টলিউড দেয়নি যোগ্য সম্মান, প্রতিভা থাকা সত্তেও আজ অবহেলিত কনীনিকা

বাংলা টেলিভিশনের (Bengali Telivision) জনপ্রিয় অভিনেত্রী কনীনিকা ব্যানার্জি (Koneenica Banerjee)। বর্তমানে স্টার জলসার (Star Jalsha) ‘আয় তবে সহচরী’ (Aay Tobe Sohochori) ধারাবাহিকে অভিনয় করতে দেখা যাচ্ছে তাকে। অভিনয় জগতে তার কেরিয়ার শুরু হয়েছিল আজ থেকে প্রায় ২২ বছর আগে। এই সময়কালে তিনি কেবল হাতেগোনা কিছু ছবি এবং ধারাবাহিকে অভিনয় করেছেন। কিন্তু খুব কম সংখ্যক প্রজেক্টে কাজ করলেও তার অভিনয় দর্শকদের মনে গেঁথে রয়েছে।

আজ থেকে প্রায় ২২ বছর আগে পরিচালক রবি ওঝার হাত ধরে বাংলা টেলিভিশনের পর্দায় আত্মপ্রকাশ করেছিলেন তিনি। ছোটবেলা থেকেই তিনি চাইতেন অভিনেত্রী হতে। মাধুরীর মত অভিনেত্রী হওয়া ছিল তার স্বপ্ন। তবে তার মা চাইতেন মেয়ে ডাক্তার হোক বড় হয়ে। কিন্তু স্বপ্ন পূরণের টানে টলিউডে অডিশন দিতে চলে গিয়েছিলেন কনীনিকা। ব্যাকআপ ডান্সার হিসেবে অডিশন দিতে এসেছিলেন তিনি। সেই সময় রবি ওঝার নজর পড়ে তার দিকে।

Koneenica Banerjee

পরিচালকের নজরে পড়ে তিনি হয়ে ওঠেন ‘এক আকাশের নিচে’র পাখি। ডেবিউ সিরিয়ালে দুর্দান্ত অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছিলেন কনীনিকা। এরপর তাকে ফিরে তাকাতে হয়নি। বিপুল জনপ্রিয়তা পেয়েছিলেন ধারাবাহিক থেকে। রবি ওঝাই তাকে ছবিতে অভিনয় করার সুযোগ পাইয়ে দেন। পুনর্জন্মের কাহিনী অবলম্বনে ছবি ‘আবার আসবো ফিরে’তে গৌরী এবং নার্স পৃথার দ্বৈত ভূমিকায় অভিনয় করে দারুণ প্রশংসাও পেয়েছিলেন অভিনেত্রী।

প্রথম ছবিতে অসাধারণ অভিনয় করার জন্য সেই বছর আনন্দলোক পুরস্কার জিতে নিয়েছিলেন কনীনিকা। কিন্তু এরপর তাকে আর টলিউডের ছবিতে অভিনয় করতে দেখা যায়নি। বহু বছর পর্যন্ত তার জন্য প্রতীক্ষা করেছিলেন ভক্তরা। অবশেষে লীনা গাঙ্গুলীর ‘অন্দরমহল’ ধারাবাহিকে অভিনয় করে তিনি আবার নিজের অভিনয় জীবনের নতুন ইনিংস শুরু করেন। তার অভিনীত ‘পরমেশ্বরী’ চরিত্রটি হয়ে উঠেছিল দর্শকদের কাছে খুব কাছের চরিত্র।

মাঝে আবার বেশ কিছুদিনের জন্য অভিনয় থেকে ব্রেক নিয়ে নেন কনীনিকা। মেয়ে কিয়ার জন্মের পর সংসার এবং সন্তান সামলে আবারও অভিনয়ে ফিরেছেন তিনি। এই মুহূর্তে স্টার জলসার ‘আয় তবে সহচরী’ ধারাবাহিকে তার অভিনয় দেখে আবারও মুগ্ধ হচ্ছেন দর্শকরা। কিন্তু এত দক্ষতা এবং প্রতিভা থাকা সত্ত্বেও টলিউড কোনও এক অজ্ঞাত কারণে তাকে যেন ব্রাত্যই করে রেখেছে। প্রতিভা থাকা সত্ত্বেও এই ইন্ডাস্ট্রি তাকে দেয়নি তার প্রাপ্য সম্মান।