জন্ম চীনে, লন্ডন ঘুরে এখন ভারতে, রইলো ক্যাটরিনা কাইফের ভোলবদল গল্প

বলিউড (Bollywood) অভিনেত্রী ক্যাটরিনা কাইফকে (Katrina Kaif) নিয়ে আজ চারিদিকে উন্মাদনা তুঙ্গে। বিশেষত যেদিন থেকে ভিকি কৌশলের (Viki Kaushal) সঙ্গে তার বিয়ের খবর প্রচার হয়েছে, ক্যাটরিনাকে নিয়ে সকলের আগ্রহ আরও বেড়ে গিয়েছে। যদিও এই বিদেশী সুন্দরী প্রথমবার ভারতবর্ষে পা রেখেই রীতিমতো শোরগোল ফেলে দিয়েছিলেন। তবে তার চেহারা থেকে শুরু করে কথা বলার ধরণ নিয়ে সমালোচনা কিছু কম হয়নি। ক্যাটরিনা এরপর বহু পরিশ্রম করে নিজেকে আপাদমস্তক ভারতীয় করে তুলেছেন।

এই বিদেশী সুন্দরীর জন্ম চীনের হংকং শহরে। ১৯৮৩ সালে ক্যাটরিনার জন্ম হয়। বাবা-মা নাম রেখেছিলেন ক্যাটরিনা তুরকোত্তে। তবে জন্মের পর থেকেই বিভিন্ন দেশে দেশে ঘুরেছেন ক্যাটরিনা। বাবা-মায়ের বিচ্ছেদের কারণে বেশিদূর পড়াশোনাও হয়ে ওঠেনি তার। বহুদেশ ঘুরে ঘুরে শেষমেষ লন্ডনে এসে বসবাস শুরু করেন তিনি। সেখানেই মডেলিংয়ের দুনিয়ায় তিনি পা রাখেন। ব্রিটিশ সরকারের তরফ থেকে নাগরিকত্বও পেয়েছেন ক্যাটরিনা।

লন্ডনের একটি ফ্যাশন শো’তে ভারতীয় চলচ্চিত্র পরিচালক কাইজাদ গুস্তাদের নজরে পড়ে যান ক্যাটরিনা। তিনিই তাকে প্রথম ছবির অফার দিয়েছিলেন। ২০০৩ সালে ‘বুম’ ছবিতে অভিনয় করে প্রথমবার বলিউডে নিজের কেরিয়ার শুরু করেন ক্যাটরিনা। প্রথম ছবিতে সাফল্য পাওয়ার পর ইন্ডাস্ট্রিতে তার পরিচিতি বাড়তে শুরু করে। খুব তাড়াতাড়িই বলিউডের প্রথম সারির অভিনেত্রী হয়ে উঠেছেন তিনি।

তবে নিজেকে আপাদমস্তক ভারতীয় করে তোলার জন্য তার স্ট্রাগলটা তখন থেকেই শুরু হয়। ক্যাটরিনার কেরিয়ারের প্রথম দিকের ছবি দেখলে আজকের ক্যাটরিনার সঙ্গে মেলাতে পারবে না কেউ। কারণ সেই সময় ত্বকের রং আরও বেশি উজ্জ্বল ছিল। ক্যাটরিনা আরও বেশি বোল্ড ছিলেন। তার ফিগারও আজকের মতো এত নিটোল ছিল না।

বিগত এক দশকেরও বেশি সময় নিয়ে ক্যাটরিনা নিজের চেহারাতে আমূল পরিবর্তন এনেছেন। তার চুলের স্টাইল থেকে ত্বকের রঙ, সবেতেই এসেছে পরিবর্তন। যথাসম্ভব হালকা মেকআপ করে ক্যাটরিনা নিজের উজ্জ্বল এবং বোল্ড লুকসের পরিবর্তন এনেছেন। এখন তার চেহারা উজ্জ্বল হলেও ভারতীয়দের মতো ডার্কনেস এসেছে তার ত্বকে।

এছাড়াও পরিশ্রম করে নিজের চেহারা ভারী থেকে স্লিম করেছেন ক্যাটরিনা। তার ‘চিকনি চামেলী’ গানে নাচ দর্শক আজও মনে রেখেছেন। ওয়েস্টার্ন পোশাক ছেড়ে ধীরে ধীরে শাড়িতে অভ্যস্ত হয়েছেন ক্যাটরিনা। আজকাল যে কোনও অনুষ্ঠানে তাকে বেশীর ভাগ সময় শাড়িতেই দেখা যায়।