বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন কৃতি সানন, পাত্র এই দক্ষিণী সুপারস্টার

সিদ্ধার্থ-কিয়ারার বিয়ের পর এবার ফের একবার বলিউডে (Bollywood) বিয়ের সানাই বাজতে চলেছে। সম্প্রতি রাজস্থানের জয়সালমেরে মহা ধুমধাম করে বিয়ে করেছেন সিদ্ধার্থ এবং কিয়ারা। তাদের বিয়ে নিয়ে চর্চা এখন তুঙ্গে। তবে এই সেলিব্রিটি জুটির বিয়ের রেশ কাটতে না কাটতেই সুখবর শোনালেন কৃতি স্যানন (Kriti Sanon)। শীঘ্রই নাকি সাত পাকে ঘুরতে চলেছেন তিনিও।

বর্তমানে কৃতির প্রেম জীবন নিয়ে চূড়ান্ত জল্পনা চলছে। কৃতি স্যাননের সঙ্গে নাকি দক্ষিণের এক সুপারস্টারের সম্পর্ক তৈরি হয়েছে। ওই সুপারস্টারের সঙ্গে নাকি কৃতি একটি ছবিতে কাজও করে ফেলেছেন এরইমধ্যে। কে এই সুপারস্টার জানেন? তাকে এখন গোটা বিশ্ব চেনে বাহুবলি নামে। হ্যাঁ, এস এস রাজামৌলির বাহুবলী খ্যাত অভিনেতা প্রভাসের (Prabhas) সঙ্গে শীঘ্রই বিয়ের বন্ধনে আবদ্ধ হবেন কৃতি।

kriti sanon

কৃতি এবং প্রভাসের সম্পর্ক নিয়ে বিগত পেশ কয়েক দিন ধরেই তুমুল জল্পনা শোনা যাচ্ছে। তবে এই দুই অভিনেতা তাদের সম্পর্কের খবর লুকিয়ে রাখছিলেন এতদিন। তবে আর লুকোচুরি নয়। এবার বিয়ের পথেই এগোতে চান তারা। খুব শীঘ্রই আংটি বদল করার প্রস্তুতি নিতে চলেছেন প্রভাস ও কৃতি। এই অনুষ্ঠানের মাধ্যমে শুরু হবে তাদের বিয়ের প্রস্তুতি।

বাগদানের জন্য মলদ্বীপকে বেছে নিয়েছেন এই তারকা জুটি। কৃতির অন্যতম পছন্দের জায়গা এটি। এখানেই তারা বাগদান অনুষ্ঠানটি সম্পন্ন করতে চলেছেন। কৃতি এবং প্রভাস ‘আদিপুরুষ’ ছবিতে একসঙ্গে কাজ করেন। ছবিটি এখন মুক্তির দোরগোড়ায় রয়েছে। ছবির সেটেই শুরু হয়েছিল তাদের প্রেমের জার্নি।

PRABHAS AND KRITI SANON

ছবিতে কাজ করার সময় একসঙ্গে অনেকটা সময় তারা কাটাতে পেরেছিলেন। তখন থেকেই তাদের প্রেম নিয়ে চর্চা শুরু হয়। ছবির টিজার মুক্তির দিন দুজনের রসায়ন চোখ টেনেছিল। একে অপরের সঙ্গে যেমন কথা বলছিলেন তারা, মুখে সব সময় ছিল হাসি। দুজনেই একে অপরের সান্নিধ্য যে বেশ উপভোগ করছেন তা স্পষ্ট হয়ে গিয়েছিল সেদিন।

PRABHAS AND KRITI SANON 1

তবে সম্পর্কের ব্যাপারে কিন্তু মুখে কুলুপ এঁটে রয়েছেন কৃতি ও প্রভাস দুজনেই। করণ জোহারের রিয়েলিটি শোতে অবশ্য তাদের সম্পর্কের খবরটা প্রায় ফাঁস করে দিতে বসেছিলেন বরুণ ধাওয়ান। তিনি বলেন কৃতির নাম এখন অন্য কারও মনে আছে, যিনি এখন মুম্বাইতে নেই দীপিকার সঙ্গে শুটিংয়ে ব্যস্ত আছেন। বরুণের কথাতেই দুইয়ে দুইয়ে চার মিলিয়ে নেন ভক্তরা।