স্টার জলসার (Star Jalsha) খড়কুটো (Khorkuto) ধারাবাহিকের গুনগুনের ‘ন্যাকামি’ নিয়ে বারবার সোচ্চার হয়েছেন নেটিজেনরা। প্রতি পদে পদে তার বোকা বোকা প্রশ্ন, শিশুসুলভ আচরণ অনেকের নজরেই বিরক্তিকর বলে মনে হয়েছে। শুরুর দিন থেকে এ পর্যন্ত প্রত্যেক মুহূর্তে গুনগুনের ন্যাকামিকে একত্রিত করে এবার গুনগুনকে ধুয়ে দিলেন এক ইউটিউবার। ‘অ্যামিউসিং রি’ (Amusing Rii) নামের ওই ইউটিউব (YouTube) চ্যানেলের ভিডিও দেখে হেসে কুটোপাটি নেটিজেনরা।
কী বলছেন তিনি? ভিডিওর শুরুতেই আসে সৌগুনের ফুলশয্যার প্রসঙ্গ। যারা সেই দৃশ্য দেখেছেন তারা জানেন ফুলশয্যার আগে গুনগুনের প্রশ্ন ছিল সে কার সঙ্গে শোবে! তারপর বাবিন ঘরে ঢুকতেই তার প্রশ্ন, ‘দরজা বন্ধ করলে কেন?’ তবে ইউটিউবারের নজরে শুধুমাত্র গুনগুন নয়, নিশানায় রয়েছে বাবিনও। কারণ বউ তার গায়ে হাত দিতেই হাত সরিয়ে নেয় সে! এমনই টুকরো টুকরো কিছু দৃশ্য একত্রিত করে এবং তার সঙ্গে মজার মজার কথা বলে এই মহিলা ইউটিউবার বানিয়ে ফেলেছেন এই রোস্টিং ভিডিও। যার প্রধান বিষয়বস্তু গুনগুনের ন্যাকামি।
সেখানে উঠে এসেছে গুনগুনের টেডি জড়িয়ে ঘুমানোর অভ্যাসের কথাও। ইউটিউবারের প্রশ্ন, নরম তুলোর পাশবালিশ ছেড়ে বাবিনের মতো মেদবিহীন কাঠখোট্টা চেহারাকে কি আদেও টেডির সঙ্গে তুলনা করা যায়? তবে গুনগুনের কাছে তার টেডি হয়ে ওঠে সৌজন্যই। তবে ইউটিউবারের কথায়, বাংলা সিরিয়ালের লজিক খোঁজা বৃথা। তারপর বাংলা সিরিয়ালের চিরাচরিত রীতি রেওয়াজ অনুযায়ী গল্প ঢুকে পড়ে গুনগুনের দ্বিতীয় বিয়ের প্লট।
আবার নিয়ম মেনেই প্রথম স্বামী সৌজন্যের সঙ্গেই তার আবার বিয়ে হয়। এরপর আবার মিষ্টির বাচ্চাকে নিয়ে গুনগুনের টানাটানির প্রসঙ্গ উঠে আসে ভিডিওতে। কারণ এতে বিরক্ত হয়েছিলেন অনেকেই। মিষ্টির বাচ্চাকে নিজের বাচ্চা বলে দাবী করার পেছনে গুনগুনের যুক্তি ছিল যেহেতু সে বাচ্চার মুখ প্রথমে দেখেছে তাই নাকি সেও বাচ্চার মা! বাড়ির পুরুষদেরও আর কোনও কাজ নেই।
তারাও বাড়ির কুটকাচালি মধ্যে সারাদিন পড়ে থাকেন। এমনকি ঋজুকে তো নিজের মুখে স্বীকার করতেও শোনা যায় সে কথা। দেখুন সেই ভাইরাল ভিডিও এই প্রতিবেদন থেকে। তবে হ্যাঁ, ভিডিওর মজা নিন, তবে বাংলা ধারাবাহিকের লজিক খুঁজতে যাবেন না যেন!