লক্ষ্মীপূজার দিনে ভুলেও করবেন না এই কাজগুলো, নয়তো হবে সর্বনাশ

Kojagari Lakshmipuja 2023 Dos And Donts : অলক্ষ্মী ডেকে আনবে সর্বনাশ! লক্ষ্মী পূজার দিনে ভুলেও করবেন না যে কাজগুলো

Kojagari Lakshmipuja 2023 Puja Bidhi : উমা ফিরে গিয়েছেন কৈলাসে, এবার মা লক্ষ্মী (Maa Lakshmi) -র আগমনের পালা। এবছর ২৭ শে অক্টোবর ঘরে ঘরে চলবে কোজাগরী লক্ষ্মীপুজো (Kojagari Lakshmi Puja)। তবে মা লক্ষ্মী যেমন অল্পতে সন্তুষ্ট হন সেরকম একটু ভুলে অসন্তুষ্ট হন (Sharad Purnima 2023 Do’s and Donts)। তাই এই পুজোর দিনে বেশ কিছু নিয়ম মেনে আপনাকে চলতে হবে। চলুন জেনে নিই কী কী করলে মা লক্ষ্মী (Maa Lokkhi) আপনার উপর সন্তুষ্ট হবে।

কোজাগরী শব্দের অর্থ হল, ‘কে জেগে আছো’। যার মানে যে পূর্ণিমার রাতে জেগে লক্ষ্মী পুজো করাই হল কোজাগরী পূর্ণিমা। তাই বাঙালিদের বিশ্বাস, এদিন রাত জেগে কে লক্ষ্মীর আশায় বসে আছেন, ঘরে প্রদীপ জ্বালিয়ে ধন পাওয়ার আশায় বসে রয়েছেন, তা দেখতেই এদিন রাতে পেঁচায় চড়ে ঘরে ঘরে উঁকি দেন। যে প্রদীপ জ্বালিয়ে রাত জেগে থাকেন, তার ঘরেই ধনসম্পদের ঝাঁপি উপচে দেন।

Kojagari Lakshmi Puja 2023

   

ধন সম্পদের দেবী হওয়ায় বিভিন্ন মন্দির ছাড়াও লক্ষ্মীর বরে সৌভাগ্য ফেরাতে ঘরে ঘরে এই পুজো করা হয়। কেউ ঘরোয়া ভাবে পুজো করেন। কেউ আবার পুরোহিত ডেকে পুজো করেন। কোজাগরী লক্ষ্মীপুজোতে দেখা যায় জেলা ভিত্তিক আঞ্চলিক আচার অনুষ্ঠান। এক একটি বাড়িতে এক একটি রীতি মেনে এই পুজো করা হয়। কিন্তু যেভাবেই পুজো করুন কয়েকটি জিনিস ছাড়া লক্ষ্মী পুজো একেবারেই সম্ভব নয়।

পুজোয় মোট ১৪টি পাত্রে উপচার রাখা হয়। কলাপাতায় টাকা, স্বর্ণ মুদ্রা, ধান, পান, কড়ি, হলুদ ও হরিতকী দিয়ে সাজানো হয় পুজোর স্থানটিকে। এই দিন বাড়ি জুড়ে আলপনা দিতে হয়। আল্পনা দেওয়ার সময় দেবীর পায়ের নকশা করবেন। এতে দেবী আপনার গৃহে প্রবেশ করবেন। এছাড়াও ঘরের কোণায় আলো জ্বালান আজ। আজ বাড়ির কোনও কোণা অন্ধকার রাখবেন না। এতে দেবী অসন্তুষ্ট হন।

MAA LAKSHMI

বাড়ির প্রবেশ দ্বারা সাজান প্রদীপ দিয়ে। আজ প্রধান দরজায় অবশ্যই রাখুন প্রদীপ। প্রবেশ দ্বারা আলোকিত রাখুন। এমনকি যখন লক্ষ্মীপুজো করবেন তখন যতটা সম্ভব শান্তি বজায় রেখে পুজো করতে হবে। কারণ বেশি হৈ হট্টগোল, চিৎকার চেঁচামেচি পছন্দ করেন না। এতে মা অসন্তুষ্ট হন। তাই যখন পুজো করবেন তখন শঙ্খ আর উলুধ্বনি দিলেও ঘণ্টা বা কাঁসর বাজাবেন না।

আরও পড়ুন : মা লক্ষ্মীর প্রিয় ফল কোনটি? কোন ফুলে কীভাবে পুজো করলে মিলবে মা লক্ষ্মীর কৃপা

DHANER SISH

আরও পড়ুন : কীভাবে লক্ষ্মী পুজো করলে মা লক্ষ্মী সন্তুষ্ট হন, জেনে নিন পদ্ধতি

কোজাগরী লক্ষ্মীপুজোয় দেবীমূর্তি বা পটের কাছে ধানের শীষ অবশ্যই রাখবেন। লক্ষ্মীর অত্যন্ত প্রিয় জিনিস কড়ি রাখতে যেন ভুলবেন না যেন। আর ভুলেও মা এর আসনে সাদা কাপড় পাতবেন না আর সাদা ফুল অর্পণ করবেন না। মা লক্ষ্মীর পছন্দের রং লাল। তাই চেষ্টা করবেন মা এর আসনে লাল রঙের কাপড় পাততে এবং মা কে রঙিন ফুল অর্থাৎ গোলাপী, লাল, হলুদ রঙের ফুল অর্পণ করতে।

আরও পড়ুন : লক্ষ্মী পুজোকে কোজাগরী বলা হয় কেন, জেনে নিন আসল কারণ