কোজাগরী লক্ষ্মীপুজো কবে? কতক্ষণ থাকবে পূর্ণিমা? কীভাবে আরাধনা করলে পাবেন মা লক্ষ্মীর আশীর্বাদ

Kojagari Lakshmi Puja 2023 Date And Time : জানুন এই বছর কোজাগরী লক্ষ্মী পূজার নির্ঘণ্ট ও কোজাগরী লক্ষ্মী পূজার বিধি

Kojagari Lakshmi Puja 2023 : মা দুর্গার বিদায়ে মন খারাপ আপামর বাঙালির। কিন্তু এদিকে এটাও সত্যি যে বাঙালির বারো মাসে তেরো পার্বণ। তাই আমাদের দুর্গা পুজোর পরেই আসে লক্ষ্মী পুজো (Lokkhi Pujo)। আর মা লক্ষ্মী (Maa Lakshmi) -কে যেহুতু আমরা ধন সম্পদের দেবী বলে মানি তাই কমবেশি প্রত্যেকটি বাড়িতেই অতি যত্ন সহকারে লক্ষ্মী পুজো (Lakshmi Puja) করা হয়ে থাকে। চলুন আজকে জেনে নিই এবছরের কোজাগরী লক্ষ্মী পুজোর নির্ঘণ্ট ও নিয়ম (Kojagari Lakshmi Puja Date And Time)

মা লক্ষ্মী হলেন আত্ম্যবিদ্যা, গুহ্যবিদ্যা এবং মহাবিদ্যা। সমস্ত আচার অনুষ্ঠান মেনে লক্ষ্মী পুজো করা হয় পূর্ণিমার রাতে। কারণ এই দিন বিশ্বাস করা হয় যে রাত জেগে প্রদীপ জ্বালিয়ে মা এর আরাধনা করে তার ঘরে লক্ষ্মী প্রবেশ করে। তবে মা এর আরাধনা খুব শুদ্ধ বস্ত্রে, শুদ্ধ মনে করতে হয়। খুব অল্পতেই মা লক্ষ্মীকে সন্তুষ্ট করা সম্ভব। বাড়িতে মূর্তি না থাকলেও, ঘট, সরা, ঝাঁপিতেও মা এর পুজো করা হয়।

MAA LAKSHMI

   

তবে পুজো করার আগে অবশ্যয় পুজোর জায়গা খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে, ধুপ, দীপ জ্বালিয়ে নিতে হবে। এরপর গোটা বাড়িতে আল্পনা দিতে হবে। আর সদর দরজা আর ঘটের পাশে মা লক্ষ্মীর পায়ের চিহ্ন আঁকতে হবে। আরাধনা করার সময় অবশ্যয় লাল রংয়ের বস্ত্র পড়বেন। আর পারলে মা লক্ষ্মীকেও লাল রঙের বস্ত্র, টিপ, সিঁদুর, চূর্ণী নিবেদন করুন। এতে মা সন্তুষ্ট হবে।

তবে মা এর পুজো করার সময় মনোসংযোগ যেনো নষ্ট না হয়। আর লক্ষ্মীকে পুজো করার আগে নারায়ণ আর সূর্য দেবকে স্বরণ করতে ভুলবেন না। তারপরে ধান দিয়ে মা লক্ষ্মীর ঘট স্থাপন করে ‘’ওঁ পাশাক্ষমালিকাম্ভোজ-সৃণিভির্ষাম্য-সৌম্যয়োঃ/পদ্মাসনাস্থাং ধ্যায়েচ্চ শ্রিয়ং ত্রৈলোক্যমাতরম্/গৌরবর্ণাং সুরুপাঞ্চ সর্বলঙ্কার-ভূষিতাম্/রৌক্মপদ্ম-ব্যগ্রকরাং বরদাং দক্ষিণেন তু।‘’ মন্ত্র বলে স্বরন করবেন। তবে সংস্কৃত না জানলে মা কে মন থেকে ডাকলেই মা সারা দেবেন।

Kojagari Lakshmi Puja 2023

এরপরে মা কে ঘরে আহ্বান জানাতে ‘’ওঁ লক্ষ্মীদেবী ইহাগচ্ছ ইহাগচ্ছ ইহ তিষ্ঠ ইহ তিষ্ঠ ইহ সন্নিধেহি ইহ সন্নিরুদ্ধস্য অত্রাধিষ্ঠান কুরু মম পূজান গৃহাণ।‘’ মন্ত্র উচ্চারণ করুন। তারপরে মা এর চরন ধুয়ে তাকে ভোগ নিবেদন করে পুষ্পাঞ্জলি দিন। তাহলেই সম্পন্ন হবে আপনার পুজো। পুজো শেষে মা কে যেই ফুল গুলো অর্পণ করেছেন সেগুলো অবশ্যয় নিজের কাছে রাখবেন। নিজের আলমারি তে। রাখতে পারেন। কারণ আমরা ধন সম্পদের জন্যই মা কে পূজা করে থাকি।

আরও পড়ুন : অভাব যাবে না, পথের ভিখিরি করে ছাড়বে, আজই বাড়ি থেকে দূর করুন এই ৪ টি জিনিস

Kojagari Lakshmi Puja 2023

আরও পড়ুন : জীবনে অর্থকষ্টে ভুগতে না চাইলে লক্ষ্মীপুজোয় এই কাজগুলি ভুলেও করবেন না

এই নিয়ম মেনে প্রত্যেক বছরের মত এবছরেও পুজো হবে। আর ২০২৩ সালে কোজাগরী লক্ষ্মীপুজো পড়েছে ২৮ অক্টোবর, শনিবার, সকাল ৪টে ১০ মিনিটে। পূর্ণিমার তিথি ও মুহূর্ত শেষ হবে ২৯ অক্টোবর, রবিবার সকাল ১টা ৫০ মিনিটে। এই তিথির মধ্যেই রাত জেগে মা এর আরাধনা করতে হবে। মন ভরে মা কে ডাকলেই দেখবেন আপনার বাড়ি থেকে সমস্ত দুঃখ দুর্দশা দুর হবে।

আরও পড়ুন : সংসারে উথলে পড়বে সুখ-সমৃদ্ধি, মা লক্ষ্মীর আগমনের ইঙ্গিত দেয় এই চিহ্নগুলো