Krishna Janmashtami 2023 Date And Time : কৃষ্ণ জন্মাষ্টমী (Jonmastomi) -কে হিন্দু ধর্মে একটি খুব বড় এবং গুরুত্বপূর্ণ উৎসব হিসেবে মনে করা হয়। দেশজুড়ে মহা সমারোহে পালিত হয় এই উৎসব। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে দুষ্টের দমন শিষ্টের পালন এবং ধর্ম রক্ষার লক্ষ্যে মহাবতার ‘ভগবান’ রূপে জন্মগ্রহণ করেছিলেন শ্রীকৃষ্ণ (Lord Krishna)। কিন্তু এই বছর কৃষ্ণ জন্মাষ্টমীর তারিখ নিয়ে বিভ্রান্তি রয়েছে। আসুন জেনে নেওয়া যাক কৃষ্ণ জন্মাষ্টমীর সঠিক তারিখ এবং শুভ সময়।
ভাগবত অনুযায়ী মামা কংসের অত্যাচার থেকে মথুরাবাসীকে বাঁচাতে আদ্যাশক্তির আশির্বাদে এই তিথিতেই আবির্ভূত হয়েছিলেন শ্রীকৃষ্ণ। সেই উপলক্ষ্যে এদিনই গোটা দেশে পালিত হয় জন্মাষ্টমী। কৃষ্ণকে শ্রী হরি বিষ্ণুর সবচেয়ে অপরূপ অবতার বলে মনে করা হয়। এমনটা বিশ্বাস করা হয় যে , জন্মাষ্টমীতে কৃষ্ণের পুজো করলে অকাল মৃত্যুর ভয় থাকে না এবং পরকালে স্বর্গে স্থান হয়। শ্রীকৃষ্ণের আরাধনায় জগতের সকল সুখ লাভ হয়।
কিন্তু এবছর জন্মাষ্টমী তিথির বিস্তার ২ দিন ধরে। তাই ভক্তদের মনে সংশয় কবে তারা রাখবেন জন্মাষ্টমীর উপোস। ভাদ্র মাসের কৃষ্ণ জন্মাষ্টমী তিথি শুরু হচ্ছে ৬ সেপ্টেম্বর (6 September 2023 ) বিকাল ৩টে ৩৭ মিনিটে। অষ্টমী তিথি শেষ হবে ৭ সেপ্টেম্বর ( 7 September 2023 ) বিকেল ৪.১৪য়।
পুরাণ অনুসারে, ভগবান শ্রীকৃষ্ণ রোহিণী নক্ষত্রে মধ্যরাতে ১২টায় জন্মগ্রহণ করেছিলেন। এই বিশ্বাস অনুসারে, ৬ সেপ্টেম্বরেই জন্মাষ্টমী পুজো ও উপোস করা উচিত। এদিনই সেরা সময়। শুধু তাই নয়, রোহিনী নক্ষত্রের পাশাপাশি এদিন অলৌকিক কাকতালীয় হতে চলেছে। বিরল যোগের কারণে এবারের জন্মাষ্টমী অত্যন্ত শুভ হতে চলেছে।
জানা গিয়েছে, বৈষ্ণব ধর্ম যারা বিশ্বাস করেন, তারা ৭ সেপ্টেম্বর কৃষ্ণের পুজো করে থাকবেন। যেহেতু জন্মাষ্টমীর পুজো রাতে হয়, তাই ৬ সেপ্টেম্বর তারিখটিই অনেকে বেছে নিচ্ছেন কৃষ্ণ জন্মাষ্টমী পালনের জন্য। জন্মাষ্টমী পুজোর শুভ ক্ষণের কথা যদি বলেন, তবে তা মাঝরাত ১২টা ২ মিনিটে শুরু হবে। চলবে ১২টা ৪৮ মিনিট পর্যন্ত।
আরও পড়ুন : জন্মাষ্টমী স্পেশ্যাল তালের ৫টি রেসিপি গোপালের বড়ই প্রিয়, পাতে দিতে ভুলবেন না যেন
এ দিনে শ্রী কৃষ্ণকে দুধ ও গঙ্গাজল দিয়ে স্নান করিয়ে নতুন রঙবেরঙের পোশাক পরানো হয়ে থাকে। তারপর মুকুট, চন্দন, তুলসি, ময়ূরের পালক, বাঁশি ইত্যাদি দিয়ে সাজানো হয়। এরপর ফল, ফুল, মাখন, দই, চিনি, মিষ্টি, শুকনো ফল ইত্যাদি নিবেদন করা উচিত। শেষে, শ্রী কৃষ্ণের শৈশব রূপের মূর্তিকে আরতি করে ও নাম জপ করে সকলের মধ্যে প্রসাদ বিতরণ করে দিন।
আরও পড়ুন : বিশ্বের সবচেয়ে উঁচু শিব মন্দির! একটি বিশেষ কারণে এখানে পূজো বন্ধ থাকে ৬ মাস