ছেলের বিয়ে দিয়ে পুত্রবধূ ঘরে আনলেন খরাজ, রইলো বিয়ের ফটো গ্যালারি

টলিউডে (Tollywood) ফের বাজলো বিয়ের সানাই। ছেলের বিয়ে দিয়ে পুত্রবধূকে ঘরে তুললেন টলিউডের দাপুটে অভিনেতা খরাজ মুখোপাধ্যায় (Kharaj Mukherjee)। চারিদিকে যখন করোনার বাড়াবাড়িতে উদ্বিগ্ন মানুষ তখনই সুখবরটি শোনালেন অভিনেতা। তার পুত্র বিহু মুখার্জির (Bihu Mukherjee) বিয়ের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন অভিনেতা।

হিন্দু শাস্ত্র মতে যদিও পৌষ মাসে বিয়ে হয় না। তবে দুই পরিবারের সম্মতিতে পৌষ মাসেই চার হাত এক হলো। সাত বছর সম্পর্কে থাকার পর রেজিস্ট্রি করে প্রেমিকার সঙ্গে আইনি বিয়ে সেরে ফেললেন খরাজপুত্র বিহু মুখার্জি। সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হলো ছবি। নবদম্পতিকে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন খরাজের অনুরাগীরা।

বিহু মুখার্জি বাবার মতো টলিউডের পথে পা বাড়াননি। তবে তার স্ত্রী অঙ্কনা দাস টলিউডের বেশ পরিচিত মুখ। যদিও তিনি অবশ্য অভিনয় জগতের মানুষ নন। অঙ্কনা একজন সংগীতশিল্পী। একটি ব্যান্ডের ভোকালিস্ট হিসেবে গান করেন অঙ্কনা। সংগীতজগতের সূত্রেই দুজনের প্রথম আলাপ। অঙ্কনা যে ব্যান্ডের হয়ে গান করেন, বিহু সেই ব্যান্ডেরই ড্রাম বাদক।

বাংলা ছবির কমেডি কিং খরাজ মুখোপাধ্যায়। বাংলার পাশাপাশি একাধিক বাংলাদেশি ছবিতেও তিনি অভিনয় করেছেন। তবে শুধু কমেডি অভিনেতা হিসেবে নয়, সকল স্বাদের চরিত্রে খরাজ মুখোপাধ্যায়ের অভিনয় তাকে সেই চরিত্র অনুপাতে মানিয়ে যায় বেশ। ১৯৮০ সালে ‘হুলুস্থুল’ ছবির হাত ধরে তিনি সিনেমা জগতে প্রবেশ করেন।

খরাজ মুখোপাধ্যায় এর পর পাতালঘর, বাই বাই ব্যাংকক, কাহানি, নেমসেক, অ্যাক্সিডেন্ট, মুক্তধারা, স্পেশাল ২৬, জাতিস্মরের মতো একাধিক উল্লেখযোগ্য ছবিতে অভিনয় করেছেন। পর্দাতে একাধিক ছবিতে টলিউড নায়ক-নায়িকাদের বাবার চরিত্রে অভিনয় করতে দেখা যায় খরাজ মুখোপাধ্যায়কে। এবার তিনি তার নিজের ছেলের বিয়ে দিয়ে ঘরে পুত্রবধূ এনে নিশ্চিন্ত হলেন।