই চলেছেন কেআরকে। বিশেষত করণ জোহর তো হামেশাই তার নিশানায় থাকেন। প্রধানমন্ত্রীকে জড়িয়ে করণ জোহরের এই পুরনো মন্তব্যের কারণে তাকেই ধুয়ে দিচ্ছেন নেটিজেনরা।