
গত কয়েক বছর ধরে গোটা ভারত জুড়ে দক্ষিণী সিনেমার (South Indian Film Industry) রমরমা অনেকাংশে বেড়ে গিয়েছে। এই মুহূর্তে দক্ষিণের যে তারকা অভিনেতাদের নাম বারবার উঠে আসে তারা হলেন যশ (Yash), প্রভাস, অল্লু অর্জুন, রামচরণ, জুনিয়র এনটিআর প্রমুখ। কেবলমাত্র একটি ছবির দৌলতে সুপারস্টার হয়েছেন যশ। কেজিএফ (KGF) অভিনেতার প্রেমে পাগল সারা দেশের মহিলারা।
তবে যশের মহিলা ফ্যানরা জানেন তিনি বিবাহিত। কোটি কোটি মহিলা তার ভক্ত হলেও তিনি একমাত্র তার স্ত্রীর প্রতি অনুরক্ত। তার স্ত্রীর নাম রাধিকা পন্ডিত (Radhika Pandit)। তিনিও অভিনয়ের দুনিয়ার মানুষ। অবশ্য প্রথম জীবনে তিনি শিক্ষিকা হতে চেয়েছিলেন। তবে বি.কম পড়ার সময় তিনি অভিনয় জগতে পা রাখেন।
প্রখ্যাত কন্নড় টিভি শো ‘নন্দা গোকুল’ এর হাত ধরে যশের স্ত্রী রাধিকা অভিনয়ের দুনিয়াতে প্রবেশ করেছিলেন। যশের সঙ্গে তার প্রেম কাহিনীটাও কোনও সিনেমার তুলনায় কম নয়। ১৯৬৫ সালে বেঙ্গালুরুতে জন্ম নেন রাধিকা। প্রথম ধারাবাহিক ফিট হওয়ার পর তিনি একের পর এক কাজের সুযোগ পেতে থাকেন।
রাধিকা এরপর পরিচালক শশাঙ্কের ‘18th Cross’ এবং ‘মোগিনা মন্সু’ ছবিতে অভিনয় করেন। তবে যশের সঙ্গে তার দেখাটা কিন্তু হয়েছিল ‘নন্দা গোকুলে’র সেটে। এই সিরিয়ালে রাধিকার বিপরীতে যশ অভিনয় করেছিলেন। সেই থেকে তাদের প্রেমের সূত্রপাত হয়। এরপর আবার ‘মোগিন্না মনসু’ ছবিতেও একসঙ্গে কাজ করেছিলেন তারা।
প্রথম প্রথম অবশ্য নিজেদের সম্পর্কে কথা কাউকে জানতে দেননি তারা। বেশ কয়েক বছর নিজেদের সম্পর্ক গোপন করার পর গোপনেই বাগদান সেরে ফেলেছিলেন তারা। ২০১৬ সালে তারা বিয়ের পিঁড়িতে বসেন। এরই মধ্যে তাদের দুই সন্তানের জন্ম হয়েছে। যশ এবং রাধিকার দুই সন্তান, মেয়ের নাম আয়রা এবং ছেলের নাম ইথর্ব।
যশ সিরিয়ালের পর একাধিক সিনেমাতে কাজ করার সুযোগ পেয়েছিলেন। বেশ কয়েক বছর ইন্ডাস্ট্রিতে ভাগ্য পরীক্ষা করার পর কেজিএফ ছবি তার ভাগ্য ঘুরিয়ে দেয়। এরই মধ্যে কেজিএফের দুটি পার্ট মুক্তি পেয়েছে এবং সেই দুটো ব্যাপক সাফল্য পেয়েছে। খুব শীঘ্রই আবার নতুন পার্টে দেখা যাবে রকি ভাইয়ের কামাল।