অবশেষে প্রকাশ্যে এল কেকের অন্তিম পারফরম্যান্সের ভিডিও, মৃত্যুর আগে এটাই ছিল শেষ স্টেজ শো

মাত্র এক রাতের মধ্যেই আরও এক নক্ষত্রকে হারালো বলিউড (Bollywood)। কলকাতায় লাইভ পারফরম্যান্স করতে এসে এখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন প্রখ্যাত গায়ক কে কে (K K)। মাত্র ৫৪ বছর বয়সে তার এই পরিণতি! এই চরম বাস্তব কিছুতেই মানতে পারছে না গোটা দেশ। ভারতের অন্যতম সেরা গায়ক  সোমবার কলকাতাতে এসেছিলেন স্টেজ শো করার জন্য। অনুষ্ঠান চলাকালীন অসুস্থ হয়ে প্রয়াত হলেন কে কে।

এদিন কলকাতার গুরুদাস বিশ্ববিদ্যালয়ে নজরুল মঞ্চে কে কের জন্য একটি অনুষ্ঠানের আয়োজন রাখা হয়েছিল। এই অনুষ্ঠানে একের পর এক গান গেয়ে শ্রোতাদের মন ভরিয়ে দিয়েছিলেন তিনি। ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন শোয়ের একটি ছবি। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানেই না ফেরার দেশে চলে গেলেন কে কে।

এদিন নাকি শারীরিকভাবে বেশ অসুস্থই ছিলেন গায়ক। হোটেলের সিঁড়িতেও পড়ে গিয়েছিলেন। তবুও উদ্যোক্তাদের কথা ভেবে শো ক্যানসেল করেননি। হাজার হাজার শ্রোতা তার গান শোনার জন্য উন্মুখ হয়ে ছিলেন গ্যালারিতে। শ্রোতাদের টানে সারা সন্ধ্যাজুড়ে একের পর এক গান গেয়েছেন। কিন্তু তারপরই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন কে কে। তাকে নিয়ে যাওয়া হয় কলকাতার সিএমআরআই হাসপাতালে। কিন্তু ততক্ষণে সবশেষ।

KK Last Stage Performance

কে কের মৃত্যুর খবর দেখে শুনে কার্যত নিজের চোখ এবং কানকেও যেন বিশ্বাস করতে পারছেন না ভক্তরা। শ্রোতাদের কানে বাজছে ‘হাম রহে না রহে কাল, পল ইয়াদ আয়েঙ্গে ও পল’ গানটি। কলকাতাতে লাইভ পারফরম্যান্স করার সময় এটাই ছিল তার শেষ গান। সোশ্যাল মিডিয়াতে হু হু করে ভাইরাল হচ্ছে কেকের শেষ পারফরম্যান্সের ভিডিও। এই ভিডিও দেখে চোখের জল ধরে রাখতে পারছেন না কে কের ভক্তরা।

 

৯০ এর দশক থেকে বন্ধুত্ব, প্রেম নিয়ে একাধিক সুপারহিট গান তিনি উপহার দিয়েছেন বলিউডকে। তার গান শুনে বড় হয়েছে একটা গোটা প্রজন্ম। তার গাওয়া ‘ইয়ারো দোস্তি’ স্কুল এবং কলেজের পড়ুয়াদের মন ছুঁয়ে যায়। তিনিই আর রইলেন না। থেকে গেল সংগীতের দুনিয়ায় তার অনবদ্য কিছু কৃতিত্ব আর ভিডিও হয়ে থেকে গেল তার লাইভ পারফরম্যান্সের‌ কিছু মুহূর্ত।

https://twitter.com/MahantYogiG/status/1531709157350723585?s=20&t=xIA1CbiNn7kuUs72fx9W0w