Kojagari Lokkhi Pujo 2023 : মায়ের সঙ্গে কৈলাসে ফিরে গেলেও ঠিক চারদিনের মাথায় ফের মর্ত্যে অবতরণ করেন মা লক্ষ্মী (Maa Lakshmi)। দূর্গা পূজার পরেই পূর্ণিমা তিথিতে বাঙালির ঘরে ঘরে পালিত হয় কোজাগরী লক্ষ্মীপূজো (Kojagari Lokkhi Pujo 2023)। তবে লক্ষ্মী পূজার দিন শুধু মা লক্ষ্মীর আরাধনা করলেই হবে না, জানতে হবে ঠিক কি নিয়ম এবং বিধি-নিষেধ পালন করলে বিষ্ণু পত্নী মা লক্ষ্মী (Maa Lakshmi) হবেন তুষ্ট।
চলতি বছরে কোজাগরী লক্ষ্মী পুজো অর্থাৎ পূর্ণিমা তিথি শুরু হবে ২৮ অক্টোবর অর্থাৎ শনিবার সকাল ৪:১০ মিনিট নাগাদ। পূর্ণিমা তিথি শেষ হবে ২৯ শে অক্টোবর অর্থাৎ রবিবার বেলা ০১:৫০ মিনিটে। এই তিথির মধ্যেই সমস্ত নিয়ম-কানুন মেনে মন ভরে মাকে ডাকলে অবশ্যই মায়ের আশীষ পাবেন আপনি। এবার চলুন জানা যাক ঠিক কি কি নিয়মে মাকে আরাধনা করবেন আপনি।
জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, মা লক্ষ্মীর প্রিয় ফুল পদ্ম তাই আপনি পুজোর সময় পদ্ম নিবেদন করতেই পারেন মা লক্ষ্মীকে। পদ্ম ছাড়াও গাঁদা ফুল নিবেদন করা যায় মাকে। ফলের মধ্যে আপনি মাকে নারকেল বা নারকেল দিয়ে বানানো মিষ্টি এবং নাড়ু প্রদান করতে পারেন কারণ নারকেল হল মা লক্ষ্মীর সব থেকে প্রিয় ফল। নারকেল ছাড়াও পানি ফল বা পদ্মবীজ অর্পণ করতে পারেন মাকে।
কথিত রয়েছে, দেবী সাদা রংয়ের খাবার ভীষণ পছন্দ করেন তাই আপনি দেবীকে ক্ষীর নিবেদন করতে পারেন পুজোর সময়। ক্ষীর ছাড়াও আপনি চিনির মিছরি বা বাতাসা নৈবেদ্য হিসেবে অর্পণ করতে পারেন দেবী লক্ষীর কাছে। পূর্ণিমা তিথিতে রাত জেগে যদি সঠিক নিয়ম মেনে আপনি পুজো করতে পারেন সে ক্ষেত্রে মনে করা হয়, মা লক্ষ্মী স্বয়ং আপনার বাড়িতে প্রবেশ করেন।
মায়ের আরাধনা করার আগে পুজোর স্থানটি ভালো করে পরিষ্কার করে প্রদীপ, ধূপ, ধুনো জ্বালিয়ে দিতে হবে। মায়ের মূর্তি বা ছবি অথবা ঘটের সামনে আঁকতে হবে আলপনা। সদর দরজা বা সিঁড়িতে যদি মায়ের পায়ের ছাপ আঁকতে পারেন, তাহলে আরো ভালো। মায়ের আরাধনা করার সময় অবশ্যই লাল রঙের বস্ত্র পরিধান করবেন, পারলে লাল রঙের বস্ত্র, সিঁদুর এবং চূর্ণী নিবেদন করবেন দেবী লক্ষ্মীকে।
আরও পড়ুন : সংসারে উথলে পড়বে সুখ-সমৃদ্ধি, মা লক্ষ্মীর আগমনের ইঙ্গিত দেয় এই চিহ্নগুলো
আরও পড়ুন : মা লক্ষ্মীর কোপে পথের ভিখিরি হবেন, তুলসী গাছের আশেপাশে ভুলেও এই ৬টি জিনিস রাখবেন না
দেবী লক্ষ্মীর আরাধনা করার পাশাপাশি নারায়ন এবং সূর্য দেবকেও স্মরণ করতে ভুলবেন না। পুজো করার সময় দক্ষিণাবর্তি শঙ্খ জলে পূর্ণ করে বিষ্ণুকে অর্পণ করলেও মা ভীষণ তুষ্ট হন। লক্ষ্মী দেবীর আরাধনা করার সময় অবশ্যই পড়তে হবে মা লক্ষ্মীর পাঁচালী। তবে যদি একান্তই না পারেন, সেক্ষেত্রে মাকে মন থেকে ডাকলেও মা সাড়া দেবেন। পুজো শেষে মাকে অর্পণ করা ফুলগুলি আপনার নিজের আলমারিতে রেখে দেবেন তাহলে সব সময় দেবী লক্ষ্মীর কৃপা পাবেন আপনি।
আরও পড়ুন : কীভাবে লক্ষ্মী পুজো করলে মা লক্ষ্মী সন্তুষ্ট হন, জেনে নিন পদ্ধতি