বাবা-মায়ের বিচ্ছেদ, পড়াশোনা ছেড়ে মডেলিং, ক্যাটরিনার জীবন শুধুই সংগ্রামে ভরা

বলিউডের (Bollywood) সুন্দরী অভিনেত্রীদের (Actress) তালিকায় ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ অভিনেত্রী ক্যাটরিনা কাইফের (Katrina Kaif) নাম রয়েছে প্রথম সারিতেই। অক্ষয় কুমার, সালমান খান, হৃত্বিক রোশন, আমির খান, শাহরুখ খান, থেকে শুরু করে রনবীর কাপুর, আদিত্য রয় কাপুর; বলিউডের প্রথম সারির প্রায় প্রত্যেক অভিনেতার সঙ্গেই স্ক্রিন শেয়ার করেছেন এই বিদেশী সুন্দরী। বলিউডের তাবড় তাবড় সেলিব্রিটিদের সঙ্গে তার অনস্ক্রিন কেমিস্ট্রি বরাবর প্রেক্ষাগৃহে কিস্তিমাত করেছে।

তবে জীবনের প্রথম ভাগে তাকেও বহু চড়াই-উৎরাইয়ের সম্মুখীন হতে হয়েছে। ছোটবেলাটা খুব একটা স্বস্তিতে কাটানোর সুযোগ পাননি তিনি। তার বাবা মহম্মদ কাইফ ছিলেন কাশ্মীরের বাসিন্দা। তবে পরবর্তী দিনে তিনি ব্রিটেনের নাগরিকত্ব নিয়ে সেখানে ব্যবসা শুরু করেন। ক্যাটরিনার মা সুজান টার্কুট, আদ্যোপান্ত ব্রিটেনের বাসিন্দা। ক্যাটরিনা ব্রিটেনের নাগরিক। তবে তার জন্ম হয়েছিল হংকংয়ে এবং তিনি শৈশব কাটিয়েছেন আমেরিকাতে।

যদিও তিনি তার কৈশোর কাটিয়েছেন ব্রিটেনেই। ব্রিটেনের একটি স্কুলেই তিনি তার স্কুল জীবন কাটিয়েছেন। ক্যাটরিনা যখন ছোট, তখনই তার বাবা-মায়ের বিচ্ছেদ হয়ে যায়। ক্যাটরিনারা ৬ বোন এবং ১ ভাই। বাবা-মায়ের বিচ্ছেদের পর ক্যাটরিনা অবশ্য তার মায়ের কাছেই বেড়ে উঠেছেন। তার মা সুজান টার্কুট ছিলেন একজন NGO কর্মী। মায়ের কাজের সূত্রে ছোট বয়স থেকেই চিন, জাপান, ফ্রান্স, সুইজারল্যান্ড, পোলান্ড, জার্মানি, বেলজিয়াম, সহ বিভিন্ন দেশে ঘুরেছেন ক্যাটরিনা।

তার বয়স যখন মাত্র ১৪ বছর, তখনই তিনি প্রথম মডেলিংয়ের দুনিয়ায় পা রাখেন। ‘লন্ডন ফ্যাশন উইক’-এ প্রথমবার র‌্যাম্পে হাঁটার অভিজ্ঞতা অর্জন করেন তিনি। আবার সেই বছরেই একটি বিজ্ঞাপনে কাজ করার সুযোগও পেয়ে যান ক্যাটরিনা। এই বিজ্ঞাপনে কাজ করেই কার্যত তার অভিনয় জীবনের হাতে খড়ি হয়। এরপর একের পর এক মডেলিং এবং বিজ্ঞাপনের কাজ করলেও সিনেমার পর্দায় কাজ করার জন্য বলিউডই তাকে প্রথমবার ব্রেক দেয়।

২০০৫ সালে ‘বুম’ ছবিতে অভিনয় করে প্রথমবার বলিউডে পা রাখেন তিনি। যদিও প্রথম ছবিতে সেভাবে দর্শকের নজর কাড়তে পারেননি এই বিদেশি অভিনেত্রী। বলিউডে পা রাখার পর প্রথম প্রথম হিন্দিতে কথা বলতে বেজায় অস্বস্তিতে পড়তেন ক্যাটরিনা। যে কারণে বলিউডের পরিচালকেরা তাকে সুযোগ দিতে দ্বিধাগ্রস্থ ছিলেন। যদিও শীঘ্রই বলিউডের সকল দ্বিধা কাটিয়ে দেন ক্যাটরিনা নিজেই।

২০০৫ সালে অভিষেক বচ্চনের বিপরীতে ‘সরকার’ ছবিতে অভিনয় করে অভিনেত্রী হিসেবে বেশ সাফল্য অর্জন করেন ক্যাটরিনা। আবার ওই বছরেই সালমান খানের বিপরীতে ‘ম্যায়নে পেয়ার কিউ কিয়া’তেও তার অভিনয় বেশ প্রশংসিত হয়েছিল। এরপর ‘নমস্তে লন্ডন’, ‘পার্টনার’, ‘ওয়েলকাম’ এর মত একের পর এক সফল বাণিজ্যিক ছবিতে অভিনয় করে বলিউডে নিজের জায়গায় সুদৃঢ় করতে পেরেছিলেন তিনি।

অভিনয় জগতের সুবাদেই মনের মানুষের খোঁজও পেয়েছিলেন ক্যাটরিনা। সালমান খানের সঙ্গে তার প্রেম বলিউডের চর্চার বিষয়বস্তু হয়েছিল বহুদিন। তবে সেই প্রেম টেঁকেনি। পরে রনবীর কাপুরের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন অভিনেত্রী। তারা একত্রে লিভ ইন করছেন বলেও গুঞ্জন উঠেছিল। সেই সম্পর্কও শীঘ্রই ভেঙে যায়। ৩৮ বছরের এই বলিউড সুন্দরী আজ পর্যন্ত অবিবাহিতই থেকে নিয়েছেন। যদিও হালফিলে ভিকি কৌশলের সঙ্গে ক্যাটরিনার সম্পর্ক গড়ে উঠেছে বলেও গুঞ্জন শোনা যাচ্ছে।